গতকাল ছিল গুরু নানকের ৫৫৫তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে পাকিস্তানে অবস্থিত নানকানা সাহিবের উদ্দেশে যাত্রা করেছিলেন রাজেশ কুমার। তবে পথেই চোরের হাতে নৃশংস ভাবে খুন হতে হল তাঁকে। জানা গিয়েছে, হিন্দু ধর্মাবলম্বী রাজেশ পাকিস্তানি নাগরিক। এই খুনের ঘটনাটি ঘটেছিল বুধবার রাতে। পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ নিয়ে বারবার আঙুল তুলে আসছে ভারত। এরই সঙ্গে সেই দেশে হিন্দু এবং শিখ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও বারবার উদ্বেগ প্রকাশ করে এসেছে দিল্লি। এরই মাঝে এবার গুরু নানক জয়ন্তীর আবহে এই ঘটনা ঘটে পাকিস্তানে। (আরও পড়ুন: রানওয়ের পাশে অকেজো ট্র্যাক্টর, কলকাতা ♌থেকে 💦উড়ে যাওয়া বিমানের অবতরণে বিলম্ব)
আরও পড়ুন: কসবায় বাড়ি✨র সামনে বসে TMC কাউন্সিলর, বন্দুক উঁচিয়ে দুষ൩্কৃতী! ভাইরাল CCTV ফুটেজ
আরও পড়ুন: ক্লডিয়াস-নীরজদের ভুলে বসলেন মমতা? বললেন, 'ভারত আজ পর্যন্🍸ত অলিম্পিকে সোনা💦 পায়নি'
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের সিন্ধ প্রদেশের লারকানার বাসিন্দা ছিলেন রাজেশ। এক বন্ধু এবং শ্যালকের সঙ্গে গাড়ি করে নানকানা সাহিবে যাচ্ছিলেন রাজেশ। লাহোর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই শিখ তীর্থস্থান। নানকানা সাহিবে যাওয়ার পথেই মানানওয়ালা রোডে তিন সশস্ত্র চোর রাজেশদের গাড়ি আটকায়। রাজেশদের থেকে সেই চোরেরা সাড়ে ৪ লাখ টাকা পাকিস্তানি রুপি ছিনিয়ে নেয়। এমনকী গাড়ির চালকের থেকেও আরও ১০ হাজার পাকিস্তানি রুপি ছিনিয়ে নেয় চোররা। সেই সময় রাজেশ চোরদের বাধা দিতে গেলে তাঁকে গুলি করে তারা। এরপরই সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই তিন চোর। (আরও পড়ুন: হাসপ✨াতাল থেকে ছাড়া পেলেন বিমান বসু, ফিরলেন পার্টি অফিসে নিজ বাসস্থানে)
আরও পড়ুন: উত্তরপ্রদেশে হাসপাতালের নবজাতক ব🦄িভাগে আগুন, মর্মা🌺ন্তিক মৃত্যু ১০ সদ্যজাত শিশুর
ঘটনার পরপরই রাজেশকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজেশের। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অজ্ঞাত পরিচর দুষ্কৃতীদের নামে একটি মামলা রুজু করা হয়েছে রাজেশের শ্যালকের অভিযোগের ভিত্তিতে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত গুরু ন🌼ানক জয়ন্তীর দিনেও কেউ ধরা পড়েনি এই মামলায়। উল্লেখ্য, পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটতেই থাকে। কখনও কোনও তরুণীকে অপহরণ করা হয় তো কাউকে খুন করা হয়। এদিকে বিগত দিনে আফগানিস্তান লাগোয়া খাইবার এবং বালোচিস্তান অঞ্চলও অশান্ত হয়ে উঠেছে সন্ত্রাসী হামলার জেরে। সম্প্রতি খাইবারে এক জঙ্গি হামলায় ৫ জনের মৃত্যু হয়েছিল।