সুপার ফোর রাউন্ডে নিজেদের প্রথম ২টি ম্যাচ জিতে ভারত আগেই চলতি এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে নিজেদের প্রথম ২টি ম্যাচেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করে ফেলে। এমন অবস্থায় মনে হতে পারে ভারত বনাম বাংলাদেশ সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচটি নিছক নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছিল। তবে বিশ্বকাপের আগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা ও রিজার্ভ ক্রিকেটꦡারদের যাচাই করার নিরিখে টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শেষমেশ রিজার্ভ বেঞ্চকে যাচাই করার চেষ্টায় ভারত সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচ হেরে বসে শাকিব আল হাসানদের কাছে।
IND vs BAN Asia Cup 2023 Live: কীভাবে এল বাংলাদেশের জয়, ম্যাচের বিস্তারিত বিবরণে চোখ রাখুন
হাই-স্কোরিং না হলেও ভারত বনাম বাংলাদেশ ম্যাচের উত্তেজনা ছিল তুঙ্গে। ব্যাট-বলের টানটান লড়াই দেখা যায় উভয় ইনিংসে। দুরন্ত সেই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের বিবরণে 💜চোখ রাখতে দেখে নিন সম্পূর্ণ এই ব্লগটি। ভারত বনাম বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচটির লাইভ ব্লগ এখানেই শেষ করা হল।
IND vs BAN Asia Cup 2023 Live: ম্যাচের সেরা শাকিব
প্রথমে ব্যাট হাতে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৮০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন শাকিব আল হাসান। পরে ১০ ওভার বল করে ২টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রি🙈কেটারের পুরস্কার জেতেন শাকিব।
IND vs BAN Asia Cup 2023 Live: শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের
শেষ ওভারে তানজিমের প্রথম বল শামির হেলমেটে লাগে। দ্বিতীয় বলেও কোনও রান সংগ্রহ করতে পারেননি শামি। তৃতীয় বলও ডট হয়। চতুর্থ বলে চার মারেন শামি। পঞ্চম বলে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হন শামি। বাংলাদেশের ৮ উইকেটে ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৫৯ রানে অল-আউট হয়ে যায়। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। শাম🥃ি ৬ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। মুস্তাফিজুর ৫০ রানে ৩টি উইকেট নেন। তানজিম ৩২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। মেহেদি হাসান ৫০ রানের বিনিময়ে একজোড়া উইকেট তুলে নেন। এশিয়া কাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ভারতকে হারাতে সক্ষম হয় বাংলাদেশ। সার্বিকভাবে ওয়ান ডে ক্রিকꩵেটের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এটি বাংলাদেশের ৮ নম্বর জয়।
IND vs BAN Asia Cup 2023 Live: অক্ষরকে ফেরালেন মুস্তাফিজুর
একই ওভারে ভারতীয় শিবিরে জোড়া ধাক্কা দিলেন মুস্তাফিজুর রহমান। ৪৮.৪ ওভারে মুস্ܫতাফিজের বলে তানজিদের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন প্যাটেল। ভারত ২৫৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে 𒁃নামেন প্রসিধ কৃষ্ণা। জয়ের জন্য শেষ ওভারে ১২ রান দরকার টিম ইন্ডিয়ার।
IND vs BAN Asia Cup 2023 Live: শার্দুলকে ফেরালেন মুস্তাফিজুর
৪৮.১ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়েন শা💮র্দুল ঠাকুর। ১৩ বলে ১১ রান করেন শার্দুল। ভারত ২৪৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে ꦗনামেন মহম্মদ শামি। তিনি মাঠে নেমেই এক রান নিয়ে অক্ষরকে স্ট্রাইক দেন। ওভারের তৃতীয় বলে চার মারেন অক্ষর।
IND vs BAN Asia Cup 2023 Live: ২ ওভারে ১৭ রান দরকার ভারতের
৪৮তম ওভারে মেহেদি হাসানের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন অক্ষর প্যাটেল। ওভারে ১৪ রান ওঠে। ৪৮ ওভার 🐼শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২৪৯ রান। জিততে শেষ ২ ওভারে ১৭ রান দরকার টিম ইন্ডিয়ার। অক্ষর ৩৮ রানে ব্যাট করছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: ৩ ওভারে ৩১ রান দরকার ভারতের
