෴মুলতানে শুরু হয়ে গেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। মাঠে নেমেছে ইংল্যান্ড পাকিস্তান। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ঘুুরে দাঁড়ানোর ম্যাচ পাকিস্তানের। হারের হাফ ডজন করার পর এবার অন্তত একটা ম্যাচে জিততে মরিয়া থাকবেন পাক অধিনায়ক শান মাসুদ। যদিও বাবর আজম, শাহিন আফ্রিদিহীন এই পাকিস্তান দলের পক্ষে কাজটা আদ💧ৌ কতটা সহজ হবে, তার উত্তর সময়ই দেবে। যদিও মুলতানে প্রথম ইনিংসে আবারও ব্যর্থ হয়েছে পাকিস্তানের টপ অর্ডার।
আরও পড়ুন-‘ইন্ডিয়া কো হারানা মুশকিল হি💦 নেহি…’ বিধ্বংসী ভারতকে দেখে আতঙ্কিত কিউয়ি কোচ…
তিন তারকা না থাকায় সুবিধা হবে ইংল্যান্ডের?
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নেমে পড়েছেন বেন স্টোক্স। চোট কাটিয়ে অবশেষে তিনি দেশের জার্সিতে ফিরেছেন। প্রথম টেস্টে তাঁকে ছাড়াই দল জিতেছে। এই 🍷টেস্টে পাক দলে নেই বাবর আজম,শাহিন আফ্রিদির মতো তারকারা। সেই নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় স্টোক্সকে, বাড়তি সুবিধা হবে নাকি? কি বললেন তিনি?
আরও পড়ুন-বুমরাহকে ভয়! বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনিং করবেন নাꦿ! আগেই বোর্ডকে জানালেন স্মিথ!
‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আমার লেনা দেনা নেই’
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্টোক্সকে এই প্রশ্ন করা হতেই ইংরেজ অধিনায়ক কি🌱ছুটা সাবধানী উত্তর দিয়েই বললেন, ‘বিষয়টা পাকিস্তান ক্রিকেট দলের অভ্যন্তরীণ। তাই ওদের ভিতরের বিষয় নিয়ে আমার কিংবা আমার দলের কারোরই তেমন কোনও লেনা দেনা নেই ’। অর্থাৎ এই পাকিস্তান দলকে নিয়ে তাঁরা যে খুব বেশি চিন্তিত নন সেটাই বুঝিয়েছেন স্টোক্স।
আরও পড়ুন-খারাপ সময়ে ‘বাবর আজম’ দল থেকে বা𒅌দ পড়তেই ক্ষোভ প্রকাশ! পাক বোর্ডের রౠোষানলে ফাখর জামান!
ঘরের মাঠে টানা ১১ টেস্টের একটিতেও না জিততে পারা পাকিস্তান দল মুলতানে দ্বিতীয় টেস্টে তিন স্পিনারে দল সাজিয়েছে। ইংল্যান্ডকে এশিয়ান উইকেটে স্পিনার দিয়েই যব্দ করতে চাইছে তাঁরা। যদিও তাতে তাঁরা 𒀰কতটা সফল হবেন সেকথা আগামী কয়েকটা দিনের পরই বোঝা 🍸যাবে। এই টেস্টে অভিষেক হয়েছে ব্যাটার কামরান গুলামের।
দঃ আফ্রিকায় অফ ফর্মে থাকা বাবর খেলবেন?
নাসিম শাহ, শাহিন আফ্রিদি, বাবর আজমদের ঘরের মাঠে টেস্ট সিরিজে বিশ্রাম দিয়েছে পাক বোর্ড। সেটা খুব ভালো কথা। তবে বꦛছর শেষে যখন দঃ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাবে, তখন সিংহের ডেরায় অফ ফর্মে থাকা বাবর আজমদের খেলানো খুব একটা বুদ্ধিমানের কাজ হবে তো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পা🦹ক বোর্ডের অন্দরে।
মুলতানে দ্বিতীয় টেস্টের শুরুতে চাপে পাকিস্তান-
এদিকে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। অধিনায়ক শান মাসুদ মাত্র ৩ রানেই জ্যাক ল🐼িচের বলে জ্যাক ক্রলির হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন। এর আগেই ওপেনার আবদুল্লাহ শাফিককে বোল্ড আউট করেন স্পিনার জ্যাক লিচ। ১৯ রানের মধ্যেই দুই উইকেট খোয়ায় পাকিস্তান দল।