শুভব্রত মুখার্জি:- চট্টগ্রামে♐ দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুই দল। সিলেটে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে যায় শ্রীলঙ্কা দল। ৩২৮ রানের বড় ব্যবধানে প্রথম টেস্ট হারের পরে দ্বিতীয় টেস্টেও পরাজিত হয় বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টে তাদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা চতুর্থ দিনে কিছুটা পালটা লড়াই ফিরিয়ে দেয় শ্রীলঙ্কা শিবিরে।
দলের অন্যতম তাদের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান ব্যাট হাতে মাটি কামড়ে 𒐪লড়াই করছিলেন দ্বিতীয় ইনিংসে। তাঁকে দুরন্ত এক ক্যাচে সাজঘরে ফেরান নিশান মদুষ্কা। ফলে চতুর্থ দিনের শেষেই বাংলাদেশের হার কার্যত নিশ্চিত হয়ে য়ায়।
ঘটনাটি ঘটে বাংলাদেশ ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে। ৪৯.৪ ওভারে আউট হন শাকিব। বল করছিলেন কামিন্দু মেন্ডিস। তাঁর বল গুড লেন্থ স্প🐠টে পড়ে একটু স্পিন করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। বলের বাউন্স ছিল তুলনামূলক বেশি। যা সামলাতে না পেরে খোঁচা দিয়ে বসেন শাকিব আল হাসান। দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে ছিলেন নিশান মদুষ্কা। তিনি অনবদ্য রিফ্লেক্সে বলকে তালুবন্দি করেন। এদিন গোটা দিন কার্যত ব্যাটের কাছাকাছি ফিল্ডিং করেছেন মদুষ্কা। ফরোয়ার্ড শর্ট লেগে দারুণ ফিল্ডিং করেন তিনি। তাঁকে ওই ওভারে দাঁড় করানো হয় দ্বিতীয় স্লিপে। সেখানেই কামাল করেন মদুষ্কা।
LSG Squad Updates: ফের ধাক্কা লখনউ শিবিরে, স൩্কোয়াড থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার
প্রথম টেস্টে খেলেননি শাকিব♎। দ্বিতীয় টেস্টে ফিরে এসে প্রথম ইনিংসে খুব একটা রান পাননি। ১৫ রান করে এলবিডব্লিউ আউট হন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ত𒉰িনি খেললেন ৫৩ বল। করেন ৩৬ রান। তাঁর ইনিংসটি তিনি সাজিয়েছিলেন তিনটি চারে। ৬৭.৯২ স্ট্রাইক রেটে এদিন ব্যাট করেন তিনি।
চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল সাত উইকেটে ২৬৮। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ২৪৩ রান। অলৌকিক কিছু না ঘটলে ম্যাচের পাশাপাশি সিরিজ হার বাঁচানো মুশকিল ছিল বাংলাদেশের পক্ষে। শেষমেস বাংলাদেশ হার এড়াতে পারেনি। মেহেদি হাসান মিরাজ অপরাজ♚িত থাকেন ৮১ রানে। জয়ের জন্য ৫🅠১১ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় ৩১৮ রানে।