রঞ্জি ট্রফিতে দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও জাতীয় নির্বাচকরা চেতেশ্বর প🥂ূজারাকে ইংল্যান্ড সিরিজের টেস্ট দলে জায়গা করে দেননি। তবে তাই বলে হতাশায় হাত গুটিয়ে বসে থাকার পাত্র নন চেতেশ্বর। বরং ফের বড় রানের ইনিংস খেলে নির্বাচকদের উপর চাপ বাড়ালেন পূজারা। চলতি রঞ্♋জি ট্রফিতে ফের সেঞ্চুরি করেন সৌরাষ্ট্রের তারকা ব্যাটার। এবার রীতিমতো আগ্রাসী মেজাজে।
রাজকোটে ভারতীয় দল যখন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে ღব্যস্ত, ঠিক তখন সেই রাজকোটেই মণিপুরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে মারকাটারি শতরান করেন পূজারা। প্রথম ইনিংসে চেতেশ্বর ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৭টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৫১ বলে। তিনি শতরানের গণ্ডি টপকে যান ১০টি চার ও ১টি ছক্কার সাহায্ಌযে ১০২ বলে। শেষমেশ ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৫ বলে ১০৮ রান করে সাজঘরে ফেরেন চেতেশ্বর। তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ারের এটি ৬৩তম শতরান।
চলতি রঞ্ꦯজি ট্রফিতে পূজারার এটি তৃতীয় শতরান। ৩টি সেঞ্চুরির মধ্যে একটিতে তিনি দু'শো রানের গণ্ডি টপকে যান। এছাড়া একবার তিনি আউট হয়েছেন ৯০-এর ঘরে। পূজারা চলতি রঞ্জি ট্রফিতে হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। পূজারা ৭টি ম্যাচের ১১টি ইনিংসে ব্যাট করতে নেমে সংগ্রহ করেন সাকুল্যে ৭৮১ রান।
রঞ্জি ট্রফি ২০২৪-এ চেতেশ্বর পূজারার ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. বনাম ঝাড়খণ্ড- অপরাজিত ২৪৩ রান।২. বনাম হরিয়ানা- ৪৯ ও ৪৩ রান।৩. বনাম বিদর্ভ- ৪৩ ও ৬৬ রান।৪. বনাম সার্ভিসেস- ৯১ রান।৫. বনাম মহারাষ্ট্র- ৩ ও ০ রান।৬. বনাম রাজস্থান- ১১০ ও ২৫ রান।৭. বনাম মণিপুর- ১০৮ রান।
রাজকোটে টস জিত শুরুতে ব্যাট করতে নামা মণিপুরকে প্রথম ইনিংসে ১৪২ রানে অল-আউট করে দেয় সৌরাষ্ট্র। ক্যাপ্টেন কেইশাংবাম ৬৭ ও বশিদ মহম্মদ ৫১ রান করেন। দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি আর কেউ। খাতা খুলতে পারেননি ৫ জন ব্যাটার। সৌꦍরাষ্ট্রের ধর্মেন্দ্রসিং জাদেজা ৪টি, চেতন সাকারিয়া ৩টি ও যুবরাজসিং দদিয়া ২টি উইকেট নেন।