কোচ-কর্তা সকলের অজান্তেই হয়ে গেল বড় ভুল! স্বার্থের সংঘাতের প্রশ্ন জড়িয়ে গেল সিএবি-র চার কোচ। ঘটন🐻াটি ঘটেছে সিএবি আয়োজিত মহিলা ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে। এই বিতর্কে জড়িয়েছে চারজন কোচের নাম। দশটি ক্লাবকে ন♓িয়ে চলতি বছর থেকেই মহিলা ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে সিএবি। সেই টুর্নামেন্টের অংশগ্রহণকারি চারটি ক্লাবের চার জন কোচকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
সর্বত্রই সিএবি-র এই টুর্নামেন্টের উদ্যোগের প্রশংসা করা হচ্ছে। দিনকয়েক আগে সেই দশ ক্লাবের অধিনায়ক ও কোচও নির্বাচন করা হয়ে গিয়েছে। কিন্তু এরপরেই শুরু হয় বিতর্ক। চার জন কোচকে নিয়ে স্বার্থের সংঘাতꦗের প্রশ্ন উঠেছে🍸। এই চারজন কোচ হলেন প্রবাল দত্ত, শিবসাগর সিং, চরণজিৎ সিং এবং জয়ন্ত ঘোষদস্তিদার। কারণ এঁরা প্রত্যেকেই বাংলা দলের সঙ্গেও জড়িত। তাঁরা বাংলা দলের বিভিন্ন পর্যায়ে কোচিং করিয়ে থাকেন।
প্রবাল দত্ত সিনিয়র মহিলা বাংলা টিমের কোচ। শিবসাগর🌱 অনূর্ধ্ব ২৩ মহিলা বাংলা টিমের দায়িত্বে। অনূর্ধ্ব ১৯ টিম দেখেন চরণজিৎ সিং। এবং অনূর্ধ্ব ১৫ টিমের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন জয়ন্ত ঘোষদস্তিদার। এরপরে তাঁরা যখন ক্লাব পর্যায়ে ক﷽োচিং করান তখনই এই স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠছে। ময়দানে বলাবলি শুরু হয়েছে, যাঁরা বাংলা টিমের সঙ্গে জড়িত, তাঁরা কী করে আবার ক্লাব ক্রিকেটেও কোচিং করাতে পারেন? এটা তো পরিষ্কার স্বার্থের সংঘাত।
বিষয়টা হল রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচিং করাচ্ছেন, এই সময়ে তিনি কোনও ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব ক্রিকেটের কোচিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবেন না। কারণ যদি তাঁরা এমনটা করেন তাহলে সেটাকে স্বার্থের ♊সংঘাত বলা হবে। আর এখানে😼ই প্রবাল দত্ত, শিবসাগর সিং, চরণজিৎ সিং এবং জয়ন্ত ঘোষদস্তিদারদের সঙ্গে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠছে।
আরও পডুন… IPL🍎 2024 RR vs RCB: আইপিএল-এর ইতিহাসে যুগ্ম মন্থরতম সেঞ্চুরি, প্রবল সমালোচনার মুখে কোহলি
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী এই বিষয় নিয়ে যখন সিএবি-র যুগ্ম সচিব নরেশ ওঝাকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ‘আমরা এতটা তলিয়ে ভাবিনি। স্বার্থের সংঘাত যে হতে পারে, আমাদের মাথায় সত্যিই ছℱিল না। আমরা যা করেছি, বাংলা ক্রিকেটের স্বার্থে। বাংলা ক্রিকেটের উন্নতির কথা ভেবে। এটা নিয়ে কথা বলব প্রেসিডেন্টের ๊সঙ্গে। কিন্তু সত্যি যদি এটা বড় বিতর্ক হয়, বদলে দেব চারজন কোচকে। কিন্তু বাংলা ক্রিকেটের উন্নতি তাতে হবে কী?’