বিশেষজ্ঞ পেসার হলেও ব্যাটের হাত নিতান্ত মন্দ নয়। তবে তাই বলে ব্যাট হাতে এমন তাণ্ডব চালাবেন ক্রিস জর্ডন, এতটাও আশা করেননি কেউ। আইপিএল নিলামে অবিক্রিত থাকার পরের দিনেই বিগ ব্যাশ লিগে যেღ রকম ঝোড়ো ইনিংস খেলেন ব্রিটিশ তারকা, তেমন ইনিংস খেলতে পারলে বিশেষজ্ঞ ব্যাটাররাও যারপরনাই আপ্লুত হবেন।
বুধবার পারথে চলতি বিগ ব্যাশ লিগের নবম ম্যাচে সম্মুখসমরে নামে হবার্ট হ্যারিকেনস ও পারথ স্কর্চার্স। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে হ্যারিকেনস।🥃 তারা একসময় ১০৭ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। তবে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করে হবার্টকে লড়াইয়ের রসদ এনে দেন জর্ডন।
ক্রিস ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ১৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২০ বলে ৫৯ রান করে সাজঘরে ফে🌜রেন। এছাড়া ৬টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৪০ রানের কার্যকরী যোগদান রাখেন নিখিল চৌধরী।
হবার্টের ঘরোয়া ক্রিকেটার হিসেবে নিখিলের এই ম্༒যাচে বিগ ব্যাশ অভিষেক হয়। ২৭ বছরের এই অল-রাউন্ডার একসময় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নেমেছেন। তিনি পঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতেও প্রতিনিধিত্ব করেছেন।
হবার্ট এই ম্যাচে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১👍৭২ রান সংগ্রহ করে। টিম ডেভিড মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন। স্কর্চার্সের জেসন বেহরেনডর্ফ ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ২টি উইকেট নেন অ্যান্ড্রু টাই।
জবাবে ব্যাট করতে নেমে পারথ ১৬.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৩ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে তারা। ঝোড়ো হাফ-সেঞ্চুরꦜি করে নট-আউট থাকেন জ্যাক ক্রলি ও অ্যারন হার্ডি। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬৫ রান করেন ক্রলি। ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৮৫ রান করেন অ্যারন।
আরও পড়ুন:- ICC Ranking: ফের ওয়ান ডে-র বি༺শ্বসেরা বাবর, গিলকে সরিয়ে পুনরুদ্ধার করলেন সিংহাসন
হবার্টের হয়ে ৩ ওভার বল করে ২৫ রানে🧔র বিনিময়ে একমাত্র উইকেটটি নেন জর্ডন। অর্থাৎ বলা যায় যে, দল﷽ হারায় ব্যর্থ হয় ব্যাটে-বলে জর্ডনের একক লড়াই। তিন হাফ-সেঞ্চুরিকারীকে টপকে এদিন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পারথের তারকা পেসার জেসন বেহরেনডর্ফ। তাঁর চার উইকেটই যে স্কর্চার্সের জয়ের ভিত গড়ে দেয়, সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না।