৫ জুন টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। বর্তমানে ভারতীয় দলের সব ক্রিকেটারই ব্যস্ত আইপিএল খেলতে। শুধু ভারতই নয়, অন্যান্য দেশের ক্রিকেটাররাও বিশ্বকাপের স্টেজ রিহারশাল সেরে ফেলছেন আইপিএলেই। এরই মধ্যে ভারতীয় দল বিশ্বকাপ খেলতে কবে রওনা দেবে তা জানিয়ে দিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। চলতি মাসের চতুর্থ সপ্তাহে দুটি ভাগে ভারতীয় দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা রওনা দেবেন ♊মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ভারতের গ্রুপ লেগের ম্যাচ রয়েছে। প্রথম পর্যায় আইপিএলের প্লে অফের যোগ্যতা অর্জনে ব্য়র্থ হওয়া দলের ক্রিকেটাররা মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে। পরের গ্রুপ অর্থাৎ দ্বিতীয় ভাগের সঙ্গে যাবেন আইপিএলের প্লে অফের দলের খেলোয়াড়রা।
আরও পড়ুন-IPL 2024-বাꦉবা ๊বারণ করেছেন! তাই উইকেট নিয়ে উচ্ছাস দেখান না, রহস্য ফাঁস নারিনের
বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। ফলে তাঁদের দল যদি ছিটকে যায় ভারতীয় দলের বড় অংশই ২৪ তারিখের বিমান ধরতে চলেছে। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলি, মহম্মদ সিরাজরা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সে ভারতের অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবরা রয়েছে। পঞ্জাব ইতিমধ্যেই ছিটকে যাওয়ায় অর্শদীপ সিংও প্রথম পর্বেই দলের সঙ্গে যাবেন। দিল্ল🦩ি ক্যাপিটালস দল অঙ্কের নিরিখে প্লে অফের দৌড়ে রয়েছে বটে, কিন্তু তাঁরা ছিটকে গেলে ঋষভ পন্ত, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরাও ২৪ মে দলের সঙ্গে রওনা দেবেন।
আরও পড়ুন-IPL 2024- ‘বিরাট মাঠে নামলেই সবাইকে দেখিয়🌟ে দেবে, ও ঠিক কি’! হঠাৎ কেন এমন বললেন শামি
এদিকে ২৬ মে দ্বিতীয় পর্বের দল রওনা দেবে। সেখানে মূলত আইপিএলের প্লে অফের ক্রিকেটাররা যাবেন। সেদিনই রয়েছে আইপিএলের ফাইনাল ম্যাচ। যদিও আইপিএলের প্লে অফে পৌঁছাতে না পারা ৬ দলের কয়েকজন ক্র🤡িকেটারও যাবে সেদিন। বিসিসিআইয়ের সচিব জয় শাহ সাংবাদিক সম্মেলনে জানালেন এই তথ্য। বোর্ড সচিব জয় শাহ-র মতে আইপিএলের থেকে ভালো প্রস্তুতির সুযোগ ক্রিকেটাররা অন্য কোথাও পেত না। তিনি বলছেন,' দেখুন তো ট্রাভিস হেড, অভিষেক শর্মারা কি অসাধারণ ব্যাটিং করল আগের দিন। যশপ্রীত বুমরাহ হেডকে বোলিং করার সুযোগ পাচ্ছে, এর থেকে ভালো প্রস্তুতি আর কি হতে পারে?।
এবারের আইপিএলে নজরকাড়া বোলিং করলেও চোটের জন্য ছিটকে গেছেন লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব। কিন্তু তাঁকে ঠিকভাবে তৈরি করা গেলে ভারতীয় দলের বড় ভরসা হয়ে উঠতে𝓰 পার😼েন। সাংবাদিক সম্মেলন জয় শাহ জানিয়ে দিলেন, মায়াঙ্কের ওপর নজর রাখবে বিসিসিআই। এনসিএ-কে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে মায়াঙ্কের দিকে খেয়াল রাখতে এবং তাঁকে যথা সম্ভব সাহায্য করতে।