India A squad announced: চলতি বছরের শেষের দিকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাসকর ট্রফি খেলা হবে। এই সিরিজের আগে ভারতীয় এ দল অস্ট্রেলিয়া সফরে যাবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সফরের জন্য ভারত এ স্কোয়াড ঘোষণা করেছে। এই দলের নেতৃত্ব দে💝ওয়া হয়েছে ২৭ বছর বয়সি এক তরুণ খেলোয়া🍸ড়ের কাঁধে। একই সঙ্গে দলে ফিরেছেন ইশান কিষানও। এই সফরে ভারত ‘এ’ দলকে অস্ট্রেলিয়া ‘এ’-এর বিরুদ্ধে ২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। এর পরে, এই দলটি ১টি আন্তঃ-স্কোয়াড খেলায় টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে।
আরও পড়ুন… BAN vs SA: ২০০ উইকেট শিকার করে শাকিবকে পিছনে ফেললেন, বাং🌱লাদেশকে লড়াইয়ে ফেরালেন তাইজুল🅺 ইসলাম
রুতুরাজের দল কটি ম্যাচ খেলবে-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রথম শ্রেণির ম্যাচের জন্য ভারতের ‘এ’ দল ঘোষণা করেছে বিস🔯িসিআই। চলতি মাসের শেষের দিকে শুরু হবে এই সিরিজ। অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের এ দল। এই সিরিজে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে রুতুরাজ গা🐟য়কোয়াড়ের হাতে। আমরা আপনাকে বলি যে অস্ট্রেলিয়া সফরে ভারত A দল দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে। ৩১ অক্টোবর থেকে ম্যাকেতে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি ৭ নভেম্বর থেকে মেলবোর্নে খেলা হবে।
আরও পড়ুন… ৫ ব༺লে ৩ উই🅘কেট! যে খেলোয়াড়কে BCCI নিষিদ্ধ করেছিল, সেই এখন ভারতের জার্সিতে আগুন ঝরাচ্ছেন
দলে সুযোগ পেয়েছেন ইশান কিষান
এর ꧟পরে, ভারতের এ দল সিনিয়র টিম ইন্ডিয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। ২২ নভেম্বর পার্থ টেস্টের ঠিক আগে এই ম্যাচটি অনুষ্ঠিত করা হবে। এই সিরিজের জন্𒉰য ভারত এ দলের সহ-অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। ভারতীয় বোর্ড স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে ইশান কিষান ও অভিষেক পোড়েলকে জায়গা দেওয়া হয়েছে। অন্যদিকে মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে দলের বাইরে রাখা হয়েছে।
আরও পড়ুন… IND vs NZ 2nd Test: কালো মাটি নাকি লাল মাটি, খেলা হবে কোন পিচে? কেমন হচ্ছে পু꧑ণের বাইশ গজ?
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত ‘এ’ স্কোয়াড:
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, দেবদূত পাডিক্কাল, রিকি ভুই, বাবা ইন্দ্র♉জিৎ, ইশান কিষান (উইকেটরক্ষক), অভিষেক পোড়েল (উইকেটরক🎶্ষক), মুকেশ কুমার, খলিল আহমেদ, নবদীপ সাইনি, যশ দয়াল, মানব সুথার এবং তনুশ কোটিয়ান।