শুভব্রত মুখার্জি:- টি-২০ বিশ্বকাপ একেবারে দোড়গোড়ায় রয়েছে। সব দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। পিছিয়ে নেই বাংলাদেশ দলও।তারা প্রস্তুতি সারতে এবং পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পৌঁছে গিয়েছে। সেখানে যৌথ আয়োজকদের অন্যতম আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নেমেছে টাইগাররা।তবে প্রথম ম্যাচেই ঘটে গিয়েছে অঘটন।সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ দলকে হারিয়ে দিয়েছে আমেরিকা🍰 যুক্তরাষ্ট্র। ম্যাচে হেরে দলের ব্যাটারদের কাঁধেই দায় চাপিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে বাংলাদেশ ভালো ব্যাট করতে পারেনি।আরো ২০ রান অন্ততপক্ষে তারা কম করেছে বলে মত শান্তর।
আরও পড়ুন-মান-অভিমানপর্ব শেষ, অবশেষে বাংলায় ফিরছেন সুদীপ চট😼্টোপাধ্য়ায়
যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক আবশ্য ব্যাটারদের পাশাপাশি দায় চাপিয়েছেন হিউস্টনের উইকেটের উপরেও। শান্ত বলেন ‘ আমার মনে হয় (ব্যাটারদের) রান করার তাগিদ নিয়ে সমস্যা ছিল না।শেষ জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজেও খুব ভালো উইকেটে খেলিনি কিন্তু আমরা। মূল বিষ𒁃য়টি হলো মানসিকতার।꧋আমি আশা রাখছি ব্যাটাররা দ্রুতই ফর্মে ফিরবে।এদিন ম্যাচে আমরা ভালো ব্যাট করতে পারিনি। শুরুটা ভালোই হয়েছিল আমাদের দলের। কিন্তু পরে আমরা কয়েকটি উইকেট বেশি হারিয়ে ফেলি। আমার মনে হয়েছে আর ২০ রান বেশি করতে পারলে ম্যাচের ফল অন্যরকম কিছু হতে পারত।’
আরও পড়ুন-শুক্রবারই মিলবে সুনীলের শেষ ম্যাচের টিকিট, কালোবাজারি রুখতেই অ🐬ভিনব টোটকা IFA-র
প্রসঙ্গত হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলꦿাদেশ।আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ১৯ নম্বরে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই দল এদিন দারুণ বোলিংয়ে বাংলাদেশকে আটকে রাখে মাত্র ১৫৩ রানে। এরপর রান তাড়া করতে নেমে শুরুতে ভালো করতে না পারলেও পরে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিংয়ের অনবদ্য জুটিতে অবিস্মরণীয় এক জয় পায় আমেরিকা।
আরও পড়ুন-ভিডিয়ো- কার্তিকের প্লাম্ব এলবি DRS-এ হল নট আউট, ধি𓄧ক্কার গাভাসকর, পিটারসেন, ভনদের
আন্তর্জাতিক ক্রিকেটে যে কোন ফর্ম্যাটে বাংলাদেশ এই প্রথমবার খেলল আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আর প্রথম ম্যাচে🐷ই হারের মুখ দেখতে হল টাইগারদের। বৃহস্পতিবার ওই এক মাঠেই দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল।শান্ত জানিয়েছেন তাদের স্পিনাররা খুবই ভালো বোলিং করেছে। শেষ দুই-তিন ওভারে পেসাররা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেনি।