ফের বৃষ্টি নেমেছে ক্যান্ডিতে। ইনিংসের বিরতিতে মুষলধারে বৃষ্টি নামে। যার ফলে পাল্লেকেলের শুধু পিচ নয়, বরং গোটা মাঠ ঢেকে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে দ্বিতীয় ইনিংস শুরু করা সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে যে, ডাকওয়ার্থ-লুইস নিয়মে ওভার কমিয়ে নতুন টার্গেট সেট করা হতে পারে🅠 পাকিস্তানের সামনে। এখন প্রশ্ন হল কী টার্গেট দেওয়া হতে পারে পাকিস্তানকে?
ওভার কমে গেলে পাকিস্তানের লক্ষ্য হতে পারে-
৪৫ ওভার হলে লক্ষ্য হবে ২৫৪
৪০ ওভার হলে লক্ষ্য হবে ২৩৯
৩০ ওভার হলে লক্ষ্য হবে ২০৩
২০ ওভার হলে লক্ষ্য হবে ১৫৫
আগে থেকেই ছিল বৃষ্টির পূর্বাভাস। এমনকী ভারি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যেতে পারে, এমনও পূর্ভাস ছিল আবহাওয়া দফতরের। কিন্তু ম্যাচ শুরুর 💟আগে আকাশ পরিষ্কার হওয়ায় আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু আবহাওয়া দফতরের ভবিষ্যদ্বাণী কিন্তু ফলে গেল। ম্যাচ আপাতত না ভেস্তে গেলও, বারবার বৃষ্টির জেরে বন্ধ হচ্ছে খেলা। মুষুল ধারে বৃষ্টি নামায় ম্যাচের প্রথম ইনিংসের পঞ্চম ওভারেই বন্ধ হয়ে গিয়েছিল খেলা। আম্পায়ারদের নির্দেশে মাঠ ঢেকে দেওয়া হয়েছিল। এর পর বৃষ্টি বন্ধ হয়ে খেলা শুরু হলে, ফের ১২তম ওভারে নামে বৃষ্টি। এর পর খেলা শুরু হলে, নির্বিঘ্নেই হয় ꦅপ্রথম ইনিংস। কিন্তু ইনিংসের বিরতিতে ফের শুরু হয়েছে বৃষ্টি। নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময়ে বৃষ্টি নামলে ডিএলএস-এর নিয়ম প্রয়োগ করা হবে। তবে সেক্ষেত্রে ২০ ওভার খেলা হতেই হবে।
ভারত-পাকিস্তান ম্যাচের লাইভ আপডেট জানতে হলে ক্লিক করুন এখানে: //pbv88casino.cc/cricket/a🌸sia-cup/india-vs-pakistan-asia-cup-2023-live-cricket-score-ind-vs-pak-match-at💜-pallekele-on-2nd-sept-all-news-updates-in-bengali-31693631430606.html
প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত। পাক পেসারদের দাপটে টিম ইন্ডিয়া পুরো ৫০ ওভারও খেলতে পারেনি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে, শুরুতেই বড় ধাক্কা খায় ভারত। ৬৬ রানে চার উইকেট হারি🧸য়ে বসে থাকে টিম ইন্ডিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের জ্বলন্ত পেস বোলিংয়ের আঘাতে একে একে সাজঘরে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা (২২ বলে ১১), বিরাট কোহলি (৭ বলে ৪), শ্রেয়স আইয়ার (৯ বলে ১৪), শুভমন গিল (৩২ বলে ১০)। রোহিত কোহলিকে বোল্ড করেন শাহিন আফ্রিদি। আর ভারতকে তৃতীয় এবং চতুর্থ ধাক্কা দেন হরিস রউফ। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ভারত যখন মারাত্মক চাপে, তখন হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে ভারতের হাল শক্ত হাতে ধরেন ইশান কিষাণ।
আরও পড়ুন: বাঁ-হাতি সিমারের বির♔ুদ্ধে রোগটা গেলই না, শাহিনের বলে বোল্ড রোহিত-কোহলি- ভিডিয়ো
টপ অর্ডারের ব্যর্থতা সামাল দেন ইশান এবং হার্দিক। এই দু'জন ছাড়া কোনও ব্যাটার রান পাননি। বিশ্বকাপে 💜চার এবং পাঁচ নম্বর ব্যা🐻টারের খোঁজে ছিল ভারত। এশিয়া কাপের প্রথম ম্যাচের পর সেই সমস্যা কিছুটা মিটল। কঠিন সময় পাঁচ নম্বরে নেমে নজর কাড়লেন ইশান কিষাণ। যে ভাবে খেলছিলেন, শতরান বাঁধা ছিল। কিন্তু ৮১ বলে ৮২ রান করে আউট হন ইশান। ইনিংসে ছিল ২টি ছয়, ৯টি চার। ইশান সাধারণত ওপেন করেন। তবে এদিন নতুন পজিশনে নেমে ঠাণ্ডা মাথায় দলকে ম্যাচে ফেরালেন। হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ১৩৮ রান যোগ করেন ইশান। এশিয়া কাপে পঞ্চম উইকেটে ভারতের সর্বোচ্চ রান। এই দুইয়ের ব্যাটে ভর করে ম্যাচে ফেরে ভারত।
পাশাপাশি প্রশংসা করতে হবে হার্দিকেরও। সাধারণত শট খেলতে পছন্দ করেন হার্দিক। কিন্তু দলের প্রয়োজনে দায়িত্বশীল ব্যাটিং করলেন। একটি ছয়, ৭টি চারের সাহায্যে ৯০ বলে ৮৭ রান করে আউট হন🐭 হার্দিক। এই দু'জনের সৌজন্যে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় ভারত। শেষ দিকে ১৪ বলে গুরুত🤡্বপূর্ণ ১৬ রান যোগ করেন বুমরাহ। ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয় ভারত। পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাহিন। তিনটে করে উইকেট নেন হরিস রউফ এবং নাসিম শাহ।