৪৭ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২৩৫ রান। সুতরাং, জয়ের জন্য শꦐেষ ৩ ওভারে ৩১ রান দরকার টিম ইন্ডিয়ার। অক্ষর প্যাটেল ২৬ রানে ব্যাট করছেন। ৯✃ রান করেছেন শার্দুল ঠাকুর।
IND vs BAN Asia Cup 2023 Live: নাসুমকে চার-ছক্কা অক্ষরের
৪৫তম ওভারে নাসুম আহমেদের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন অক্ষর প্য🌺াটেল। ওভারে ১২ রান ওঠে। ভারতের স্কোর ৭ উইকেটে ২২২ রান। অক্ষর ২১ ও শার্দুল ২ রানে ব্যাট করছেন। ১০ ওভারে ৫০ রান খরচ করেছেন নাসুম।
IND vs BAN Asia Cup 2023 Live: গিলকে ফেরালেন মেহেদি
৪৩.৪ ওভারে মেহেদি হাসানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে তৌহিদ হৃদয়ের হাতে ধরা পড়ಌেন শুভমন গিল। ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৩৩ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ২০৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর।
IND vs BAN Asia Cup 2023 Live: ২০০ টপকাল টিম ইন্ডিয়া
৪৩তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি ♈টপকে যায় টিম ইন্ডিয়া। ভারতের স্কোর ৬ উইকেটে ২০২ রান। ১১৫ রানে ব্যাট করছেন শুভমন গিল। ১০ রান করেছেন অক্ষর প্যাটেল।
IND vs BAN Asia Cup 2023 Live: ৮ ওভারে ৬৮ দরকার ভারতের
৪২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৯৮ রান। সুতরাং, শেষ ৮ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ৬৮ রান। শুভমন গিল ১১৩ রানে ব্যাট করছেন। ৮ রানে ব্যাট করছেন অক্ষর প্য🐟াটেল। শাকিব ১০ ওভারে ২টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: দুরন্ত শতরান গিলের
৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১৭ 💖বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ৩৮.২ ওভারে তানজিম হাসানের বলে ২ রান নিয়ে তিন অঙ্কের রানে পৌঁছে যান তিনি। ওয়ান ডে ক্রিকেটে এটি গিলের পঞ্চম শতরান। ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি চার মারেন গিল। ওভারে ১২ রান ওঠে। ৩৯ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮৩ রান। গিল ১০৯ রানে ব্যাট করছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: মুস্তাফিজুরের বলে বোল্ড জাদেজা
৩৭.৪ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে সজোরে ব্যাট চালাতে গিয়ে বোল্ড হলেন রবীন্দ্র জাদেজা। ১২ বলে ৭ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৭০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ৩৮ ওভা𝓀র শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৭১ রান। ৯৮ রানে ব্যাট করছেন গিল। জিততে ১২ ওভারে ৯৫ রান দরকার টিম ꧅ইন্ডিয়ার।
IND vs BAN Asia Cup 2023 Live: ১৫০ টপকাল ভারত
৩৬তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৩৫.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ছক্কা হাঁকিয়ে দলকে দেড়🍷শো রানের গণ্ডি পার করান গিল। ওভারের শেষ বলে আরও একটি ছক্কা মারেন গিল। ওভারে ১৪ রান ওঠে। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৩ রান। গিল ৯৩ রানে ব্যাট করছেন। ৫ রানে ব্যাট করছেন জাদেজা।
IND vs BAN Asia Cup 2023 Live: শাকিবের বলে বোল্ড সূর্যকুমার
৩২.৪ ওভারে শাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন সূর্য। ভারত দলগত ১৩৯ রান♕ে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
IND vs BAN Asia Cup 2023 Live: ২০ ওভারে ১৪০ দরকার ভারতের
৩০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৬ রান। জয়ের জন্য শেষ ২০ ওভারে ১৪০ রান দরকার টিম ই🅰ন্ডিয়ার। শুভমন গিল ৭০ রানে ব্যাট করছেন।𓄧 ৯০ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ২৫ বলে ১৭ রান করেছেন সূর্যকুমার যাদব। তিনি ২টি চার মেরেছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: ১০০ টপকাল ভারত
২৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ভারত। ২৪.১ ওভারে শাকিবকে ছক্কা হাঁকিয়ে দলকে তিন অঙ্কের রানে পৌ💃ঁছে দেন গিল। অর্ধেক ইন🎀িংস শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১০৬ রান। জয়ের জন্য শেষ ২৫ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১৬০ রান। বাংলাদেশ ২৪.৫ ওভারে সূর্যকুমারের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানিয়ে রিভিউ খোয়ায়। তাদের সব রিভিউ শেষ। গিল ৬৪ ও সূর্য ৫ রানে ব্যাট করছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: রিভার্স সুইপ মারতে গিয়ে LBW ইশান
২৩.৩ ওভারে দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলতে গিয়ে আউ🦄ট হলেন ইশান কিষান। মেহেদি হাসান মিরাজের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ হন ইশান। ১৫ বলে ৫ রান করেন তিনি। ভারত ৯৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট 🦄করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৯৮ রান। গিল ৫৭ রানে ব্যাট করছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: গিলের হাফ-সেঞ্চুরি
৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন 🦩শুভমন গিল। ১৯.৬ ওভারে মেহেদি হাসানকে ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান তিনি। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৯ রান। গিল ৫৪ ও ইশান ৩ রানে ব্যাট করছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: লোকেশকে ফেরালেন মেহেদি হাসান
১৭.১ ওভারে মেহেদি হাসানের বলে শামিমের হাতে ধরা দিয়ে সাজঘরে ফে𝄹রেন লোকেশ রাহুল। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৯ রান করেন তিনি। ভারত ৭৪ রা꧂নে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষান।
IND vs BAN Asia Cup 2023 Live: হাত খুলছেন শুভমন গিল
১৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭১ রান। ৪৪ বলে ৪১ রান করেছেন শুভমন গিল। তিনি ৬টি চার মেরেছেন। ৩৫ বলে ১৭ রান করেছেন লোকেশ রাহুল। তဣিনি ২টি চার মেরেছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: ৫০ টপকাল ভারত
১২তম ওভারে দলগত ৫০ রান💜ের গণ্ডি টপকে যায় ভারত। শাকিবের ওভারে ১টি চার মারেন গিল। ১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৫৪ রান। গিল ২৮ ও লোকেশ ১৪ রানে ব্যাট করছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: প্রথম পাওয়ার প্লে-র খেলা শেষ
প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪২ রান। ২৬ বলে ১৯ র💖ান করেছেন শুভমন গিল। মেরেছেন ৩টি চার। ২৩ বলে ১১ রান করেছেন লোকেশ রাহুল। ✤মেরেছেন ২টি চার। তানজিম ৫ ওভারে ১১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: নাসুমের ওভারে জোড়া বাউন্ডারি
অষ্টম ওভারে 𓆏নাসুম আহমেদের বলে ১টি করে চার মারেন গিল ও লোকেশ।♏ ওভারে ১১ রান ওঠে। ভারতের স্কোর ২ উইকেটে ৩৮ রান। গিল ১৬ ও রাহুল ১০ রানে ব্যাট করছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: রিভিউ খোয়াল বাংলাদেশ
৬.৫ ওভারে তানজিম হাসানের বলে লোকেশ রಌাহুলের বিরুদ্ধে এলবিডব্লির আবেদন জানায় বাংলাদেশ। আম্পায়ার আউꦗট দেননি। রিভিউ নিয়েও সাফল্য পাননি শাকিবরা। বাংলাদেশ রিভিউ খোয়ায়। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৭ রান। তানজিম ৪ ওভারে ১১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: সতর্ক দেখাচ্ছে গিলদের
চতুর্থ ওভারে মুস্তাফিজুরের বলে ১টি চার মারেন লোকেশ রাহুল। পঞ্চম ওভারে তানজিমের বলে কোনও রান সংগ্রহ করেননি গিল। ১টি ওয়াইড বল করেন তানজিম। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ꦑ উইকেটে ২৩ রান। ১৩ বলে ১০ রান করেছেন গিল। ৬ বলে ৪ রান করেছেন লোকেশ। তানজিম ৩ ওভারে ৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: তানজিমের দ্বিতীয় শিকার তিলক
