স্কটল্যান্ডের ফাস্ট বোলার চার্লি ক্যাসেল সোমবার ইতিহাস লিখে ফেলেছেন। অভিষেক ম্যাচেই দুর♐্দান্ত বোলিং পারফরম্যান্স করে সর্বকালের ওডিআই রেকর্ড ভেঙেছেন স্কটিশ পেসার♕। ওমানের বিপক্ষে তিনি সাত উইকেট তুলে নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসাবে ওয়ানডে অভিষেকেই সাত উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
চার্লি ক্যাসেল দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার রেকর্ড ভেঙ্গে দিয়েছেন। রাবাদা ২০১৫ সালের জুলাইয়ে෴ বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই ১৬ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। এদিন ক্যাসেল ওম🌊ানের বিরুদ্ধে ৫.৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন।
আরও পড়ুন: সঞ্জু, রুতু, অভিষেকরা কি দলে জায়গা পাওয়ার যোগ্য নন? জবাব দিতে গিয়ে🍸 হোঁচট খেলেনꦗ আগরকর
ক্যাসেল প্রাথমিক ভাবে স্কটল্যান্ডের দলে ছিলেন না এবং পরে ফাস্ট বোলার ক্রিস সোলের বদলি হিসেবে দলে যোগ দেন। সো𒆙লে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন। ডানহাতি এই পেসার এই সুযোগটা একেবারে দু'হাত দিয়ে লুফে নেন। এবং অভিষেক ম্যাচেই সাত উইকেট নিয়ে বড় রেকর্ড গড়ে ফেলেন।
তিনি স্কটল্যান্ডের অধিন💯ায়ক রিচি বেরিংটনের কাছ থেকে তাঁর প্রথম ওডিআই ꧋ক্যাপ পেয়েছিলেন। বড় চোট সারিয়ে দলে ফেরার জন্য স্কটিশ অধিনায়ক উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন ক্যাসেলের। চোটের কারণে বহু দিন ২২ গজের বাইরে ছিলেন তিনি।
ক্যা🌳সেলকে তার ক্যাপ উপহার দেওয়ার সময় স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন বলেছিলেন, ‘আপনি একটি বিশাল ধাক্কা থেকে ফিরে এসেছেন, আপনার সেই বিশাল চোটের কারণে, এক বছর কিছুটা বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। আপনার মাঠে ফেরাটা দারুণ বিষয়। এবং আপনি যে ভাবে নিজেকে ধরে রেখেছেন তা অবিশ্বাস্য।’
আন্তর♑্জাতিক ক্রিকেটে প্রথম ওভার বল করতে এসেই, সেই ওভারে তিনি তিন উইকেট তুলে নেন। ১২ ওভারে প্রথম বল করতে এসেছিলেন ক্যাসেল। আর নিজের প্রথম বলেই নেন প্রথম উইকেট꧂। তিনি এলবি ডব্লিউ করেন জিশান মাকসুদকে (১০ রান)। তার পরের বলেই অয়ান খানকে বোল্ড করেন গোল্ডেন ডাকে। কিন্তু তিনি হ্যাটট্রিক মিস করেন। তবে চতুর্থ ডেলিভারিতে খালিদ কাইলকেও শূন্য রানে আউট করেন ক্যাসেল।
ক্যাসেল তাঁর প্রথম নয় বলে, কোনও রান না দিয়েই চার উইকেট তুলে নেন। কারণ ১৪তম ওভারে ফের বল করতে এসে শোয়েব খানকেও (১ রান) আউট করেন তিনি। এছাড়া তিনি ফেরান মেহরান খানকে (১৭ রান)। এটি তাঁর পঞ্চম উইকেট ছিল। এর পরে প্রতীক আথাওয়ালে (৩৪) এবং বিলাল খানকেও (০) আউট করেন ক্যাসেল। সেই সঙ্গে ত🍷িনি রাবাদার ন🌃জির ভেঙে দেন।
ওমান প্রথমে ব্যাট করতে নেমে ক্যাসেলের ﷽দাপটে একেবারে মুখ থুবড়ে পড়ে। ২১.৪ ওভারে মাত্র ৯১ রানে তারা অলআউট হয়ে যায়। স্কটল্যান্ড সেই রান তাড়া করতে নেমে ১৭.২ ওভারে ২ উইকেটে ৯৫ রান করে ফেলে। ১৯৬ বল বাকি থাকতে স্কটিশরা ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়।