শুভব্রত মুখার্জি: বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তের অন্যতম বড় তারকা তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বয়স। দীর্ঘদিন সাফল্যের সঙ্গে জাতীয় দলে তাঁর দায়িত্ব পালন করেছেন কিপার ব্যাটার মুশফিকুর রহিম। ꩵবর্তমানে তিনি ব্যস্ত বিপিএল খেলতে। তবে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন এখনও টি-২০ ফর্ম্যাটে হেসেখেলে খেলা চালিয়ে যেতে পারতেন মুশফিকুর রহিম। এমন আবহে টি-২০ ফর্ম্যাট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে টি-২০ ফর্ম্যাট এমন একটি ফর্ম্যাট যেখানে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশ্রণ ঘটানো প্রয়োজনীয়। মুশফিকুরের সোজাসাপ্টা বক্তব্য বয়স নয় দলে নির্বাচনের মাপকাঠি হোক পারফরম্যান্স, ফিটনেস।
বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে। আর এমন আবহেই মুশফিকুর রহিমের এই মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে বিপিএলে ফরচুন বরিশাল দলের হয়ে খেলছেন মুশফিকুর। কয়েকদিন আগেই কোয়ালিফায়ার ম্য🎃াচে দারুণ একটা ইনিংস খেলেছেন। ৪৭ রানে অপরাজিত থেকে রংপুর রাইডার্স দলের বিরুদ্ধে বরিশালকে এনে দিয়েছেন জয়। পৌঁছে দিয়েছেন ফা൩ইনালে। এখানে তারা মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বরিশাল দলের অন্যতম বয়স্কতম ক্রিকেটার তিনি।
রহিমের এই ꧒মুহূর্তে বয়স ৩৬। এছাড়াও বরিশালের হয়ে খেলছেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক। যার বয়স ৪২। অন্যদিকে বরিশালের হয়ে খেলছেন বাংলাদেশ জাতীয় দলে মুশফিকুর রহিমের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদও। যার বয়স এই মুহূর্তে ৩৮। সমালোচনা সত্ত্বেও চলতি মরশুমে এই তিন ক্রিকেটারের পারফরম্যান্স বেশ উজ্জ্বল। দলকে ফাইনালে তোলার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা। এমন আবহেই বয়স্ক ক্রিকেটারদের নিয়ে চলতে থাকা সমালোচনার জবাব দিয়েছেন মুশফিকুর। ত🍎িনি মুখ খুলেছেন বিষয়টি নিয়ে।
তাঁর স্পষ্ট বক্তব্য, ‘টু্র্নামেন্ট শুরুর আগে সবাই বলেছিল না যে বরিশাল বয়স্কদের দল। সবাই তো এটাই বলেছিল না যে টি-২০ ফর্ম্যাটে অভিজ্ঞতা দিয়ে জেতা যাবে না। জয়ের জন্য প্রয়োজন তারুণ্যের। বাস্তবে কি হয়েছে সেটা তো আপনারা সবাই দেখছেন। আমার কি আর আলাদা করে বলার কিছু প্রয়োজন রয়েছে? আমার মনে হয় এই ভাবনা চিন্তা একেবারেই ভুল। যে কোন ফর্ম্যাটেই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। নতুন ক্রিকেটাররা আসবেই। তাদেরকে গাইড করার জন্যও অভিজ্ঞতার প্রয়োজন। তারপর যখন সময় হবে তখন বয়স্ক ক্রিকেটাররাও চলে যাবেন। তবে তারুণ্য♍ের সঙ্গে অভিজ্ঞতার মিশ্রণ ঘটাতে হবে। তাহলেই তৈরি হবে একটা ভালো দল।’