চলতি মাসেই ২৪ এবং ২৫ তারিখ রয়েছে সৌদি আরবের জেদ্দাহতে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। সেখানে বিভিন্ন ক্রিকেটারেরই ভাগ্য বদলাতে চলেছে। অনেক অনামি ক্রিকেটারই হঠাৎ করে কয়েক কোটি টাকার মালিক হয়ে যান,আবার অনেক তারকাই নামের সঙ্গে ম🙈িল রেখে দাম পাননা। এবারেও নিশ্চিয় আইপিএলের নিলামের আগে নিজেদের টার্গেট লিস্ট তৈরি করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় 🍎অনুশীলনে⛦ চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
আইপিএলে বিভিন্ন দলেই বিদেশি কোচ রাখা হয়ে💜ছে। স্রেফ বিদেশি কোচ নয়,বিদেশি ব্যাটিং কোচ,বিদেশি বোলিং কোচদের হামেশাই দেখা যায়। আইপিএলের সঙ্গে গত কয়েক বছর ধরেই যুক্ত রয়েছেন ড্যানিয়েল ভেত্তোরি, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিংরা। সামনে বর্ডার গাভাসকর সিরিজে তাঁদের অস্ট্রেলিয়া থাকার কথা ছিল, তবে তাঁরা থাকবেননা।
পার্থ টেস্টে থাকবেন না তিন তারকা-
২২ তারিখ থেকে শুরু হচ্ছে পার্থ-এ বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। স্বাভাবিকভাবেই সেখানে থাকার কথা ছিল অজিদের সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তোরি এবং ধারাভাষ্যকার হিসেবে কাজ করা রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গারের। কিন্তু আইপিএলে যে টাকার ছড়াছড়ি। সেটা কেউই উপেক্𒈔ষা করতে পারেননা। তাই দেশের দায়িত্ব ছেড়ে আইপিএলের দলের দায়িত্ব পালন করতে এলেন কিউয়ি ভেত্তোরি।
আরও পড়ুন- শীঘ্র꧅ই বাবা হবেন! মিস করছেন প্রথম টেস্ট! তবু মুম্বইতে হার্ড ট্রেনিং রোহিতের…
পঞ্জাবে রিকি, হায়দরাবাদে ভেত্তোরি-
আইপিএলের 𒐪দল পঞ্জাব কিংসে চলতি বছরেই নিযুক্ত হয়েছেন রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালস তাঁকে ছাড়ার পর প্রীতি জিন্টার ফ্র্যাঞ্জাইজি তাঁকে দলে নিয়েছে। এদিকে সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্বে রয়েছেন 🐼ড্যানিয়ে ভেত্তোরি। গতবারে সানরাইজার্স দল ফাইনালে উঠেছিল, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই চাইবে তাঁরা। এদিকে গতবারের হতাশাজনক পারফরমেন্সের পরেও চাকরি থেকে গেছে জাস্টিন ল্যাঙ্গারের। তাই তাঁকে আসতেই হত নিলামে।
আরও পড়ুন-IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশ🃏তরান 🅷RR, RCB-র প্রাক্তন তারকার…
আগে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না অজিদের-
আজ থেকে ২০ বছর আগে অবশ্য ভারতীয়দের সঙ্গে এত সক্ষতা ছিল না অস্ট্রেলিয়ানদের। এক নয়, একাধিকবার রিকি পন্টিং, মাইকেল ক্লার্করা মিথ্যার সাহায্য নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যাটারদের অন্যয🌳্যভাবে আউট করেছেন। স্লেজিং তো লেগেই থাকত। কিন্তু ভারতের টাকায় এখন একের পর এক প্রাসাদ বানিয়ে ফেলছেন অজিদের অত্যন্ত সাধারণ মানের ক্রিকেটাররা। তাই ভারতের সঙ্গেও তাঁরা সুসম্পর্কই রাখছেন।