আইসিসি টি২০ বিশ্বকাপে বিরাট কোহলি আদৌ খেলবেন কিনা একটা সময় সেই নিয়েও প্রশ্ন উঠে গেছিল। তাঁর স্ট্রাইক রেট বারবারই প্রশ্নের মুখে পড়েছিল, যা নিয়ে কার্যত সম্মুখ সমরেই লড়াই লেগে গেছিল সুনীল গাভাসকরের সঙ্গেও। যদিও কোহলির ওপর নির্বাচকরা ভরসা করেছিলেন টি২০ বিশ্বকাপের জন্য। আর বিরাটও সেই ভরসার যোগ্য দামও দিয়েছেন। গোটা প্রতিযোগিতায় একটা ম্যাচেও সেরকম নজরকাড়া পারফরমেন্স করতে না পারলেও ঠিক সময়ই জ্বলে উঠেছেন ক্যাপ্টেন। কিং কোহলির ৭৬ রানের ইনিংস ফাইনাল ম্যাচে ভারতকে স্বস্তি এনে দিয়েছিল।﷽ পরপর উইকেট হারানোর পরেও চাপের মধ্যে না পড়ে, অক্ষর-শিবমদের নিয়েই ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান কোহলি,শেষ পর্যন্ত বোলারদের নৈপুন্যে বিশ্বকাপ জেতে ভারত। এরই মধ্যে সামনে এল রোহিতের অবসর প্রসঙ্গে নয়া তথ্য।
আরও পড়ুন-দ্রাবিড়ের কোচিংয়ে জোড়া বিশ্বকাপ জয়! কোচের বিদায়বেলায় ꦺবিশেষ বার্তা আর্শদীপের
দেশকে বিশ্বকাপ ফাইনাল জেতানোর পরই টি২০ ফℱরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কোহলি ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়েই জানিয়ে দেন, এটাই ছিল তাঁর শেষ টি২০ বিশ্বকাপ। রোহিত শর্মাও জানিয়ে দেন, এই ফরম্যাটে এবার তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে, তাই তিনি সরে যাচ্ছেন, অবসর নিচ্ছেন আন্তর্জাতিক টি২০ থেকে। এরপর রবীন্দ্র জাদেজাও তাঁদের পথে হেঁটেই ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের ফরম্যাট থেকে অবসর নেন। জাড্ডুর অবসর নির্বাচকদের কাছে ছিল অপ্রত্যাশিত, কিন্তু রোহিত শর্মা অবসরের আগাম ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, জানাচ্ছেন এক বোর্ড কর্তা।
আরও পড়ুন-একা এভারেস্টে উঠতে পারব না! ফাইনালের আগে কি মন্🍒ত্রে দলকে চাগিয়ে ছিলেন রোহিত?
বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ' আইপিএল চলার সময়ই ভারতীয় ক্রিকেট দল নির্বাচনী প্রক্রিয়া চলছিল। সেই সময়ই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার কথা বলেন রোহিত শর্মার সঙ্গে। জানতে চান তিনি টি২০ বিশ্বকাপে খেলতে চান কিনা, কারণ হার্দিকও অধিনায়ক পদের জন্য তৈরি ছিল। যদিও রোহিত জানিয়ে দেয়, আর একবার শেষ চেষ্টা তিনি করতে চান টি২০ বিশ্বকাপ জেতার। নির্বাচকদের রোহিত জানান, তিনি যে ছন্দে রয়েছেন এই 🧸মূহূর্তে তাতে এই টি২০ বিশ্বকাপে তিনি খেলতে চান '। বিরাটের কাছেও একই প্রশ্ন রাখেন নির্বাচকরা। এবারের আইপিএলের সর্বোচ্চ রানের মালিক ছিলেন কোহলি। টপ অর্ডারের কোনও ব্যাটারই তাঁর মতো রান পাননি। বিরাটও জানিয়ে দেন, তিনি এবারের টি২০ বিশ্বকাপে খেলতে চান।
আরও পড়ুন-‘এই বিশ্বচ্যাম্পিয়নকে আইসক্রিম ড♍েটে নিয়ে য🌼াচ্ছি’, বললেন সঞ্জনা, ভাইরাল ভিডিয়ো
বিসিসিআইয়ের এক নির্বাচক জানাচ্ছেন, ‘বিরাট, রোহিতরা যখন খেলার বিষয় সম্মতি দিল, তখন হার্দিক পাণ্ডিয়াও জানিয়ে দেয় যে তিনি বল করবেন। তিনটি সমীকরণ মিলে যাওয়ায়, নির্বাচকদের কাছে কাজটা সহজ হয়ে যায়। এরপর তাঁদের শুধুই ঠিকঠাক একটা প্ল্যানিং করতে হত 🐓’ ।