বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড টেস্টে হঠাৎ স্টেডিয়ামে শোনা গেল ‘DSP’ রব। কিন্তু হঠাৎ কেন এমন হল ? ক্রিকেট মাঠে DSP-র কাজ কী? ঘটনার সূত্রপাত নিউজিল্যান্ডের ইনিংসের ১৫ ওভারে। তখন বল করছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। সেই সময় নিউজিল্যান্ডের🍸 ব্যাটসম্যান ডেভন কনওয়ে তাঁর বলে বাউন্ডারি হাঁকান। যদিও তিনি এরপর সিরাজের সঙ্গে চোখে চোখ না রেখে নিজের খেলায় ফোকাস করেন। তারপর দ্বিতীয় বলে ডিফেন্সিভ ব্লক করলে মেজাজ হারিয়ে ফেলেন সিরাজ। বাকযুদ্🎃ধে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার। সেই সময় বেঙ্গালুরুর স্ট্যান্ড থেকে সমর্থকদের মুখে শোনা যায় ‘DSP’ রব।
অনেকেই জানেন না মহম্মদ সিরাজ সম্প্রতি তেলাঙ্গানার ডেপুটি সুপাꦇরিনটেনডেন্ট অফ পুলিশ পদে নিযুক্ত হয়েছেন। টি-২০ বিশ্বকাপে দুরন্ত বোলিং এবং সাম্প্রতিক সাফল্যের কারণে তাঁকে সম্মানিত করার জন্য এই পদ দেওয়া হয়েছিল। তাই জন্যই সমর্থকরা ঝামেলার সময় ‘DSP’ বলে চিৎকার করছিলেন। এই বিষয়ে কমেন্ট্রি করার সময় কনওয়েকে মজা করে বার্তা দিতে ভোলেননি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি বলেন, ‘ভুলও না ও এখন DSP। আমি অবাক হব না ওকে যদি দলের বাকি সদস্যরা সেলুট করে’।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শুরুটা ভালো হয়নি রোহিতদের। প্রথমদিন বৃষ্টির কারণে খেলা না গেলেও দ্বিতীয় দিন থেকে নিজ ছন্দে ম্যাচ চলছে। বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন নিউজিল্যান্ডের পেসাররা। ৫ উইকেট নিয়ে নজর কাড়েন কিউয়ি পেসার ম্যাট হেনরি। ব্যাট হাতে ব্যর্থ রোহিত-বিরাটরা।
বৃহস্পতিবার ভারতের ৫ খেলোয়াড় শূন্য রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। ফল স্বরূপ ৪৬ রানে গুটিয়ে যায় ভারত। এইরকম ব্যাটিং বিপর্যয় সাম্প্রতিককালে ভারতের দেখা যায়নি। তবে এরকম পরিস্থিতিতে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করে নিউজিল্যান্ড। ৯১ রান করেন ডেভন কনওয়ে। শতরান করেন রাচিন রবীন্দ্র। প্রথম ইনিংসে ৪০২ রান করে নিউজিল্যান্ড। বল হাতে ৩টি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে তৃতীয় দিনের শে🔯𒁏ষে ভারত ৩ উইকেট হারিয়ে ২৩১ রান করেছে। অধিনায়ক রোহিত শর্মা ৬৩ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন। অন্যদিকে দিনের একদম শেষ লগ্নে এসে ১০২ বলে ৭০ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। তবে ৭৮ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন সরফরাজ খান।