ভারতীয় ক্রিকেট দলের রয়েছে আগামী কয়েকটা মাসে ১০টি টেস্ট ম্যাচ। এর মধ্যে ৬টি ম্যাচ জিততে পারলেই পরপর তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতে পাবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা এর আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ♓েরেছিলেন, এবার থার্ড টাইম লাকি হতে চাইবেন তাঁরা। ভারতীয় দলের সাফল্য অনেকটাই নির্ভর করছ🤪ে মহম্মদ শামির ওপর।
টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামিকে ছাড়া টি২০ বিশ্বকাপ জিতলেও টেস্ট তাঁর মতো স্ট্যামিনা এবং ধারাবাহিক গতি ভারতীয় পেসারদের সবার মধ্যে নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই শামিকে অত্যন্ত প্রয়োজন ভারতীয় দলের। বর্ডার গাভাসকর ট্রফিতে চোট কাটিয়ে শামি চেনা ছন্দে ফিরলে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে এগিয়ে যাবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও স্বস্তি মিলবে গম্ভীর, ꦫরোহিতের। এরই মধ্যে বাংলা দলের হয়ে রঞ🔥্জি খেলা এই ক্রিকেটারকে নিয়ে বড় বার্তা দিলেন জয় শাহ।
কয়েকদি﷽ন আগেই কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসেছিলেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়া সিরিজে তিনি খেলতে পারবেন কিনা সেই নিয়ে কোনও স্পষ্ট বার্তা দিতে পারেননি তিনি, এরপরই আশঙ্কা তৈরি হয়েছিল। তাহলে কি চোট সম্পূর্ণ কাটেনি এই স্পিডস্টারের? নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরও জানিয়েছিলেন শামির ফিটনেসের ওপর নজর রাখছেন তাঁরা, এনসিএর কাছে থেকেও চোটের সব আপডেট নিচ্ছেন। এবারꩵ শামির অস্ট্রেলিয়া সিরিজে খেলা নিয়েই বড় বার্তা দিলেন বোর্ড সচিব।
আরও পড়ুন-১৯ জানুඣয়ারি অনূর্ধ্ব ১৯ মহিলা T20 বিশ্বকাপে অভিযান শুরু ভারতের!প্রতিপক্ষ উইন্ডিজ
বিসিসিআই সচিব জয় শাহ অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতীয় দল নিয়ে বললেন, ‘আমাদের দল তৈরি রয়েছে। আমরা জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছি, আশা করা যায় মহম্মদ শামিও ফিট হয়ে যাবে। এবারে ভারতীয় দল আগের ত💙ুলনায় আরও অভিজ্ঞতা সম্পন্ন। রোহিত শর্মা,বিরাট কোহলির🙈 মতো সিনিয়র ক্রিকেটাররাও রয়েছে। আর মহম্মদ শামিকে নিয়ে বলতে পারি, নিশ্চয় ও থাকবে অজি সিরিজে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওকে চাই ’।
আরও পড়ুন-RG কর-এর ঘটনায় প্রতিবাদে সামিল ফুটবলার-সমর্থকরা! ত﷽বে দেখা মিলল না কোনও দলের কর্তাদের…
এর আগে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন, মহম্মদ শামি অস্ট্রেলিয়া সিরিজে খেলতে চান, তবে ওকে তাঁর আগে রঞ্জি খেলে জাতীয় দল🅠ে ঢুকতে হবে। এরই মধ্যে জয় শাহের বার্তায় বর্ডার গা꧟ভাসকর ট্রফির আগে কিছুটা স্বস্তি পেল ভারতীয় ক্রিকেটমহল।