ইডেনে ইতিহাস বাংলার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের♎। কোচবিহার ট্রফির ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে এমন এক কৃতিত্ব অর্জন করে বাংলার ছোটরা, যা সিনিয়র দলও কখনও করে দেখাতে পারেনি। আসলে কোচবিহা⛄র ট্রফির ম্যাচে মুম্বইকে ইনিংসে পরাজিত করে বাংলা। এর আগে কখনও মুম্বইকে এক ইনিংসের ব্যবধানে হারাতে পারেনি বাংলা।
ইডেনে টস-ভাগ্য সঙ্গ দেয় মুম্বইকে। তারা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় হোম টিম বাংলাকে। শুরুতে ব্যাট করে বাংলা ﷽তাদের প্রথম ইনিংসে ৫০০ রানের গণ্ডি টপকে যায়। তারা ১৪০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৫০২ র♒ান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে।
সেঞ্চুরি করেন বাংলার তিন তারকা। ওপেনার অঙ্কিত চট্টোপাধ্যায় ১১৫ বলে ১০৮ রান করেন। তিনি ২০টি চার ও ২টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে আশুতোষ কুমার নিশ্চিত দ্বিশতরান মাঠে ফেলে আসেন। তিনি ৩৭৫ বলে ১৭৯ রান করে সাজঘরে ফেরেন। মারেন ২৭টি চার ও ১ট♎ি ছক্কা।
সাত নম্বরে ব্যাট করতে নেমে অভিপ্রায় বিশ্বাস ১৮৪ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ১৫টি চার ও ১টি ছক্কা মারেন। মুম্বইয়ের হয়ে নমন পু🧜ষ্পক ১০৫ রানে ৪টি উইকেট নেনꦉ। ৮৩ রানে ৩টি উইকেট নেন হর্ষ। ৮৪ রানে ২টি উইকেট নেন হৃষিকেশ।
পালটা ব্যাট করতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৪৫ রানে। তারা ৬২.৫ ওভার ব্যাট করে। ꦇওপেনার ঝাওয়ার ১০০ বলে ৬৯ রান করেন। মারেন ১১টি চার। আরিয়ান সাকপাল করেন ১৩৩ বলে ৩২ রান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- WBBL 2024: মেয়েদের ক্রিস গেইল! চার-ছক্কার ঝড়ে🍌 T20 ম্যাচে ১৫০ লিজেল লি'র- ভিডিয়ো
বাংলার ཧহয়ে প্রথম ইনিংসে ১৬ রানে ৫ উইকেট🧜 নেন রোহিত। ২০ রানে ২টি উইকেট নেন বিশাল ভাটি। ১টি করে উইকেট সংগ্রহ করেন যুধাজিৎ গুহ, রাজু ও আশুতোষ কুমার।
প্রথম ইনিংসের নিরিখে ৩৫৭ রানে পিছিয়ে থেকে ফলো-অন করতে নামে মুম্বই। তারা দ্বিতীয় ইনিসে অল-আউট হয়ღ ৩১৬ রানে। অর্থাৎ, এক ইনিংস ও ৪১ রানে ম্যাচ জেতে বাংলার অনূর্ধ্ব-১৯ দল।
দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের হয়ে ২১১ বল💧ে ৯৪ রান করেন তুষার📖 সিং। তিনি ১৪টি চার ও ১টি ছক্কা মারেন। ২৪০ বলে ৭৯ রান করেন আরিয়ান। তিনি ১৩টি চার মারেন। ৬৯ বলে ৪০ রান করেন ঝাওয়ার।
দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ৫০ রানে ৫ উইকেট নেন আশুতোষ কুমার। ৬৩ রানে ৩টি উইকেট নেন রোহিত। ১টি🍌 করে উইকেট নেন যুধাজিৎ ও রাজু। মুম্বইকে ইনিংসে হারিয়ে বাংলা বোনাস-সহ ৭ পয়েন্ট স🐻ংগ্রহ করে ম্যাচ থেকে।