বৃহস্পতিবার গাব্বায় ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ছেলেদের বিগ ব্যাশ লিগের নতুন মরশুম। উদ্বোধনী ম্যাচেই ধুমধাড়াক্কা ক্রিকেট ছাড়াও স্পটলাইট কাড়ে বিখ্যাত রকেটম্যান শো। গাব্বায় ইনিংসের বিরত𒅌িতে সারা স্টেডিয়ামে জেটপ্যাক নিয়ে উড়ে বেড়াতে দেখা যায় এক শিল্পিকে।
প্রায় সব খেলাধুলোর আসরেই দর্শক মনোরঞ্জনের কথা আলাদা করে মাথায় থাকে আয়োজকদের। বড় টুর্না𝕴মেন্টের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে নাচ-গানের আসর বসতেও দেখা যায়। তবে এবꦗার বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচের চমক ছিল এই রকেটম্যান।
যদিও বিগ ব্যাশ লিগে দর্শক মনোরঞ্জনের জন্য এই রকেটম্যানের আবির্ভাব এই প্রথম নয়। ২০১৬-১৭ মরশুমে শেষবার দেখা মিলেছিল তার। ফের বিগ ব্যাশে উড়ন্ত মানবের দেখা পাওয়ার অপেক্ষায় অধীর ছিলেন দর্শকরা। অবশেষে তাঁদের 🐼অপেক্ষার অবসান হয়। বৃহস্পতিবার ইনিংসের বিরতিতে রকেটম্যানকে স্বাগত জানাতে দেখা যায় গꦰাব্বার দর্শকদের। উল্লেখ্য, গাব্বায় ঠিক ১০ বছর আগে প্রথমবার দেখা মেলে এই রকেটম্যানের।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১০৩ রানের বিশাল ব্যবধানে মেলবোর্ন স্টার্সকে পরাজিত করে ব্রিসবেন হিট। টস হেরে শুরু🐎তে ব্য꧂াট করতে নামে ব্রিসবেন। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
ওপেন করতে নেমে কলিন মুনরো ব্যক্তিগত ৯৯ রানে নট-আউট থেকে যান। ৬১ বলের মারকাটারি ইনিংসে তিনি ৯টি চার ও ৫টি ছক্কা মারেন। ক্যাপ্টেন উসমান খোয়াজা করেন ১৯ বলে ২৮ রান। তিনি ৪টি চার মারেন। এছাড়া ২টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন মার্নাস ল্যাবুশান। মেলবোর্নের হয়ে ১টি করে উইকেট নেন জোয়েল প্যারিস, গ্লেন 🌠ম্যাক্সওয়েল ও ন্যাথন কুল্টার-নাইল।
পালটা ব্যাট করতে নেমে মেলবোর্ন স্টার্স ১৫.১ ওভারে ১১১ রানে অল-আউট হয়ে যায়। ক্যাপ্টেন ম্যাক্সওয়েল ১৪ বলে ২৩ রান করে 🦄আউট হন। তিনি ৩টি চার ও ১টি ছক্🏅কা মারেন। ১৬ বলে ৩৩ রান করেন হিল্টন কার্টরাইট। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২২ রান করেন জো বার্নস।
ব্রিসবেনের মিচেল সোয়েপসন ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন মাইকেল নেসের ও জেভিয়ার বার্টলেট। ১টি করে উইকেট নেন স্পেনসার জনসন, ম্যাথিউ কুনম্যান ও পল ওয়াল্টা♓র। ম্যাচের সেরা হন কলিন মুনরো।