ইন্দোরে বুধবার থেকে শুরু হয়েছে বাংলা বনাম মধ্যপ্রদেশের রঞ্জি ট্রফির ম্যাচ। আজকের ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল মহম্মদ শামির দীর্ঘদিন পর মাঠে ফেরা। তবে দিনের শেষে খুব একটা সুবিধ♌াজনক জায়গায় নেই বাংলা। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এমপি। তাদের হয়ে দুরন্ত বোলিং করেন আরিয়ান পান্ডে এবং কুলবন্ত খেজরোলিয়া। দু’জনেই প্রথম ইনিংসে ৪ উইকেট করে নেন। ফলে, মাত্র ২২৮ রানে অলআউট হয়ে যায় বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছে মধ্যপ্রদেশ। দিনের শেষে তাদের স্কোর মাত্র ১ উইকেট হারিয়ে ১০৩। অপরাজিত রয়েছেন শুভ্রাংশু সেনাপতি এবং রজত পতিদার।
প্রথম দিন বাংলার ব্যাটিং কেমন ছিল:
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলার। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান শুভম দে। উইকেট নেন আরিয়ান পান্ডে। এরপর কিছুটা ইনিংস সামলানোর চেষ্টা করেন সুদীপ কুমার ঘরামি এবং সুদীপ চ্যাটার্জি। দুই সুদীপ মিলে ৬৯ বলে ৩২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু বেশিক্ষন অটুট থাকেনি এই জুটি। ৩৬ বলে মাত্র ১০ রান করে আউট হয়ে যান ঘরামি। ব্যাট করতে আসেন রোহিত কুমার, আউট হয়ে যান প্রথম বলেই। দুটি উইকেটই নেন কুলবন্ত। এর🍸পর বাংলার স্কোর যখন ৪২, তখন ব্যক্তিগত ১৫ রানে আউট হন সুদীপ চট্টোপাধ্যায়। এবারও উইকেট শিকারি কুলবন্ত। দেখতে দেখতেই ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বেকায়দায় পরে যায় বাংলা।
এরপর ষষ্ঠ উইকেটের জন্য বড় পার্টনারশিপ গড়ে তোলেন অনুষ্টুপ ও শাহবাজ। দু’জনে মিলে জুটিতে ১২০ বলে ৯৬ রান তোলেন। লড়াকু ইনিংস খেলেন তাঁরা। ৪১.৩ ওভারে ৬৯ বলে ৪৪ রান করে আউট হয়ে যান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। এরপর সেভাবে ব্যাট হাতে কেউই দাঁড়াতে পারেননি। অল্প রানে আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা (১০), সূরজ সিন্ধু জয়সওয়াল (১৯) এবং মহম্মদ শামি (২)। উল্টোদিক থেকে যোগ্য সহায়তা না পাওয়ায় ৮০ বলে ৯২🍒 রান করে আউট হয়ে যান শাহবাজ আহমেদ। মাত্র ৫১.২ ওভারে ২২৮ রানেই শেষ হয়ে যায় বাংলার প্রথম꧂ ইনিংস।
প্রথম দিন বাংলার বোলিং কেমন ছিল:
প্রথম দিন বল হাতেও খুব বেশি কিছু করে দেখাতে পারেনি বাংলার বোলাররা। দিনের শেষে মাত্র একটিই উইকেট নিতে পেরেছে তারা। একমাত্র মধ্যপ্রদেশের হিমাংশু মন্ত💖্রীকে আউট করেন মহম্মদ কাইফ। উইকেট পাননি মহম্মদ শামিও। প্রথম দিন তিনি ১০ ওভার বল করে ৩৪ রান দিয়েছেন। শুরুতে ধাক্কা খেলেও পরে সামলে ওঠে মধ্যপ্রদেশ।
দুরন্ত ব্যাটিং করেন শুভ্রাংশু সেনাপতি এবং রজত পতিদার। দু’জনেই যথাক্রমে ৪৪🍌 এব🧸ং ৪১ রানে অপরাজিত রয়েছেন। দিনের শেষে মধ্যপ্রদেশ ১ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে। এখনও তারা বাংলার থেকে ১২৫ রানে পিছিয়ে। খেলায় এখনও ৩ দিন হাতে রয়েছে। এবার দেখার দ্বিতীয় দিনের সকালে বাংলার বোলাররা কোনও চমক দিতে পারে কিনা।