ভারতীয় শিবিরে দুঃসংবাদ। ট্রেনিং সেশনের সময় চোট পেলেন দলের প্রথম একাদশের নির্ভরযোগ্য সদস্য সরফরাজ খান। ট্রেনিং সেশনের সময়ই ডানহাতে চোট পেয়ে তিনি নেট সেশন ছেড়ে বেড়িয়ে যান। সজোরেই বল লাগে,আর সরাসরি হাড়ে বল লাগায় ব্যথা অনুভব করেন তিনি। সেই কারণেই আর ঝুঁকি নিয়ে ♋সরফরাজও যেমন নেট সেশন করতে চাননি, তেমনই টিম ম্যানেজমেন্টও করায় নি।
আরও পড়ুন-অ🔯স্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্𝐆থা সরফরাজের!
ভারতীয় শিবিরে দুশ্চিন্তা-
সরফরাজ খানের চোটে 🐎ভারতীয় দলের চিন্তা বাড়লই। কারণ তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্পিনিং ট্র্যাকে তেমন খেলতে না পারলেও আশা করা হয়েছিল বিদেশের মাটিতে গিয়ে প্রথম টেস্ট সিরিজে হয়ত ভালো পারফরমেন্স করবেন। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ সেনাদেশগুলোয় যে সমস্যায় পড়ে এশিয়ার দলগুলো, সেটাই হল সরফরাজের।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাট♉কে মারাত্মಞক খোঁটা দিলেন পন্টিং
চোটের ভাইরাল ভিডিয়ো-
সরফর🔜াজ খানের মাঠ ছাড়ার একটি ভিডিয়ো প্রকাশ করে ফক্স স্পোর্টস। সেখানেই দেখা যায় অস্ট্রেলিয়া ট্র্যাকে বিরাট কোহলি নিজের চেনা ছন্দেই ব্যাটিং করছেন। দলের বাকি সদস্যরাও ব্যস্ত ছিলেন নিজের নিজের অনুশীলনে। এরই মধ্যে ঘটে যায় দুঃসংবাদ। যন্ত্রনা ভুগতে থাকা সরফরাজ খানকে দেখা যায় হাতে কনুইয়ে আঘাতে জায়গায় হাত বোলাতে।
দলের প্রথম একাদশের ক্রিকেটার সরফরাজ-
রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন আনার পক্ষপাতি নয় ভারতীয় দল। সম্মানরক্ষার সিরিজে তাই এক স্পিনারকে বসানো হতে পারে। এবং রোহিত শর্মার পরিবর্তে 🌳লোকেশ রাহুল আসবেন বলে মনে করা হচ্ছে। সরফরাজ খান সম্ভবত প্রথম টেস্টে খেলতেন, কিন্তু তারই এই সাময়িক চোটে বেশ সমস্ꦦয়ায় পড়ে গেল টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথ🐠চ নꦫিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
৮দিন সময় রয়েছে পার্থ টেস্টের আগে-
হাতে অবশ্য এখনও ৮ দিন সময় রয়েছে। স্ক্যানের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে তাঁর চোটের গুরুত্ব ঠিক কতটা। এমনিতে নিউজিল্যান্ড সিরিজে তিনি চার ইনিংসে ৩০ রানও করতে পারেননি। কিন্তু দেশের জার্সিতে ৬টি টেস্ট ম্যাচে সরফরাজ খান🍎 করেছেন ৩৭১, অর্থাৎ খুব খারাপও 𒊎নয়। যদিও সরফরাজ যদি একান্ত খেলতে না পারেন সেক্ষেত্রে দলে আসতে পারেন ধ্রুব জুরেল, তিনিও জোড়া অর্ধশতরান করেছেন ইন্ডিয়া এ দলের হয়ে।