জৌলুস থেকে ব্র্যান্ড ভ্যালুতে আইপিলের ধারেকাছে নেই বিশ্বের অন্য কোনও টি-২০ লিগ। বিশেষ করে পড়শি দেশ পাকিস্তানের ঘরোয়া টি-২০ লিগ কোনও এককেই ইন্ডিয়ান প্রিমিয়র 💛লিগের সঙ্গে টক্কর দিতে ব্যর্থ। বিশ্বের প্রথম সারির খেলোয়াড়দের উপস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ কেন ক্রিকেটপ্রেমীদের কাছে এত জনপ্রিয়, সেটা বিশেষ একটি পরিসংখ্যানেই বোঝা যায়।
টি-২০ ক্রিকেটে লোকে মাঠে আসেন অথবা টেলিভিশনের সামনে বসেন চার-ছক্কার ফুলঝুরি দেখার আশায়। চলতি আইপিএলে রীতিমতো ছক্কার বন্যা দেখা যাচ্ছে। এই নিরিখে আইপিএলের সঙ্গে পাকিস্তান সুপার লিগের তুলনামূলক আলোচনা করল♛েই বোঝা যায় তফাৎটা।
ছক্কা হাঁকানোর নিরিখে আইপিএল বনাম পিএসএল:-
এবছর পাকিস্তান সুপার লিগে সাকুল্যে ছক্কা দেখা যায় ৩৮৭টি। চারটি প্লে-অফ মি🌳লিয়ে পিএসএলে খেলা হয় মোট ৩৪টি ম্যাচ। সুতরাং, ম্যাচ প্রতি প্রায় ১১টি ছক্কা দেখা যায় এবছর পাকিস্তান সুপার লিগে।
সেদিক থেকে দেখলে এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগের প্রথ🤪ম ১৭টি ম্যাচে ব্যাটসম্যানরা ছক্কা হাঁকিয়েছেন ৩১২টি। অর্থাৎ, পিএসএলের তুলনায় অর্ধেক ম্যাচ♈েই ছক্কার সংখ্যায় খুব বেশি পিছিয়ে নেই আইপিএল। আইপিএলে ম্যাচ পিছু গড়ে ১৮টিরও বেশি ছক্কা দেখা গিয়েছে। সুতরাং, আইপিএল ২০২৪-এর ইনিংস প্রতি ছক্কা দেখা গিয়েছে ৯টি, যা প্রায় পিএসএলের একটি ম্যাচের সমান।
ছক্কা হাঁকানোর নিরিখে ডব্লিউপিএল বনাম পিএসএল:-
এবছর উইমেন্স প্রিমিয়র লিগের ২২টি ম্যাচে দেখা গিয়েছে ১৬৮টি ছক্কা। অর্থাৎ, ম্যাচ পিছু প্রায় ৮টি করে ছক্কা চোখে পড়েছে। পিএলের তুলনায় সংখ্যাটা খুব বেশি পিছিয়ে নেই। অর্থাৎ, ভা𝐆রতের মেয়েদের টি-২০ লিগ এই নিরিখে💃 পাকিস্তান সুপার লিগের সঙ্গে টক্কর দিচ্ছে বলা যায়।
২০২৪ পিএসএল, আইপিএল, ডব্লিউপিএল ও রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি ছক্কা মেরেছেন কারা:-
পিএসএল ২০২৪: এবছর পাকিস্তান সুপার লিগের ১১টি ꦗম্যাচে ব্যাট করে সইম আয়ুব সব থেকে বেশি ২১টি ছক্কা মেরেছেন।
আইপিএল ২০২৪: এবছর আইপিএলের মোটে ৩ ম্যাচে ব্যাট করে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১৭টি ছꦛক্কা মেরেছেন এনরিখ ক্লাসেন।
ডব্লিউপিএল ২০২৪: এবছর উইমেন্স প্রিমিয়র লিগের ৯ ম্যাচে ব্যাট করে স💖ব থেকে বেশি ২০টি ছক্কা মারেন শেফালি বর্মা।
রঞ্জি ট্রফি🧸 ২০২৪: এবছর রঞ্জি ট্রফির ৬টি ইনিংসে ব꧂্যাট করে রিয়ান পরাগ মারেন সব থেকে বেশি ২০টি ছক্কা।
সুতরাং, পাকিস্তান সুপার লিগে সব থেকে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারের তুলনায় রঞ্জি ট্রফিতে রিয়ান পরাগের ইনিংস প্রতি ছক্কা মারার হার বেশি। এমনকি উইমেন্স প্রিমিয়র লিগে শেফালি বর্মা ম্যাচ প্রতি গড়ে সইমের থেকে বেশি ছক্কা মারেন। আইপিএলে ক্লাসেনের ম্যাচ প্রতি ছক্কা হ💝াঁকানোর পরিসংখ্যানে অবশ্য ধারকাছে আসেন না কেউ।