শুভব্রত মুখার্জি- ওয়েস্ট ইন্ডিজের কিপার ব্যাটার শেন ডাউরিচ বৃহস্পতিবারেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। ইংল্যান্ডের ক্যারিবিয়ান সফরে ওয়ানডে সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের তরফে সেই দলে ছিলেন ৩২ বছর বয়সি ডাউরিচ। তিনি হঠাৎ করেই অবসর ঘোষণা করে দেওয়ার ফলে বেকায়দায় পড়ে গিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডও। তবে শেন ডা🦩উরিচের কোন পরিবর্ত যে ঘোষণা কর🐻া হবে না তা নিশ্চিত করে দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
রবিবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে অ্যান্টিগাতে। ডাউর🍌িচ জাতীয় দলের হয়ে মাত্র একটি ওয়ানডেতে খেলেছেন। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র ওয়ানডে ম্যাচে খেলেন ডাউরিচ। এরপর আর কোনও ওয়ানডে ম্যাচে দেশের হয়ে খেলেননি তিনি। সুপার ৫০ কাপে ভালো পারফরম্যান্স করার ফলে ওয়ানডে দলে ফের ডাক পেয়েছিলেন ডাউরিচ। পাঁচ ইনিংসে করেছিলেন ২৩৪ রান। গড় ছিল ৭৮। স্ট্রাইক রেট ৯১.৭৬। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাউরিচের অনুপস্থিতিতে অধিনায়কত্ব সামলানোর পাশাপাশি কিপারের দায়িত্বও সামলাতে হবে সাই হোপকে।
শেন ডাউরিচ ক্যারিবিয়ান দলে লাল বলের ক্রিকেটে নিয়মিত ক্রিকেটার ছিলেন। ২০১৫ সালে জুন মাসে তাঁর অভিষেক হয়েছিল। ২০২০ সালে ডিসেম্বর পর্যন্ত লাল বলের ক্রিকেটে নিয়মিত খেলেন তিনি। খেলেছেন ৩৫ টি টেস্ট ম্যাচ। করেছেন ১৫৭০ রান। তিনটি শতরানও রয়েছে তাঁর। উইকেটের পিছনে দাঁড়িয়ে ধরেছেন ৯০টি শিকার। টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস ১২৫ রানের। ওই টেস্টেই ২০১৮ সালে পোর্ট অফ স্পেনে শ্রীলঙ্কার বিপক্ষে ২২৬ রানের ব্যবধানে জিতেছিল ক্যারিবিয়ানরা। এরপর ২০১৯ সালের জানুয়ারি মাসে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে গড়েন সপ্তম উইকেটে ২৯৫ রানের জুটি। এর ফলে ব্রিজটাউনে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ওয়ꦜেস্ট ইন্ডিজ দল।