বহুদিন ধরে জাতীয় দল থেকে বাইরে রয়েছেন চেতেশ্বর পূজারা। বর্ডার গাভাসকর ট্রফিতে যখন ব্যর্থ ভারতীয় টপ অর্ডার তখন বারবার সমর্থকদের মনে পড়েছে তাঁর কথা। দাবি উঠছে তাঁকে টেস্ট দলে ফিরিয়ে আনার। ২০২৪ শেষ হয়েছে, এবার নতুন বছরে নতুন আশা দেখছেন সবাই। সেই র🍒কমই হয়তো ফের একবার জাতীয় দলে ফেরার আশা রাখছেন পূজারা নিজেও। পয়লা জানুয়ারি নতুন বছর শুরুর দিন সবাই আনন্দের সঙ্গে কাটায়। বছরের শে🌃ষ দিনে স্মরণ করে কাটিয়ে আসা গোটা বছরকে। সেরকমই কিছু করলেন পূজারাও। নিজের এক্স হ্যান্ডেলে বিগত বছরকে স্মরণ করে পোস্ট করলেন তিনি। জানালেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
এদিন এক্স হ্যান্ডেলে নিজের পরিবার, বন্ধুদের সঙ্গে কাটানো বিগত বছরের কিছু বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেছেন পূজারা। ক্যাপশনে লিখেছেন, ‘গত বছরের প্রতিফলন - পরিবর্তনকে আলিঙ্গন করা, চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা, ব্𓄧যক্তিগত বৃদ্ধি এবং পরিবার ও বন্ধুদের ভালোবাসার প্রশংসা - এবং ২০২৫-এ যা আছে তার জন্য অপেক্ষা করা! 🌃আপনাদের সকলের বৃদ্ধি, পরিপূর্ণতা এবং সুস্বাস্থ্যের একটি বছর কামনা করছি!’
উল্লেখ্য, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল চেতেশ্বর পূজারার এবং ২০১৩ সালে ওডিআই ক্রিকেটে। তিনি ২০২৩ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। এখনও পর্যন্ত দেশের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচে ৭,১৯৫ রান করেছেন, গড় ৪৩.৬০। তিনি ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি করেছেন। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ২০৬*। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১টি টেস্টে ৯৯৩ রান করেছেন পূজারা, গড় ৪🐓৭.২৮। অজিদের বিরুদ্ধে তিনি ৩টি সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ স্কোর ১৯৩।
প্রসঙ্গত, চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। মেলবোর্নে চতুর্থ টেস্টে জিতে লিড নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলেছিল তারা। এরপর ব্যাট করতে নেমে ৩৬৯ রান তোলে ভারত। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান তোলে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৪০ রানের। কিন্তু তা তাড়া করতে নেমে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায় ভারত। বারবার ভারতের টপ অর্ডারের ব্যর্থতা নতুন কিছু নয়। বিগত কয়েকটি টেস্টে নিয়মিত ভাবে🍒 রান পেতে ব্যর্থ হয়েছেন রোহিত-বিরাটরা। এরকম পরিস্থিতিতে পূজারাকে দলে ফিরিয়ে আনার প্রবল দাবি তুলছেন ভারতীয় সমর্থকরা।