উত্তরপ্রদেশ টি-২০ লিগের শুরুতেই ধুমধাড়াক্কা ক্রিকেট উপহার 🤪দিল ধ্রুব জুরেলের নেতৃত্বাধীন গোরখপুর লায়ন্স। শুরুতে ব্যাট করে বিশাল রানের ইনিংস গড়ে তোলে তারা। পরে নীতীশ রানার নেতৃত্বাধীন নয়ডা সুপার কিংসকে নিতান্ত সস্তায় আটকে রেখে বিরাট ব্যবধানে ম্যাচ জেতেন জুরেলরা।
সোমবার একানা স্টেডিয়ামে ইউপি টি-২০ লিগের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে নামে ধ্রুব জুরেলের গোরখপুর লায়ান্স ও নীতীশ রানার নয়ডা সুপার কিংস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গোরখপুর। যদিও নীতীশ কী ভেবে শুরুতে ব্যাট করতে পাঠান প্রতিপক্ষকে, সেই বিষয়ে প্রশ্ন উঠতেই পারে। কেননা প্রথমে ব🌞্যাট করে গোরখপুর বিশাল ইনিংস গড়ে তোলে।
নির্ধারিত ২০ ওভারে লায়ন্স ২ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে। ঝোড়ো শতরান করেন আরিয়ান জুয়েল। অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন ধ্রুব জুরেল। আরিয়ান ৫৪ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। তিনℱি ১০টি চার ও ৫টি ছক্কা মারেন। জুরেল ৪৬ বলে ৭০ রান করে সাজঘ𒈔রে ফেরেন। তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন।
এছাড়া ১২ বলে ১৩ রান করেন অভিষেক গোস্বামী। তিনি ২টি চার মারেন। ১১ বল🎀ে ২২ রান করে অপরাজিত꧃ থাকেন আকাশদীপ নাথ। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। নয়ডার হয়ে ২টি উইকেটই নেন পীযূষ চাওলা। যদিও ৪ ওভারে ৫৪ রান খরচ করেন তিনি।
পালটা ব্যাট করতে নেমে নয়ডা সুপার কিংস ১৭ ওভারে ১২৭ রানে অল-আউট হয়ে যায়। ৯১ রানর বিশাল ব্যবধানে ম্যাচ জেতে গোরখপুর। একসময় ৬২ রানে ৭ উইকেট হারিয়ে বসে নয়ডা। নয় নম্বরে ব্যাট করতে নেমে মহম্মদ শারিম ২৫ বলে 🍨৫৭ রানের মারকাটারি ইনিংস না খেললে সুপার কিংসের পক্ষে ১০০ টপকানোও সম্ভব হতো না। শারিম ১টি চার ও ৭টি ছক্কা মারেন।
ক্যাপ্টꦓেন নীতীশ রানা ২১ বলে ২০ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২৪ রান করেন হান্নান রিজওয়ানඣ। পীযূষ চাওলা ১২ বলে ৭ রান করে মাঠ ছাড়েন।
গোরখপুরের শিবম শর্মা ৪ ওভারে ২৪ রান খরচ করে ৩টি ♒উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন অঙ্কিত রাজপুত, ♏সৌরভ কুমার ও বিজয় যাদব। যশ দয়াল উইকেট না পেলেও ৩ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৩ রান খরচ করেন। ম্যাচের সেরা হন আরিয়ান জুয়েল।