ꦿ পিঠের চোটের জের, SA20 থেকে ছিটকে গেলেন সাউথ আফ্রিকার তারকা পেশার এনরিখ নরকিয়া। মাত্র কয়েকদিন আগেই সাউথ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড জায়গা পেয়েছিলেন এই পেসার। কিন্তু খুব বেশিদিন কাটল না, তিনি ছিটকে গেলেন চ্যাম্পিয়নস ট্রফি থেকেও।
ღআরও পড়ুন- VHTর ফাইনালের পরই বৈঠক আগরকরদের! ১৯ তারিখই দল ঘোষণা! ২ পজিশন নিয়ে বিস্তর আলোচনা- রিপোর্ট
🀅জানা যাচ্ছে শেষ হয়েই মাস ধরেই চোটে চোটে জর্জরিত ছিলেন তিনি। সাউথ আফ্রিকা20 ফ্র্যাঞ্চাইজি লীগে তার খেলার কথা ছিল। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল নরকিয়ার গতির জন্য তাকে পাকিস্তানে নিয়ে আসার। সেক্ষেত্রে তিনি দলে থাকলে পেস অ্যাটাক শক্তিশালী হত।
ꦉসাউথ আফ্রিকার স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তারকা পেসার জেরাল্ড কোয়েটজি। তিনি ফিট থাকলেও নরকিয়াকে নিতে গিয়ে তাকে আর জায়গা দিতে পারেনি প্রোটিয়া বোর্ড। কিন্তু তিনি SA20তে ভালোই ছন্দ দেখিয়েছেন। সম্প্রতি এক ম্যাচে কোয়েটজি জোড়া উইকেট নেওয়ার পাশাপাশি ঝড়ো ব্যাটিংও করেন। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের মাটিতে প্রোটিয়া শিবিরের সেরা বোলার ছিলেন তিনি। অর্থাৎ এশিয়ান উইকেটে তার পারফরম্যান্স ভালোই, সেক্ষেত্রে এনরিখ নর্কিয়ার পরিবর্তে স্কোয়াডে ঢুকতে পারেন এই জোর বোলার। যদিও এখনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেনি সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
𓃲আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
ꦉহাতে এখনও প্রায় ১ মাস সময় রয়েছে স্কোয়াডে পরিবর্তনের। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। তাই তড়িঘড়ি কোন সিদ্ধান্ত নিচ্ছে না প্রোটিয়া বোর্ড। কোয়েটজিসহ আরো কয়েকজনকে দেখে নিয়ে তবেই কম্বিনেশন অনুযায়ী পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করতে পারে ক্রিকেট সাউথ আফ্রিকা।
൩আরও পড়ুন-BGTতে শতরান! IPLএ ৬ কোটি! ধন্যবাদ জানাতে হাঁটু ভেঙে তিরুপতি মন্দিরে উঠলেন নীতীশ রেড্ডি
༺সোমবারই এনরিখ নরকিয়ার চোটের জায়গার স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্ট হাতে পেয়েই চিকিৎসকরা জানান যে তার চোট দ্রুত সাড়ার নয়। পার্ল রয়্যালসের হয়ে তিনি বুধবারের ম্যাচে নামেননি। এরপরই জানা গেল, এবারের ঘরোয়া টি২০ প্রতিযোগিতাসহ চ্যাম্পিয়নস ট্রফিতেও আর খেলা হবে না এই ৩১ বছর বয়সী বোলারের