ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর, এবার শুরু হবে আইপিএল। ইতিমধ্যেই, ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে। এছাড়া সকল ক্রিকেটার নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্য🐈স্ত রেখেছে। তবে এবার পাখির চোখ শুধু আইপিএল খেতাবই নয়, এবার সকলেই মাঠে নামবে দলকে জেতানোর পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের নাম জাতীয় দলে পাকা করার জন্য। সবমিলিয়ে, এই 'হাই ভোল্টেজ' টুর্নামেন্টের উপর নজর রয়েছে সকলের।
তবে ভারতীয় ক্রিকেটের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে গতবারের জয়ী দল চেন্নাই সুপারᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ কিংস পেয়ে গেলেন জুনিয়ার মালিঙ্গাকে। তাঁকেই সিএসকে দল বেছে নিয়েছে নিজেদের নেট বোলার হিসেবে। জানা ✨গিয়েছে যে জুনিয়ার মালিঙ্গার আসল নাম কুগাদাস মাথুলান। তাঁর বয়স ১৭ বছর এবং তিনি শ্রীলঙ্কার জাফনার বাসিন্দা। এই প্রসঙ্গে দলের সিইও কাশি বিশ্বনাথন 'স্পোর্টস নাও'র সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি বরং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাশি বিশ্বনাথন বলেন, 'আমরা ওকে নেট বোলার হিসেবে বেছে নিয়েছি। এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের স🌳িদ্ধান্ত এবং এর মধ্যে এমএস ধোনির কোনও হাত নেই। ওর বোলিং করার ধরণটা সকলের চেয়ে আলাদা এবং তা দেখার পর আমাদের মনে হয় যে এমন বোলার নেটে পেলে সকলেরই অনুশীলন করতে সুবিধা হবে। সাধারণত আমরা বিভিন্ন ধরনের বোলারদের নি যাতে ব্যাটাররা সঠিকভাবে নিজেদের প্রস্তুত করতে পারে এবং ও তাদেরই মধ্যে একজন। ওকে পেলে অনেক লাভ হবে সকলের।'
উল্লেখ্য, ২৬ নভেম্বর সব ফ্র্যাঞ্চাইজিরা জমা করে দেয় নিজেদের দলের ক্রিকেটারদের 'রিটেনশন ও রিলিজ' তালিকা। ১৯ নভেম্বর দুবাইয়ের 'কোকা কোলা এরিনা'তে আয়োজিত হয় নিলাম অনুষ্ঠান। তরুণ থেকে সিনিয়র ক্রিকেটার, সকলেই জায়গা পান বিভিন্ন দলে। আবার অনেকের কপালে জোটেনি কোনও দল। তবে টুর্নামেন্ট কবে🅷 শুরু হবে সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। জানা গিয়েছে, নতুন মরশুম শুরু হওয়ার কথা মার্চ-এপ্রিলে। কিন্তু সেই সময়ে, গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন চ🐭লার সম্ভাবনা রয়েছে। তাই, এখনও পর্যন্ত খেলার সূচিকে ঘিরে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি তারা। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কবে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হয়।