শুভব্রত মুখার্জি💞: আন্তর্জাতিক ক্রিকেটের আইসিসি স্বীকৃত সবথেকে সংক্ষিপ্ততম ফর্ম্যাট টি-২০ ক্রিকেট। যা সাধারণত আক্রমণাত্মক ক্রিকেটের ফর্ম্যাট হিসেবেই পরিচিত। যে ফর্ম্যাটে রান বন্যা দেখতে অভ্যস্ত ক্রিকেট সমর্থকরা। ঠিক এই ঘটনাই ক্রিকেট সমর্থকরা চাক্ষুষ করছেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলে। এই মরশুমে দু দুটি ম্যাচে ২৫০'র বেশি রান উঠেছে। সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান করার কয়েকদিনের মধ্যে কলকাতা নাইট রাইডার্স দল আবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে করে ২৭২ রান। আর এই ঘটনার পরপরেই আইপিএলে ব্যবহৃত ২২ গজ নিয়ে চরম কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন পাক পেসার। জুনেদ খানের মতে আইপিএল🐎ে ব্যবহৃত পিচে ব্যাটিং দেখলে মনে হয় ব্যাটিং করাটা কত সহজ।
কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে দিল্লির বিরুদ্ধে একটি দুরন্ত ইনিংস খেলেছেন সুনীল নারিন। ৮৫ রান করেছেন ক্যারিবিয়ান তারকা। তাঁর দলকে শক্ত ভিতের উপর বসিয়ে দিয়ে যান নারিন। আর সোশ্যাল মিডিয়া এক্সে নারিনের এই ইনিংস এবং কলকাতা-দিল্লি ম্যাচের পরেই আইপিএলের পিচ নিয়ে চরম কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন জুনেদ খান। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এই ধরনের একেবারে পাটা পিচে আইপিএলের যে ম্যাচ খেলা হচ্ছে সেখানে ব্যাটিং করাটা কতটা সহজ তাই নয় কি। নিজের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট কেরিয়ারে সুনীল নারিনের মোট রান ১৫৫। আর আজকে (দিল্লি ম্যাচে) ওপেনার হিসেবে ও একাই করে দিয়েছে ৮𓄧৫ রান। আর দলের স্কোর আবার ২৭২!’
প্রসঙ্গত দিল্লি ম্যাচে কেকেআরের হয়ে ওপেন করেছেন নারিন। তিনি মাত্র ৩৯ বলে ৮৫ রানের একটি মারকাটারি ইনিংস উপহার দিয়েছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২১৭.৯৫। ক্রিজে থাকাকালীন সাতটি চার এ🎀বং ছটি ছয় মেরেছেন ক্যারিবিয়ান তারকা। এই ইনিংসের পরে নারিন জানিয♏়েছেন ব্যাট হাতে দলের হয়ে যোগদান করতে পেরে তিনি খুশি। পাশাপাশি ৩৫ বছর বয়সি অলরাউন্ডার জানিয়েছেন নিজের বোলিংকেও উপভোগ করেন তিনি।
এরপর জুনেদ আরও আক্রমণ শানিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে হায়দরাবাদের করা ২৭৭ রানের ইনিংসের ব❀িষয়টি নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘একেবারে পাটা উইকেট, ছোট ছোট বাউন্ডারি আর এর নাম হল আইপিএল। যেখানে ২৭৮ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয় ম্যাচ জিততে।’