শেষমেশ সম্ভাবনাই সত্যি হল। ༒ভারতের কাছে সিরিজের দ্বিতীয় তথা শেষ যুব টেস্টে গোহারান হারল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল। ফলে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের পরে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হল অস্ট্রেলিয়ার যুব দল। তারা ভারত সফর শেষ করে সব ম্যাচ হেরে।
চিপকে তিনদিনেই ভারতের কাছে দ্বিতীয় যুব টেস্টে হার মানে অস্ট্রেলিয়া। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তা꧒রা নিজেদের প্রথম ইনিংস শেষ করে ১৩৩.৩ ওভারে ৪৯২ রানে তুলে। বিহান মালহোত্রা ১০, বৈভব সূর্যবংশী ৩, নিত্য হান্ডিয়া ৯৪, কেপি কার্তিকেয়া ৭১, নিখিল কুমার ৬১, হরবংশ সিং ১১৭, মহম্মদ এনান ২৬, সামর্থ নাগরাজ ২০ ও আনমোলজিৎ সিং ১১ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ২টি করে উইকেট নেন ওলি প্যাটারসন, হ্যারি, ক্রিশ্চিয়ান ও লাচলান। ১টি করে উইকেট নেন বিশ্ব রামকুমার ও রাইলি কিংসে𝔉ল।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার যুব দল প্রথম ইনিংসে অল-আউট হয় ২৭৭ রানে।🌳 অলিভার পিক ১১৭, অ্যালেক্স লি ইয়ং ৬৬, আইদান ও'কনর ১৮ ও ওলি প্যাটারসন ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ভারতের হয়ে প্রথম ইনিসে ৬০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন মহম্মদ এনান। ৭২ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন আনমোলজিৎ সিং। ৪২ 🌳রানে ১টি উইকেট নেন সামর্থ নাগরাজ।
প্রথম ইনিংসের নিরিখে ২১৫ রানের বড়সড় লিড নিয়ে অস্ট্রেলিয়াকে ফলো-অন করায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া চূড💟়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা একশো রানের গণ্ডিও টপকাতে ব্যর্থ হয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অল🌌-আউট হয় মাত্র ৯৫ রানে। ফলে এক ইনিংস ও ১২০ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ভারত।