ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিনায় ফিরে আসার খুশি তারিয়ে তারিয়ে উপভোগ করা হল না টম কারানের। আইপিএল নিলামের রেশ কাটার আগেই বিগ ব্যাশ লিগ থেকে নির্ব🦩াসিত হলেন ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার। আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার ও ম্যাচ অফিসিয়ালকে আঘাত করার ভয় দেখানোর জন্য বড়সড় শাস্তির মুখে পড়তে হয় সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নামা ব্রিটিশ তারকাকে।
গত ১১ ডিসেম্বর হবার্ট হ্যারিকেনস বনাম সিডনি সিক্সার্স ম্যাচের আগে আম্পায়ারের নির্দেশ অমান্য করেন টম কারান। ম্যাচের আগে নিজের বোলিং রান-আপ অনুশীলনের উদ্দেশ্যে পিচের উপর দিয়ে দৌড়নোর চেষ্টা করেন কারা🦩ন। চতুর্থ আম্পায়ার পিচের নজরদারিতে ছিলেন। সঙ্গত কারণেই তিনি কারানকে বাধা দেন।
কারান তখন পিচের অপর প্রান্তে গিয়ে ঠিক একই কাজ করার চেষ্টা করেন। আম্পায়ারও পিচের অন্যপ্রান্তে গিয়ে কারানকে থামানোর চেষ্টা করেন। ব্রিটিশ তারকাকে আম্পায়ার ম্যাচের আগে পিচ থেকে দূরে থাকতে বলেন। পরিবর্তে আম্পায়ার কারানকে পিচের পাশে অনুশীলনের অনুরোধ করেন। তবে কারান কথা না শুনে বোলিং ক্রিজে দাঁড়িয়ে থাকা আম্পায়ারের দিকেই দৌড়তে শুরু করেন। আম্পায়ার বাধ্য হয়েই ধাক্কা এড়াতে সরে দা🉐ঁড়ান ক্রিজ থেকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি অনুযায়ী আম্পায়ারকে অসম্মান করা অথবা ভয় দেখানো লেভেল-থ্রি অপরাধ হিসেবে বিবেচিত হয়। সেই অনুযায়ী ইল্যান্ডের অল-রাউন্ডারকে ৪ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। যদিও ঘটনার ভিডিয়ো দেখার পরে নেটিজেনরা কারানের আরও বড়সড় শাস্তি দাবি করেন। এমনকি তাঁকে ২০২৪ আইপিএলে মাঠে নামতে না দেওয়ারও দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল ২০২৪-এর মিনি নিলাম থেকে টম কারানকে ১ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় রয়্যাল🦋 চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কারানের আচরণে বেজায় ক্ষুব্😼ধ নেটিজেনরা। বেশিরভাগ ক্রিকেটপ্রেমী দাবি করেন যে, কারানকে তুলনায় কম শাস্তি দেওয়া হয়েছে। এমন আচরণের জন্য আরও বড়সড় শাস্তি প্রাপ্য ছিল তার। ক্রিকেট অস্ট্রেলিয়া কারানকে ছেড়ে কথা না বলায় খুশি অনেকেই। কেননা এমন আচরণের পরেও খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হলে ক্রিকেটের স্পিরিট কলুষিত হবে বলে ধারণা তাঁদের।
কেউ কেউ আবার সিডনি সিক্সার্সের এই শাস্তির বিরুদ্ধে আবেদন জানানো উচিত নয় বলেও মত প্রকাশ করেন। সেক্ষেত্রে সমর্থকদের কাছে খারাপ বার্তা যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অনেকেই টম কারানের এমন আচরণꦑকে শাকিব আল হাসান মতো আচরণ বলেও কটাক্ষ করেন।