বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ভারত বনাম বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। এই খেলায় বাংলা♓দেশ মহিলা দলকে ৭ উইকেটে হারিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। এই ম্যাচ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ভারত।
ম্যাচের ফল কী হয়েছিল?
এদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান তুলেছিল স্বাগতিক দল বাংলাদেশ। এর জবাবে মাত্র ১৮.৩ ওভারে অর্থাৎ ম্যাচের ৯ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভার🅠ত। এরফলে পাঁচ ম্যাচের সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল করল ভারত।
আরও পড়ুন… IPL 2024: বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পর🌞ের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল
কেমন ছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংস?
এদিন টস হেরে ব্যাট করꦓতে নেমে বেশ ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। মুর্শিদা খাতুনকে এক পাশে রেখে দারুণ শুরু করেছিলেন দিলারা আক্তার। ৬.৩ ওভার দলের ওপেনিং জুটিতে আসে ৪৬ রান। তার মধ্যে ১৬ বলে ৯ রান করে আউট অন ম🦹ুর্শিদা।
দিলারা দারুণ ঝলমলে ইনিংস খেললেও বড় রান করতে পারেননি। ২৭ বলে ৫টি চার হাঁকিয়ে তিনি করেন ৩৯ রান। তিন নম্বরে খেলতে নামেন দলের ক্যাপ্টেন জ্যোতি। তবে তিনিဣ মন্থর গতিতে রান করতে থাকেন। ২৮ রান করতে তিনি খেলেন ৩৬টি বল। সোবহানা মুশতারি তার আরেকটি ব্যর্থতার দিনে ২০ বলে করেন মাত্র ১৫ রান। এই দুজন তাও দুই অঙ্কে রান করতে পেরেছিলেন। বাকিরা সাজঘরে ফেরেন সিঙ্গেল ডিজেটে। 💃ফাহিমা খাতুন শূন্য রানে ফেরেন। ঋতু মনি ৮ রান করেন। শোরিফা খাতুন শূন্য, রাবেয়া খান সাত ও নাহিদা আখতার করেন ২ রান।
আরও পড়ুন… কেন🧸 বাদ গেলেন কেএল রাহুল? উত্তর দিলেন আগরকর, ইঙ্গিত💫 দিলেন পন্ত নাকি সঞ্জুর কে খেলবেন প্রথম একাদশে
ভারতরে ইনিংস কেমন ছিল?
ভারতীয় বোলাররা সম্মিলিত আক্রমণে বেধে রাখেন টাইগ্রেসদে🍎র। হাঁসফাঁস করে তাই বেশিদূর এগিয়ে যেতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। রাধা যাদব ২টি উইকেট ও শ্রেয়াঙ্কা, পূজা, রেণুকা একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন… KKR-এর জ💙ন্য বড় ধাক্কাꦍ! IPL 2024-এর মাঝপথেই দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার
সহজ রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার মিলেই করেন ৯১ রান। শেফালি ৩৮ বলে ৮টি চারের সাহায্যে ৫১ করে ঋতুর শিকার হন। ভারতের ব্যাটাররা বাংলাদেশের ব্যাটারদের দেখিয়ে দেন এই উইকেটে কীভাবে খেলতে হয়। ৪২ বলে ৪৭ করে আউট হন স্মৃতি। ওপেনারদের পর দায়লান হেমলতাকে দ্রুত ফিরিয়েছিল বাংলাদেশ। তবেꩵ তাতে ম্যাচে কোন প্রভাব পরেনি। রিচা ঘোষকে নিয়ে অনায়াসে খেলা শেষ করেন হরমনপ্রীত কউর।