মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব খোয়াতে হয়েছে রোহিত শর্মাকে। এবছর আইপিএলে মুম্বইকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। স্বাভাবিকভাবেই নেতৃত্বের বোঝা ঘাড় থেকে নেমে যাওয়ায় অনেকটা চাপমুক্ত হিটম্যান। আইপিএল ২০২৪ শুরুর আগে রোহিতকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করতে দেখা গেল গত ভার💫ত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে।
team45ro-র ইনস্টগ্রাম ভিডিয়োয় রোহিত ﷽শর্মা জুনিয়র ক্রিকেটারদের মাঠেই বকাঝকা করা থেকে শুরু করে অশ্বিন-বুমরাহর দুর্দান্ত পারফর্ম্যান্স, সব বিষয়েই খোলামেলা মন্তব্য করেন। বিশেষ করে অশ্বিনকে কতটা চাপ নিয়ে প্রতি ম্যাচে মাঠে নামতে হয়, সেটা আলাদা করে উল্লে🔴খ করতে ভোলেননি রোহিত। ভাইজ্যাগ টেস্টে জসপ্রীত বুমরাহর অবিশ্বাস্য বোলিং স্পেলকে কুর্নিশ জানাতেও কুণ্ঠা বোধ করেননি ভারত অধিনায়ক।
শুরুতেই রোহিত বলেন, ‘পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ কখনই সহজ হয় না। ত📖ার উপর ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ কখনই সহজ হবে না বলে আমরা জানতাম। জিততে হলে আমাদের সেরাটা দিতে হতো। যেভাবে চারটি ম্যাচে নিজেদের সেরা🌞টা দিতে পেরেছি, সিরিজে যেভাবে আমরা খেলেছি, তাতে ভীষণ ভীষণ খুশি।’
পরক্ষণে হিটম্যান বলেন, ‘ওলি পোপের সেঞ্চুরিটা আমার দেখা বিপক্ষ দলের কোনও ক্রিকেটারের খেলা অন্যতম সেরা ইনিংস। ওর জন্য ইংল্যান্ড প্রথম ম্যাচ জেতে। সিরিজের প্রথম ম্যাচ হারলে বিস্তর ভাবনা꧋-চিন্তা চলে। কম্বিনেশন যথাযথ কিনা, সঠিকভাবে নিজেদের প্রয়োগ করতে পারছি কিনা, বিস্তর চিন্তা-ভাবনার উদয় হয়। তবে আমার কাছে মাথা ঠান্ডা রেখে পরের ম্য়াচে কী করা যায়, সেটা ঠিক করাই ছিল আসল কাজ। দলের মধ্যে এই বার্তা দেওয়া জরুরি ছিল যে, আতঙ্কিত হওয়ার দ♏রকার নেই। এটা হয়েই থাকে। এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে।’
অশ্বিনকে নিয়ে রোহিত বলেন, ‘রবিচন্দ্রন অশ্বিন ভারতের ম্যাচ উইনার। ভেবে দেখুন কী পরিমাণ চাপ নিয়ে ওকে মাঠে নামতে হয়। যদি একটি ইনিংসে ও উইকেট না পায়, তাহলে লোকে বলতে শুরু করে যে, ও ভালো বল করছে না। এমনটাই হয়ে থাকে। তবে ও যে একজন মানুষ, সেটা মনে রাখা দরকার।ꩵ সিরিজের পরে সিরিজে যেভাবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে, ভাবলেই পাগল হতে হয়।’
বুমরাহ প্রসঙ্গে রোহিত বলন, ‘ভাইজ্যাগে বুমরাহর স্পেলটা ছিল অবিশ্বওাস্য। পাটা পিচ, ৩৫-৩৬ ডিগ্রি, জোরে বোলারদের জন্য একেবারেই উপযুক্ত পরিবেশ ছিল না। বুমরাহ বল করতে এসে দু’দিকেই রিভার্স করাতে থাকে। ভা💞রতে কোনও পেসারকে এমন বল করতে দেখিনি।'