সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে বুধবার মুম্বইয়ে রীতিমতো চাঁদের হাট। সারা মরশুমের ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদের স্বীকৃতি দেওয়া ⭕হয় প্রতি বছরই। এবারও তার অন্যথা হয়নি।
এবছর সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে তিন ফর্ম্যাট মিলিয়ে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জেতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও টেস্ট, ওয়ান ডে ও টি-২০'র ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বর্ষসেরা ব্যাটার ও বোল♓ারকে স্বীকৃতি 𓆉জানানো হয়।
বর্ষসেরা ওয়ান ডে ব্যাটারের পুরস্কার জেতেন বিরাট কোহলি। বর্ষসেরা ওয়ান ডে বোলার নির্বাচিত হন মহম্মদ শামি। যশস্বꦫী জসওয়াল ছাড়া অন্য কাউকে টেস্টে বর্ষসেরা ব্যাটার নির্বাচিত করা সম্ভব ছিল না। বর্ষসেরা টেস্ট বোলারের পুরস্কার জেতেন রবিচন্দ্রন অশ্বিন।
বর্ষসেরা টি-২০ ব্যাটারের পুরস্কার জেতেন ইংল্যান্ডের ফিল সল্ট। সেরা টি-২০ বোলꦦারের পুরস্কার ওঠে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির হাতে। মেয়েদের ক্ষেত্রে বর্যসেরা ভারতীয় ব্যাটার ও বোলারকে বেছে নেওয়া হয়। সেরা ব্যাটারের স্বীকৃতি পান স্মৃতি মন্ধনা। সেরা বোলারের তকমা জোটে দীপ্তি শর্মার⛦।
এছাড়া অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হয় সদ্য প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে। মেয়েদের টেস্টে দ্রౠুততম ডাবল সেঞ্চুরি করার জন্য শেফালি বর্মাকে স্বীকৃতি জানানো হয়। ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি মেয়েদের টি-২০ খেলা হরমনপ্রীত কৌরকেও সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে। ক্রীড়া প্রশাসনে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বীকৃতি জানানো হয় জয় শাহকে।
🌺আরও পড়ুন:- IPL 2025 Player Retentꦓion: এই ৫ ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দিতে পারে RCB
সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ড লিস্ট
১. লাইফ-টাইম অ্যচিভমেন্ট- রাহুল দ্রাবিড়।
২. বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার (ছেলে)- রোহিত শর্মা।
৩. বর্ষসেরা ওয়ান ডে ব্যাটার (ছেলে)- বিরাট কোহলি।
৪. বর্ষসেরা ওয়ান ডে বোলার (ছেলে)- মহম্মদ শামি।
৫. বর্ষসেরা টেস্ট ব্যাটার (ছেলে)- যশস্বী জসওয়াল।
৬. বর্ষসেরা টেস্ট বোলার (ছেলে)- রবিচন্দ্রন অশ্বিন।
৭. বর্ষসেরা টি-২০ ব্যাটার (ছেলে)- ফিল সল্ট।
৮. বর্ষসেরা টি-২০ বোলার (ছেলে)- টিম সাউদি।
৯. বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার (ছেলে)- সাই কিশোর।
১০. বর্ষসেরা ভারতীয় মহিলা ব্যাটার- স্মৃতি মন্ধনা।
১১. বর্ষসেরা ভারতীয় মহিলা বোলার- দীপ্তি শর্মা।
১২. ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি টি-২০ ম্যাচ- হরমনপ্রীত কৌর।
১৩. আইপিএলের সেরা নেতা- শ্রেয়স আইয়ার।
১৪. মেয়েদের টেস্টে দ্রুততম দ্বিশতরান- শেফালি বর্মা।
১৫. ক্রীড়া প্রশাসনে অবিস্মরণীয় অবদান- জয় শাহ।