ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই মহিলা প্রিমিয়ার লিগ ২০২ꦇ৫ (WPL 2025) এর সূচি প্রকাশ করেছে। এই টুর্নামেন্ট শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে এবং ফাইনাল ম্যাচটি ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টটি চারটি শহরে অনুষ্ঠিত হতে চলেছে। মহিলা প্রিমিয়ার লিগ ২০২৫-এ মোট পাঁচটি দল অংশ নেবে। এবং এবারে টুর্নামেন্টে মোট ২২টি ম্যাচ খেলা হবে।
WPL 2025-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে কারা
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর সঙ্গে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস। এই দুই দল মরশুমের প্রথম ম্যাচে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ম্যাচটা অনুষ্ঠিত হবে বরোদরায়। ফাইনাল ম্যাচꦍটি খেলা হবে 🌺মুম্বইয়ে। এই টুর্নামেন্টে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট চারটি শহরে। বরোদরা, মুম্বই ছাড়াও লখনউ এবং বেঙ্গালুরুতে টুর্নামেন্টের অনেক ম্যাচ অনুষ্ঠিত করা হবে।
আরও পড়ুন… ১৮ জানুয়ারি থেকে শুরু U19 Women's T20 World Cup♐ 2025, জেনে ন💝িন টুর্নামেন্টের সব তথ্য
কোথায় কতগুলো ম্য়াচ আয়োজন করা হবে-
নতুন নির্মিত বরোদা বি.সি.এ. স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর টুর্নামেন্ট বেঙ্গালুরুতে স্থানান্তরিত হয়ে যাবে। এখানে ৮টি ম্যাচ খেলা হবে।ꦆ তারপর লখনউতে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং শেষে টুর্নামেন্টটি মুম্বইয়ে পৌঁছাবে। এখানে টুর্নামেন্টের নকআউট পর্যায়ের সবকটি ম্যাচ☂ অর্থাৎ এলিমিনেটর এবং ফাইনাল মিলিয়ে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বেঙ্গালুরুর প্রথম ম্যাচটি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। লখনউতে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ইউপি ওয়ারিয়র্স এবং গুজরাট জায়ান্টসের মধ্যে। মুম্বইয়ের শেষ পর্যায়ে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টসের মধ্যে। উল্লেখযোগ্য বিষয় হল, এবারের টুর্নামেন্🔯টে বেঙ্গালুরুতে সর্বাধিক ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দেখে নিন WPL 2025-এর পুরো সূচি-
আরও পড়ুন… ফর্মে ফেরার⛎ বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল
গত মরশুম গুলোতে ম্যাচগুলো কটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল-
গত মরশুমে অর্থাৎ WPL 2024 এর ২২টি ম্যাচ দুটি শহরে অনুষ্ঠিত করা হয়েছিল। সেই বার বেঙ্গালুরু এবং দিল্লিতে ম্যাচ গুলো খেলা হয়েছিল। এবারের টুর্নামেন্টের পরিধি বাড়ানো হয়েছে, যার ফলে চারটি শহরকে টুর্নামেন্ট আয়োজনের জন্য নির্বাচিত করা হয়েছে। ২০২৩ সালের প্রথম সিজন𒐪ে, টুর্নামেন্টটি শুধুমাত্র মুম্বইয়ের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। এবার সেটি এখন মোট চারটি শহরে অনুষ্ঠিত হবে।