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন তানজিম হাসান। 🗹দ্বিতীয় বলে চাꦉর মারেন তিলক বর্মা। ২.৪ ওভারে তানজিমের বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হন তিলক। ভুল জাজমেন্ট দেন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৫ রান করে মাঠ ছাড়েন তিলক। ভারত ১৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। তানজিম ২ ওভারে ৭ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: মুস্তাফিজুরকে জোড়া বাউন্ডারি গিলের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তাঁর ওভারের শেষ ২টি বলে পরপর 🃏২টি চার মারেন শুভমন গিল। ওভারে ১০ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৩ রান। ৯ রান করেছেন গিল।
IND vs BAN Asia Cup 2023 Live: প্রথম ওভারেই আউট রোহিত শর্মা
যথারীতি শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বাংলাদেশের হয়ে নতুন বলে দৌড় শুর🙈ু করেন অভিষেককারী তানজিম হাসান শাকিব। ওভারের দ্বিতীয় বলে এনামুল হকের হাতে ধরা পড়েন রোহিত। ২ বল খেলে খাতা খুলতে পারেননি হিটম্যান𓂃। ভারত ২ রানে ১ উইকেট হারায়, যে ২ রান তারা ওয়াইড থেকে সংগ্রহ করে। ব্যাট করতে নামেন তিলক বর্মা। প্রথম ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৩ রান সংগ্রহ করে। ওয়ান ডে কেরিয়ারে তানজিম উইকেট নেওয়া শুরু করেন রোহিতকে দিয়ে।
IND vs BAN Asia Cup 2023 Live: চ্যালেঞ্জিং টোটাল বাংলাদেশের
শেষ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে ১টি চার মারেন তানজিম ও ১টি বাউন্ডারি মারেন মেহেদি। ওভারে ১২ রান ওঠে। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৮ উইকেটের বিনিময়ে ২৬৫ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ৫০ ওভারে ২৬৬ রান। মেহেদি হাসান ৩টি 🌃বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তানজিম হাসান শাকিব। প্রসিধ ৯ ওভারে ৪৩ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
IND vs BAN Asia Cup 2023 Live: ২৫০ টপকাল বাংলাদেশ
৪৯তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকাল বাংলাদেশ। তাদের স্কোর ৮ উইকেটে ২৫৩ রান। মেহেদি হাসান ২৪ রানে ব্যাট করছেন। ৯ রান করেছেন তানজিম। শার্দুল ১০ ওভারে ৬৫ রান খরচ 🦩করে ৩টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: নাসুমকে ফেরালান প্রসিধ
৪৭.২ ও𓂃ভারে প্রসিধ কৃষ্ণার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাসুম আহমেদ। অফ স্টাম্পের বাইরের স্লোয়ার ইয়র্কারে ব্যাট চালান নাসুম। ব্যাটের ভিতরের কানায় বল বল স্টাম্প ভেঙে দেয়। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন নাসুম। বাংলাদেশ ২৩৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তানজিম হাসান শাকিব। ৪৮ ওভার শেষে﷽ বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ২৪২ রান। ২১ রানে ব্যাট করছেন মেহেদি হাসান। ৮ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন প্রসিধ।
IND vs BAN Asia Cup 2023 Live: ৪৫ ওভারের খেলা শেষ
৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২২৩ রান। ৩৫ রানে ব্যাট করছেন নাসুম। ৩৬ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছে𒁏ন। ১০ বলে ১৩ রান করেছেন মেহেদি হাসান। মেরেছেন ২টি চার।
IND vs BAN Asia Cup 2023 Live: ২০০ টপকাল বাংলাদেশ
৪৩তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। বাংলাদেশের স্🉐কোর ৭ উইকেটে ২১০ রান। নাসুম ২৫ ও মেহেদি ১০ রানে ব্যাট করছেন। জ💫াদেজা ১০ ওভারে ১টি মেডেন-সহ ৫৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
IND vs BAN Asia Cup 2023 Live: তৌহিদকে ফেরালেন শামি
৪১.২ ওভারে মহম্মদ শামির বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন তৌহিদ হৃদয়। ৫টি চার ও ২টি ছ🦩ক্কার সাহায্যে ৮১ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন তৌহিদ। বাংলাদেশ ১৯৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান। ৪২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১৯৭ রান। শামি ৬ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: হাফ-সেঞ্চুরি হৃদয়ের
৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ব্যক্🔯তিগত অর্ধশতরান পূর্ণ করেন তৌহিদ হৃদয়। ৩৯.৪ ওভারে অক্ষরের বলে চার মেরে ৫০ রা✃নের গণ্ডি টপকান তিনি। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৮৮ রান। তৌহিদ ৫৩ ও নাসুম ১৪ রানে ব্যাট করছেন। অক্ষর ৯ ওভারে ৪৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: বাংলাদেশের ভরসা তৌহিদ
৩৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৭২ রান। ৭১ বলে ৪৩ রান করেছেন⛎ তৌহিদ হৃদয়। মেরেছেন ৩টি চার ও ২টি ছক্কা। ১৪ বলে ৮ রান করেছেন নাসুম। মেরেছেন ১টি চার। অক্ষর ৮ ওভারে ৩৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছে। জাদেজা ৭ ওভারে ২৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: শামিমকে ফিরিয়ে দুরন্ত মাইলস্টোন জাদেজার
৩৪.১ ওভারে শামিম হোসেনকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান রবীন্দ্র জাদেজা। ৫ বলে ১ রান করে মাঠ ছাড়েন শামিম। বাংলাদেশ ১৬১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাসুম আহমেদ। ৩৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৬২ রান। ওয়ান ডে ক্রিকেটে এটি জাদেজার ২০০তম শিকার। বিস্তারিত পড়ুন:- IND vs BAN Asia Cup 2023: ওয়ান ডে উইকেটের ডাবল সেঞ্চুরি, কিংবদন্তি😼 কপি🧜লের পাশে বসে পড়লেন জাদেজা
IND vs BAN Asia Cup 2023 Live: শাকিবকে ফেরালেন শার্দুল
৩৩.১ ওভারে শার🎃্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শাকিব আল হাসান। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ দলনায়ক। বাংলাদেশ ১৬০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শামিম হো🔯সেন। ৩৪ ওভারে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৬১ রান। শার্দুল ৭ ওভারে ৪২ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: ১৫০ টপকাল বাংলাদেশ
৩২তম ওভারে শার্দুল ঠাকুরের বলে ২টি চার মারেন তৌহিদ হৃদয়। ওভারে ১০ রান ওঠে। ব✅াংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৭ রান। শাকিব ৭৮ ও তৌহিদ ৩৯ রানে ব্যাট করছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: জাদেজাকে ছক্কা হাঁকালেন শাকিব
৩১তম ওভারে জাদেজার বলে ১টি ছ💟ক্কা মারেন শাকিব আল হাসান। ওভারে ১০ রান ওঠে। বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৪৭ রান। শাকিব ৭৭ রানে ব্যাট করছেন। ৩০ রান করেছেন তৌহিদ হৃ♕দয়। জাদেজা ৪ ওভারে ২৪ রান খরচ করেছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: হৃদয়কে নিয়ে জমাট জুটি শাকিবের
২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৩৩ রান। ৭১ বলে ৬৬ রান করেছেন শাকিব আল হাসানꦗ। মেরেছেন ৬টি চার ও ২টি ছক💙্কা। ৫০ বলে ২৮ রান করেছেন তৌহিদ হৃদয়। মেরেছেন ১টি চার ও ২টি ছক্কা। জাদেজা ৩ ওভারে ১৪ ও প্রসিধ ৫ ওভারে ১৮ রান খরচ করেছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: হাফ-সেঞ্চুরি শাকিবের
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শাকিব আল হাসান। ২৫.৪ ওভারে অক্ষর প্যাটেল🧸ের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকান বাংলাদেশের দলনায়ক। পরে ওভারের শেষ বেল আরও ১টি ছক্কা মারেন তিনি। ওভারে ১৬ রান ওঠে। ২৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১২৪ রান। শাকিব ৬০ ও তৌহিদ ২৫ রানে ব্যাট করছেন। অক্ষর ৭ ওভারে ৩৫ রানের বিন𝔍িময়ে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: ১০০ টপকাল বাংলাদেশ
২৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ২৩.৩ ওভারে অক্ষরের বল তৌহিদের ব্যাটের কানা নিয়ে কিপার ও স্লিপ ফিল্ডারের মাঝখান দিয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০১ রান। শাকিব ৩৭ ও তৌহিদ ২৫ রানে ব্যাট করছেন। অক꧂্ষর ৬ ওভারে ১৯ রান খরচ করে ১🧜টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: তিলককে জোড়া ছক্কা তৌহিদের
