Babar Azam is not in rhythm: ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপভাবে হেরে যাওয়ার পর, পাকিস্তান দল এখন তাদের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। যা আগামী মাস থেকে শুরু হবে। এই মুহূর্তে বাবর আজম ও ফখর জামান অনুশীলন করে দিয়েছেন। কিন্তু এই দ♋ুই ব্যাটসম্যানকে সম্পূর্ণ বোকা বানিয়ে দিলেন ১৮ বছরের এক বোল💙ার। তবে বোকা বললে ভুল হবে, বাবর আজমদের নিজের বল দিয়ে রীতি মতো অপমান করলেন ১৮ বছরের এই বোলার।
বর্তౠমানে সোশ্যাল ম🌱িডিয়াতে একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে সেই তরুণ বোলারকে বাবরকে বল করতে দেখা যাচ্ছে। এই বোলারটি নিজেই নিজের ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। এই ভিডিয়োতে পাকিস্তান দলের দুই বিশ্বমানের ব্যাটারকে তার বলে সমস্যায় পড়তে দেখা যাচ্ছে।
নাসিম শাহের ভাইয়ের বল খেলতেই পারলেন না বাবর আজম-
আসলে, ১৮ বছর বয়সি উবায়দ শাহ, যিনি পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন, একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যাতে তাকে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম এবং বাঁহাতি ব্যাটসম্যান ফখর ☂জামানকে লাল বলে হেনস্থা করতে দেখা যাচ্ছে। বাবর আজমের বির💎ুদ্ধে বল করে পাকিস্তান দলের তারকা ব্য়াটারের অফ-স্টাম্পটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এই তরুণ বোলার। একটা বল তো বাবর আজমের কোমরে আঘাত করে, যে কারণে বাবরকে কিছুটা ব্যথা পেতেও দেখা যায়। বলে দেওয়া যাক এই উবায়দ শাহ হলেন পাকিস্তানের পেস বোলার নাসিম শাহের ছোট ভাই।
আরও পড়ুন… সঞ্জুর ব্যাট দিয়ে♛ ‘ভিলেজ ক্রিকেট’ খেলছেন সাঙ্গাকারা! খবর পেয়ে মজার প্রতিক্রিয়া দিলেন RR ক্যাপ্টেন
উবায়েদ শাহের গতি ভালো এবং তার গতি দিয়ে তিনি বাবর আজম ও ফখর জামানের মন উড়িয়ে দিচ্ছেন। তবে ভিডিয়োটির ধারাবাহিকতা নেই তাই বাবর ও ফখর যে উবায়েদ 🦩কর্তৃক ক্রমাগত হয়রানি করা হয়েছে সে বিষয়ে বিশেষ কিছু বলা যাচ্ছে না। তারা যে ক্লিপটি শেয়ার করেছেন তাতে বাবর এবং ফখর অবশ্যই উবায়দের বোলিং এড়াতে চাইছেন। দুই ব্যাটসম্যানকেই উবায়েদের বল ছাড়তে দ♍েখা যায়।
আরও পড়ুন… IND vs SL ODI: গম্ভীরের পরামর্শে ছুটি কমিয়ে দলে ফিরছেন ক্যাপ্টেন রোহিত! কী করবেন൲ কোহলি-বুমরাহ?
জানিয়ে রাখি, পাকিস্তান দলের পরবর্তী সফর শুরু হবে অগস্টের তৃতীয় সপ্তাহে। পাকিস্তান দল এক মাসেরও বেশি সময় ঘরে থাকবে। তবে কিছু খেলোয়াড় অনুশীলন শুরু করেছেন। একই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে সুযোগ পেতে পারেন উবায়দ শাহ। এই ভিডিয়োতে উবায়দের প্রশংসা করলেও অনেকেই বাবর আজমের সমালোচনা করেছেন। তাদের মতে নিজের ফর্মে নেই বাবর আজম। তাই তো ১৮ বছরের তরুণের বলও ঠিক ভাবে খেলতে পারছেন নꦅা তিনি। এমন অবস্থায় ফখর জামানের ব্যাটিংনিয়েও প্রশ্ন উঠছে।