শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিনিয়র মহিলা দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালিসা হিলি। যিনি আবার ঘটনাচক্রে পুরুষ জাতীয় দলের পেসার মিচেল স্টার্কের স্ত্রী। সম্প্রতি এক অদ্ভুত দুর্ঘটনায় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছিল তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়েই। আদৌও আর ২২ গজে হিলি ফিরতে পারবেন কিনা তা নিয়েই উঠেছিল প্রশ্ন। নিজের দুই কুকুরে𒉰র মধ্যে চলা মারপিট থামাতে গিয়েই গুরুতর আহত হন তিনি। এরপর এই সপ্তাহান্তেই অপারেশন করা হয়েছে তাঁর।
এখন সুস্থ রয়েছেন হিলি। চিকিৎসকরা যে সময়সীমা ঠিক করে দিয়েছেন তাতে করে ডব্ল🦩ুবিবিএল অর্থাৎ মহিলাদের বিগ ব্যাশ লিগেই কামব্যাক হতে চলেছে তাঁর। নিজের ডান হাতের তর্জনীতে গুরুতর চোট পেয়েছিলেন হিলি। সেখানেই তার অ🌃স্ত্রোপচার হয়েছে।রবিবার ডব্লুবিবিএলে সিডনি সিক্সার্স মুখোমুখি হয়েছিল সিডনি থান্ডার্সের। সেই ম্যাচে সিক্সার্স দল ৪২ রানে হেরে যায়। তারপরেই সিক্সার্সদের স্কোয়াড থেকে হিলির নাম প্রত্যাহার করা হয়। অফিসিয়ালি সিক্সার্সের তরফে জানানো হয়েছিল হিলির হাতে সার্জারির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে হিলির সতীর্থ ফোয়েবে লিচফিল্ড জানান হিলির উপর তাঁর পোষা কুকুরদের আক্রমণের ঘটনাতেই এই ঘটনা ঘটেছে।
সোমবার ঘটনার বিষয়ে হিলি জানিয়েছেন, তাঁর বাড♚়িতে থাকা দুই স্ট্রাফোর্ডশায়ার বুল টেরিয়ারের মধ্যে তুমুল মারপিট হচ্ছিল। সেই সময়ে দুই কুকুরকে আলাদা করতে গিয়েই তাঁর উপরে আক্রমণ করে বসে ওই কুকুরদের একটি। তবে এই আক্রমণে তাঁর হাড় বা টেন্ডনের কোনও ক্ষতি হয়নি। কুকুরের কামড়ে হিলির আঙুলের আর্টারি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরেই তাঁর ক্রিকেটিয় কেরিয়ার নিয়ে জেগেছিল সংশয়। কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বাড়ি বসে ডব্লুবিবিএলের ম্যাচ দেখার কথা ও জানিয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের তরফে লেখা হয়েছিল এই চোটের ফলে হিলির ডব্লুবিবিএলের বাকি মরশুম অনিশ্চিত। তবে বিশেষজ্ঞরা বলছেন ডব্লুবিবিএলেই ২২ গজে ফিরতে পারেন হিলি।