২৩তম ওভারে তিলক বর্মার বলে ২টি ছক্কা মারেন তৌহিদ হৃদয়। ওভারে ১৪ রান ওঠে। ༒২৩ 🌠ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৯৭ রান। ৩৭ রানে ব্যাট করছেন শাকিব। ২১ রানে ব্যাট করছেন তৌহিদ। তিলক ৪ ওভারে ২১ রান খরচ করেছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: টাইট বোলিং তিলকের
২🌠১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮১ রান। ৫২ বলে ৩৫ রান করেছেন শাকিব আল হাসান। মেরেছেন ৪টি চার। ২১ বলে ৭ রান করেছেন তৌহিদ হৃদয়। তিলক ৩ ওভারে মোটে ৭ 🎃রান খরচ করেছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: শাকিবের ক্যাচ ছাড়লেন রাহুল
১৮.২ ওভারে তিলক বর্মার বলে শাꦕকিব আল হাসানের ক্যাচ ছাড়েন লোকেশ রাহুল। শাকিব তখন ২৮ রানে ব্যাট করছিলেন। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৭২ রান। তিলক ২ ওভারে ৪ রান খরচ করেছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: তিলককে আক্রমণে আনলেন রোহিত
ওয়ান ডে অভিষেকেই বল করার সুযোগ পেয়ে গেলেন তিলক বর্মা। ১৭তম ওভারে বল করতে এসে মাত্র ৩ রান খরচ করেন তিনি। বাংলাদেশের স্কোর ৪ উইকেটে🍸 ৬৮ রান। শাকিব ২৫ ও তৌহিদ ৩ রানে ব্যাট করছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: মেহেদিকে ফেরালেন অক্ষর
১৪তম ওভꦬারে প্রথমবার বল করতে আসেন অক্ষর প্যাটেল। নিজের প্রথম ওভারেই তিনি সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজকে। ১৩.৬ ওভারে অক্ষরের বলে স্লিপে রোহিত শর্মার হাতে ধরা দেন মেহেদি। ১টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে꧙ ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৫৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তৌহিদ হৃদয়। অক্ষর ১ ওভারে ১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
IND vs BAN Asia Cup 2023 Live: ৫০ টপকাল বাংলাদেশ
১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ১৩ ওভার শেষে বাং꧒লাদেশের স্কোর ৩ উইকেটে ৫৮ রান। শাকিব আল হাসান ১৮ ও মেহেদি হাসান মিরাজ ১৩ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ১২ রান খরচ করেছেন 💟প্রসিধ কৃষ্ণা। শামি ৫ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: মেহেদির জোড়া ক্যাচ ছাড়লেন তিলক-সূর্য
একই ওভারে ২ বার জীবনদান পেলেন মেহেদি হাসান মিরাজ। ৯.৩ ওভারে শার্দুলের বলে স্কোয়ার লেগে মেহেদির সহজ ক্যাচ ছাড়েন তিলক বর্মা। মেহেদি তখন ৩ রানে ব্যাট করছিলেন। পরে ৯.৬ ওভারে শার্দুলের বলে সেকেন্ড স্লিপে মিরাজের ক্যাচ ছাড়েন সূর্যকুমার যাদব। মেহেদি তখন ৫ রানে ব্যাট করছিলেন। প্রথম পাওয়ার প্ল💙ে-র ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৪৪ রান। মিরাজ ৭ ও শাকিব ১৪ রানে ব্যাট করছেন। শার্দুল ৫ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: বিপর্যয় রোধের চেষ্টায় শাকিব
৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৩৪ রান। ১৬ বলে ১৩ রান করেছেন🍒 শাকিব আল হাসান। মেরেছেন ৩টি চার। ৭ বলে ১ রান করেছেন মেহেদি ꩲহাসান মিরাজ। শামি ৪ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। শার্দুল ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: শার্দুলের দ্বিতীয় শিকার এনামুল
৫.৪ ওভারে শার্দুল ঠাকুরের বল আকাশে তুলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন এনামুল হক। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৪ রান করেন তিনি। বাংলাদেশ দলগত ২৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। শার্দুল ৩ ও🎃ভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
IND vs BAN Asia Cup 2023 Live: তানজিদের স্টাম্প ছিটকে দিলেন শার্দুল
৩.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান। অফ-স্টাম্পের বাইরের বলে সজোরে ব্যাট তালান তিনি। বল ব্যাটের ভিতরের কানায় লেগে স্টাম্পে গিয়ে লাগে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। তিনি ওভারের তৃতীয় বলে চার মারেন। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২০ রান। শার্দুল ২ꦯ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: লিটনকে শূন্য রানে সাজঘরে ফেরালেন শামি
