বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলের দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করেছিলেন বাংলার হয়ে খেলা পেসার আকাশ দীপ। ভারতীয় দলের প্রত্যাবর্তনেই নজর কেড়েছিলেন এই জোরে বোলার। প্রথম ইনিংসে বোলিংয়ের সময় পরপর দুই বলে বাংলাদেশের দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে জোর ধাক্কা দিয়েছিলেন আরসিবির এই পেসার। ম্যাচ জয়ের পর ভারতীয় দলের নিজের অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন এই পেসার।
সম্প্রতি বিরাট কোহলি স্বয়ং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গা♚লুরুতে খেলা এই ক্রিকেটারকে একটি ব্য়াট উপহার দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই বিরাটের সেই ব্যাট, তাঁর কাছে স্পেশাল গিফ্টেরই মতো। আকাশদীপ বলছেন, বিরাটের ཧকাছে ব্যাট চাইতেই হয়নি তাঁকে। নিজে থেকেই কোহলি এসে তাঁকে এই উপহার দেন।
দলীপ ট্রফিতে খেলার সময় প্রথম রাউন্ডের ম্যাচে বল হাতে নজর কাড়ার পাশাপাশি ব্যাট হাতেও একটি ম্যাচে বেশ জমজমাট ইনিংস খেলেছিলেন আকাশ♊ দীপ। সেই ইনিংসে করেছিলেন ৪২ বলে ৪৩ রান। স্রেফ বোলার হিসেবেই নয়, ব্যাটার হিসেবেও যে খেলাটা ভালোই উপভোগ করেন তিনি সেটা বোঝা গেছিল তখনই। এরপর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। চেন্নাইতে ভারতের প্রথম ইনিংসের সময় চারটি চার মেরে করেছিলেন ১৭ রান। এরপর বল হাতে পরপর দুই বলে ফেরান জাকির হাসান এবং মোমিনুল হককে।
আরও পড়ুন-মায়াঙ্কের ছোঁয়ায় এ ক্লাস পারফরমেন্স! লিগ টপারকে টপকে দলীপ চ্য🃏াম্পিয়ন ইন্ডিয়া 🎐'এ'
বিরাট তাঁকে খেলার জন্য ব্যাট উপহার দিলেও আকাশ দীপ🌞 কিন্তু বলছেন, এই ব্যাট তিনি দেওয়ালে সাজিয়ে রাখবেন সোভেনির হিসেবে। ভারতীয় দলের স্পিডস্টারের কথায়, ‘বিরাট ভাই নিজেই আমায় ব্যাট দিয়েছিল। হয়ত আমার ব্যাটিংয়ে কিছু দেখেছিল। আমি চাইও নি। নিজে থেকেই আমায় এসে জিজ্ঞাসা করেছিল, তোর ব্যাট লাগবে কি? কে বিরাট কোহলির ব্যাট চাইবে না? ও তো ক্রিকেটের কিংবদন্তি। আমি ওর কথা শুনে খুব খুশি ছিলাম, আর ব্যাট চেয়েছিলাম। এরপর আমায় জিজ্ঞাসা করেছিল কি ধরণের ব্যাট আমি ব্যবহার করি? আমি তো কিছুই বলতে পারিনি, শুধুই হেসেছিলাম। এরপর ও এসে বলল, ঠিক আছে। এই নে এই ব্যাটটা রাখ ’।
আরও পড়ুন-‘দলের খেলায় খুশি, তবে স্ট্রাইকারদের গোল করতে হবে’! বলছেন মোলিনা! রেফারিং নিয়ে ꦉঅখুশি দিমি…
আকাশ দীপ স্পষ্ট করেই বলছেন বিরাট কোহলি যতই বলুক সেই ব্যাট তাঁর খেলার জন্য, তিনি সেই উপহারের এমন ভুল ব্যবহার করবেন না। আকাশের কথায়, ‘আমি জীব🐻নে ওই ব্যাট দিয়ে কখনও খেলব না। ওই উপহারটা আমি আমার বাড়ির দেওয়ালে সোভেনির হিসেবে সাজিয়💮ে রাখব। এটা বিরাট ভাইয়ের থেকে পাওয়া অনেক বড় উপহার। আর ব্যাটে তো বিরাট কোহলির সই করাও আছে’।
প্রসঙ্গত কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলেও সুযোগ পেয়েছেন বিহার থেকে উঠে আসা এই পেসার। অস্ট্রেলিয়া সিরিজের আগে মর্নি মর্কেল নিশ্চয় চাইবেন বুমরাহ-সিরাজের পাশাপাশি তৃতীয় জোরে বোলার হিসেবে যত বেশি সম্ভব ম্যাচে আকাশকে খেলিয়ে তৈরি করে নিতে। কারণ অজিদের ডেরায় সবুজ উইকেটে আকাশের পেস এবং সুইং বোলিং কার্যকরি🦂 ভূমিকা নিতে পারে।