মির🍬পুরে চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার পর বল হাতে দক্ষিণ আফ্রিকাকে জবাব দিচ্ছেন তাইজুল ইসলাম। তবে এদিনের শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। এরপর বাকি উইকেটগুলো আসে তাইজুলের হাত ধরে। এই সময়ে দারুণ এক কীর্তি গড়ে ফেলেছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে পূর্ণ করেন ২০০ উইকেটের মাইলস্টোন।
ইনিংসের দ্বাদশ ওভারে ত্রিস্তান স্টাবসকে ফিরিয়ে এদিন উইকেট শিকারের শুরুটা করেন তাইজুল। এরপর শিকার করেন ডেভিড বেডিংহ্যাম, টনি ডি জর্জি ও ম্যাথিউ ব্রিটজকে। এই চার উইকেট নিয়েই টেস্ট ক্রিকেটে তিনি স্পর্শ করেন শাকিব আল হাসানের কীর্তি। ৫৪তম ম্যাচে ২০০ উইকেট শিকার করা শাকিবের চেয়েও অবশ্য দ্রুত ২০০ উইকেট শিকার করলেন তাইজুল। তার এই মাইলফলকে পৌঁছাতে লেগেছে মাত্র ৪৮টি ম্যাচ। ১৮৩ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মেহেদি 🔯হাসান মিরাজ।
এই কীর্তি গড়ার পর আরও একটি উইকেট তুলে নে💦ন তাইজুল ইসলাম। সঙ্গে পূর্ণ করেন কেরিয়ারের ১৩তম ফাইফার। তার অফ স্টাম্পের বাইরে করা বল কাট করার জন্য পিছনের পায়ে গিয়েছিলেন রায়ান রিকেলটন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে। এতেই পূর্ণ হয়ে যায় তাইজুলের ফাইফার।
আরও পড়ুন… ৫ বলে ৩ উইকেট! যে খেলোয়াড়কে BCCI নিষিদ্ধ করেছিল, সেই এখন ভারতের জার্সিতে✤ আগুন ঝরাচ্ছেন
২০০ উইকেট শিকার করে তাইজুল ই𓂃সলাম বলেন, ‘আমা▨দের দেশে আসলে আমরা খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। তাই হাতে গোনা কয়েকজনের আছে ২০০ উইকেট। আমি তার মধ্যে একজন।’ এই সময়ে তাইজুল আরও বলেন, ‘আমাদের দেশে অনেক কিছুই মুখে মুখে হয়। অনেক সময় দেখা যায়, খারাপ খেলে ট্রল হতে হতেই অনেকে তারকা হয়ে গেছে। আবার অনেকে ভালো খেলেও তারকা হতে পারেনি। আমি এটা মেনে নিয়েছি।’
আরও পড়ুন… IND vs NZ 2nd Test: কালো মাটি নাকি লাল মꦿাটি, খেলা হবে কোন পꦦিচে? কেমন হচ্ছে পুণের বাইশ গজ?
১০৬ রানে অলআউট হয়ে যাওয়ার পরে বাংলাদেশ কী ভেবেছিল? কেমন ভাবে তাইজুল নিজেকে তৈরি করলেন? এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাইজুল বলেন, ‘পরিকল্পনা ছিল যে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী ডিসিপ্লিন ক্রিকেট খেলব। সেটা করেছি, আর বলব এটা ভালোই হয়েছে।’ গত কয়েক ম্যাচে প্রথম একাদশে সুযোগ না পাওয়ার পরে দলে ফিরে ভালো খেলেছেন। সে বিষয়ে তাইজুল বলেন, একটা কঠিন সময় যায়। সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগে। ম্যাচে কি ফিরতে পারবে বাংলাদেশ? এর উত্তরে তাইজুল বলেন, ‘আমরা ম্যাচে রয়েছি, আমাদের এখন ভালো খেলাটাকে চালিয়ে যেতে হবে। সকালে ওদের তাড়াতাড়ি 💮আউট করে পরে ভালো পার্টনারশিপ করে ম্য়াচে ফিরে আসব।’