আজব ঘটনা অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ান ডে কাপে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল যে রকম ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়ে, তাকে এককথায় নজিরবিহীন বলা যায়। একসময় ২ উইকেটে ৫২ রান তুলে ফেলা কোনও দল ৫৩ রানে আউট হতে পারে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে না দেখলে বোঝা যেত না๊।
শুক্রবার পারথে ওয়ান ডে কাপের দশম ম্যাচে সম্মুখসমরে নামে অ্যাস্টন টার্নারের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও জর্ডন সিল্কের নেতৃত্বাধীন তাসমানিয়া। টস হꩵেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্টার্ন অস্ট🐽্রেলিয়া।
ওপেনার অ্যারন হার্ডি ২০ বলে ৭ রান করে আউট হন। তিনি ১টি চার মারেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলগত ১০ রানে ১ඣ উইকেট হারায়। অপর ওপেনার ডার্সি শর্ট ৪১ বলে ২২ রান করে মাঠ ছাড়েন। তিনি ৩টি চার মারেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলগত ৪৫ রানে ২ উইকেট হারায়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১৫.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫২ রানে দাঁড়িয়েছিল। তারা শেষমেশ ২০.১ ওভারে ৫৩ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, মাত্র ১ রানে শেষ ৮টি উইকেট হারায় তারা। ক্যামেরন ব্যানক্রফট তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বলে ১৪ রান করেন। তিনি ১টি চার মারেন। চার নম্বরে ব্যাট করতে নামা জোশ ইংলিস ৫ বলে 🍷১ রান করে মাঠ ছাড়েন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেষ ৭ জন ব্যাটার খাতা খুলতে পারেননি। শূন্য রানে আউট হওয়া ব্যাটারদের তালিকায় রয়েছে অ্যাস্টন টার্নার, হিল্টন কার্টরাইট, ♊অ্যাস্টন এগর, ঝাই রিচার্ডসনরা। তাসমানিয়ার হয়ে ৬ ওভারে ১৭ রান খরচ করে ৬টি উইকেট দখল করেন বিউ ওয়েবস্টার। ৭.১ ওভারে ১৩ রান খরচ করে ৩টি উইকেট নেন বিলি স্ট্যানলেক। ৪ ওভারে ১২ রান খরচ করেꦍ ১টি উইকেট নেন টম রজার্স।
পালটা ব্যাট করতে নেমে তাসমানিয়া অতি সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ৮.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৪৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তাসমানিয়া। ১৭ বলে ২৯ রান করেন মিচেল আওয়েন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৩ বলে ২১ রান করে অপরাজিত থাকেন ম্য়াথিউ ওয়েড। তিনি ৩টি চার ও꧑ ১টি ছক্কা মারেন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে জোয়েল প্যারিস ২টি ও ল্যান্স মরিস ১𝔍টি উইকেট নেন। ম্যাচের স💫েরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ওয়েবস্টার।