দ্বিতীয় ওভারে শার্দুল ঠাকুরের বলে ২টি চার মারেন তানজিদ হাসান। ওভারে ৮ রান ওঠে। তৃতীয় ওভারে মহম্মদ শামির প্রথম বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিটন দাস। ৩.১ ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার আগে খাতা খুলতে পারেননি লিটন। মোটে ২টি ꦰবল স্থায়ী হয় তাঁর ইনিংস। বাংলাদেশ ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনামুল হক। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১৫ রান। ১৩ রানে ব্যাট করছেন তানজিদ। শামি ২ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs BAN Asia Cup 2023 Live: তানজিদের বাউন্ডারিতে লড়াই শুরু বাংলাদেশের
তানজিদ হাসান তামিমকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লিটন দাস। ভারতের হয়ে নতুন বলে দৌড় ꦺশুরু করেন মহম্মদ শামি। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন তানজিদ। পঞ্চম বলে ১ রান নেন তিনি। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
IND vs BAN Asia Cup 2023 Live: বাংলাদেশের প্রথম একাদশ
লিটন দাস (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, এনামুল হক, শাকিব আল হাসান (ক্যাপ্টেন), তৌহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚজ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান শাকিব ও মুস্তাফিজুর রহমান।
IND vs BAN Asia Cup 2023 Live: ভারতের প্রথম একাদশ
রোহ💛িত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, লোকেশ রাহুল (উইকেটকিপার), ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণা।
IND vs BAN Asia Cup 2023 Live: প্রথম একাদশে ৫টি বদল ভারতের
প্রত্যাশা মতোই প্রথম একাদশে বিস্তর রদবদল করল ভারত। তারা একসঙ্গে ৫ জন ক্রিকেটারকে রিজার্ভ বেঞ্চে বসায়। বিশ্রাম দেওয়া হয় বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে। মাঠে নামার সুযোগ পান তিলক বর্মা, 🍷সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণা। বিসিসিআইয়ের তরফে জানানো হয় যে, শ্রেয়স আইয়ার এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি।
IND vs BAN Asia Cup 2023 Live: টস জিতল ভারত
বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক🔥 রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশকে। সুতরাং, কলম্বোয় রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
IND vs BAN Asia Cup 2023 Live: পিচ রিপোর্ট
পিচ র🎃িপোর্টে দীপ দাশগুপ্ত স্পষ্ট দাবি করেন যে, কলম্বোয় এখনও পর্যন্ত যতগুলি ম্যাচ হয়েছে, সব থেকে ভালো ব্যাটিং পিচে খেলা হবে এই ম্যাচ। স্পিনাররা অল্প-বিস্তর সাহায্য পাবেন বটে, তবে স্কোরবোর্ডে ❀প্রচুর রান ওঠার সম্ভাবনা রয়েছে। চার-ছক্কা দেখা যাবে বিস্তর।
IND vs BAN Asia Cup 2023 Live: ওয়ান ডে অভিষেক তিলক বর্মার
ইতিমধ্যেই ভারতের হয়ে মোট ৭টি টি-২০ ম্যাচ খেলেছেন তিলক বর্মা। এবার ভারতের ওয়ান ডে জার্সিতেও মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন তিনি। বাংলাদেশ ম্যাচের আগে তিলকের হাতে ওয়ান ডে ক্যাপ তুলে তুলে দেওয়া হয়। বিশ্বকাপের স্কোয়াডে না থাকা সত্ত্বেও এ🌳শিয়া কা🦹পে তিলকের মাঠে নেমে পড়া তাৎপর্যপূর্ণ সন্দেহ নেই।
IND vs BAN Asia Cup 2023 Live: বিরল নজির গড়তে পারেন জাদেজা
♈বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ১টি উইকেট নিলেই ওয়ান ডে ফর্ম্যাটে ২০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছোঁবেন রবীন্দ্র জাদেজা। সপ্তম ভারতীয় বোলার হিসেবে এমন নজির গড়বেন জাদেজা। তাঁর আগে এমন কৃতিত্ব অর্জন করেছেন কুম্বলে, শ্রীনাথ, আগরকর, জাহির, হরভজন ও কপিল।
IND vs BAN Asia Cup 2023 Live: বৃষ্টির সম্ভাবনা আছে কি?
