বর্ডার গাভাসকর ট্রফিতে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া দল। পার্থ টেস্টের সময়ে অস্ট্রেলিয়া টিম তাদের দলের কোচকে সঙ্গে পাবে না। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামার আগেই সে বিষয়ে নিশ্চিত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে চোট বা ব🌌্যাক্তিগত কোন কারণ নয়, আইপিএল ২০২৫ এর মেগা নিলামের জন্যই অস্ট্রেলিয়া দল তাদের বোলিং কোচকে সঙ্গে পাবে না।
খবরটি অবাক করার মতো মনে হলেও এটাই সত্যি, এবং ড্যানিয়েল ভেত্তোরিকে এর জন্য কোনও রকম শাস্তি দেওয়া হবে না। বরং এর জন্য ড্যানিয়েল ভেত্তোরির পাশেই দাঁড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বাস না হলে এটাই সত্যি। পার্থ ম্যাচের আগে এমন একটি খবর সামনে এসেছে যে আইপিএল ২০২৫ মেগা নিলামের জন্য সানরাইজার্স হায়দরাবাদের পাশে থাকবেন বলেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকবেন না ড্যানিয়েল ভেত্তোরি। পার্থ টেস্🍃টের সময়ে সৌদি আরবে আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে, তিনি সেখানেই থাকবেন।
তবে শুধু ড্যানিয়েল ভেত্তোরি নয়, অধিনায়ক রিকি পন্টিং এবং প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারও পার্থ টেস্টের বেশিরভাগ সময় ধারাভাষ্য দেবেন না। কারণ বর্ডার গাভাসকরꦅ ট্রফির প্রথম টেস্টের সময় তারাও আইপিএল ২০২৫-এর মেগা নিলামে অংশ নেবেন ও নিজের নিজের দলের হয়ে নিলাম টেবꦏিলে বসতে পারেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামের জন্য সৌদি আরবে থাকবেন ড্যানিয়েল ভেত্তোরি। তিনি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ। ক্যাঙ্গারু দলের অধিনায়ক প্যাট কামিন্সও ফ্রඣ্যাঞ্চাইজির অধিনায়ক। যাইহোক, যদি রিপোর্টগুলি বিশ্বাস করা হয়, ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ড্যানিয়েল ভেত্তোরির অনুপস্থিতিতে তার পরিবর্তে একজন পূর্ণকাল♋ীন ফাস্ট বোলিং কোচ খুঁজছে।
ড্যানিয়েল ভেত্তোরি SRH-এর প্রধান কোচ
ড্যানিয়েল ভেত্তোরি SRH-এর প্রধান কোচ। এছাড়া অস্ট্রেলিয়ার বোলিং কোচও তিনি। তিনি ২০২২ সাল থেকে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের অধীনে তিনটি ফর্ম্যাটেই অস্ট্রেলিয়ান দলের বোলিং কোচ ছিলেন। তার অভিজ্ঞতা বিবেচনা করে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোচ হওয়ার অনুমতি দিয়েছে। এখন তিনি আইপিএল ২০২৫ এর মেগা নিলামে তার ফ্র্যাঞ্চাইজি দল SRH এর সঙ্গে থাকবেন। অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র বলেছেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে ড্যানের ভূমিকাকে তারা খুবই সমর্থন করে।’ তিনি আরও বলেন, ‘আইপিএল নিলামে অংশ নেওয়ার আগে ড্যান প্রথম টেস্টের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন। এরপর বর্ডার 💛গাভাসকর ট্রফির বাকি সময় তিনি দলের সঙ্গেই থাকবেন।’