শ্রীলঙ্কায় চলতি এশিয়া কাপের প্রায় সব ম্যাচেই কম-বেশি বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। ভারত-বাংলাদেশ সুপার ফোরের ম্যাচেও প্রকৃতির প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে শুক্রবারের ভারত-বাংলাদেশ লড়াইয়ে। বিস্তারিত পড়ুন:- India vs Bangladesh Weather Updates: ব✃ৃষ্টিতে কি ভেস্তে যাবে সুপার ফোরের শেষ ম্যাচ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
IND vs BAN Asia Cup 2023 Live: মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
ওয়ান ডে ফর্ম্যাটে ভারত ও বাংলাদেশ এখনও পর্যন্ত নিজেদের মধ্যে মোট ৩৯ বার লড়াইয়ে নেমেছে। ভারত জিতেছে ৩১টি ম্যাচ। বাংলাদেশ জিতেছে ৭টি ম্যাচ। ১টি 🎉ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদে🌟শ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ৬টি ম্যাচ জেতে এবং ১টি ম্যাচ জেতে নিরপেক্ষ কেন্দ্রে।
IND vs BAN Asia Cup 2023 Live: বহুজাতিক টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রেকর্ড দুরন্ত
২০১৫ সাল থেকে ভারত ২টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে। তবে এই সময়ের মধ্যে বহুজাতিক কোনও টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে একটিও ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। এই সময়ের মধ্যে ওয়ান ডে ফর্ম্যাটে ভারত শাকিবদের বিরুদ্ধে মাঠে নামে ২০১৫-র বিশ্বকাপ, ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৮-র এশিয়া কাপ ও ২০১৯ সালের বিশ্বকাপে। সব ম্যাচেই জয়🧜 তুলে নেয় ভারত।
IND vs BAN Asia Cup 2023 Live: ব্যক্তিগত নজিরের সামনে গিল
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ৯৬ রান করতে পারলে দুরন্ত এক ব্যক্তিগত নজির গড়বেন শুভমন গিল। প্রথম ক্রিকেটার হিসেবে ২০২৩ সালে ১০০০ ওয়ান ডে রান পূর্ণജ করবেন তিনি। চলতি ক্যালেন্ডার বর্ষে গিল ১৬টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৯০৪ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৩টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২০৮ রানের। চার মেরেছেন ১১৩টি এবং ছক্কা হাঁকিয়েছেন ১৮টি।
IND vs BAN Asia Cup 2023 Live: মাঠে ফিরতে পারেন শ্রেয়স-তিলক
বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচে মাঠে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। বিসিসিআইয়ের ইঙ্গি𒅌ত যদি সত্যি হয়, তাহলে শ্রেয়সের সঙ্গে ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে তিলক বর্মাকে। শুক্রবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড, যেখানে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে শ্রেয়স, তিলক, জাদেজাকে। ক্যাপশনে তারা লেখে, ‘ফাইনালের আ🧔গে শেষবার। ভারত-বাংলাদেশ ম্যাচের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া।’
IND vs BAN Asia Cup 2023 live: ভারত কি প্রথম একাদশে বদল করবে?
এশিয়া কাপ ফাইনাল তথা বিশ্বকাপের আগে এমন একটা তুলনায় চাপহীন ম্যাচ হাতে পেয়ে যাওয়ায় ভারতের সামনে রিজার্ভ বেঞ্চকে যাচাই করার পড়ে পাওয়া সুযোগ এসে যায়। তাই বাংলাদেশের বিরুদ্ধে কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়ে রিজার্ভ ক্রিকেটারদের মাঠে নামাতে পারে টিম ইন্ডিয়া। কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ, জানতে বিস্তারিত পড়ুন:- India Probable XI: বাংলাদেশের বিরুদ্ধে ভারত 🐭বিশ্রাম দিতে পারে হার্দিক-বুমরাহ-সিরাজকে, দলে ঢুক꧒তে পারেন কারা?
IND vs BAN Asia Cup 2023 live: পচা শামুকে পা কাটতে নারাজ ভারত
রবিবার চলতি এশিয়া কাপের ফাইনালে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে হবে ভারতকে। ঘরের মাঠে শ্রীলঙ্কা কতটা শক্তিশালী দল, সেটা বোঝা গিয়েছে ইতিমধ্যেই। শুধু পাকিস্তানকে ভার্চুয়াল সেমিফাইনালে পরাজিত করাই নয়, বরং ভারতেকও সুপার ফোর রাউন্ডের ম্যাচে কড়া টক্কার দেয় দ্বীপরাষ্ট্র। এই অবস্থায় খেতাবি লড়াইয়ের আগ💃ে বাংলাদেশের কাছে হেরে বসলে ভারতের আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে। তাই আজ কলম্বোয় শাকিবদের কাছে হারতে নারাজ টিম ইন্ডিয়া।
IND vs BAN Asia Cup 2023 live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত
আজ এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচে সম্মুখসমরে ভারত ও বাংলাদেশ। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সুপার ফোরের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের স্কোর-সহ প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট পাবেন এই ব্লগে। হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত। এছাড়া এশিয়া কাপের যাবতীয় খবর 🅷ও তথ্য পরিসংখ্যানের জন্য ক্লিক করুন এখানে।