মোটেও ভালো খবর নয় ক্রিকেট🍃প্রেমীদের জন্য। সেন্ট লুসিয়ায় ভারত𒊎-অস্ট্রেলিয়া ম্যাচের দিনে বৃষ্টির পূর্বাভাস ছিলই। সুতরাং, ম্যাচের গতি বাধা পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ম্যাচ শুরুর ঘণ্টা পাঁচেক আগে প্রবল বৃষ্টি সেন্ট লুসিয়ায়। পরের দিকে আরও বর্ষণ হতে পারে। সুতরাং, বৃষ্টি থামলেও ভিজে মাঠ খেলার উপযোগী করে তোলা নিঃসন্দেহে চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে মাঠকর্মীদের কা💜ছে। তাই যথা সময়ে খেলা শুরু করা যাবে কিনা সন্দেহ। এমনকি টানা বৃষ্টি হলে খেলা ভেস্তে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
বৃষ্টিতে ম্যাচ ভেস্ত♎ে গেলে চলতি টি-২০ বিশ্বকাপের ⭕সুপার এইট গ্রুপ-ওয়ান থেকে কারা সেমিফাইনালে উঠবে, সেই বিষয়ে আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক ক্রিকেটপ্রেমীদের মনে। এক্ষেত্রে ভারতীয় সমর্থকরা আশ্বস্ত হতে পারেন এবং প্রবল উৎকণ্ঠায় ভুগতে পারেন অজি সমর্থকরা।
কেননা এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নেই। তাই ম্যাচ ভেস্তে গেলে উভয় দলকে ১ পয়েন্ট করে ꩵভাগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে টিম ইন্ডিয়া। ফলে গ্রুপ-ওয়ানের এক নম🌠্বর দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে ভারত।
ম্যাচ ভেস্তে গেলে ৩ ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহে থাকবে ৩ পয়েন্ট। সেক্ষেত্রে তাদের সেমিফাইনালে ওঠার জন্য তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্ܫযাচের দিকে। আ♈ফগানিস্তান যদি তাদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয়, তবে গ্রুপ-ওয়ান থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে তারা। সেক্ষেত্রে ছিটকে যেতে হবে অস্ট্রেলিয়াকে।
সোমবারের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তবে এদিনই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এখনও সেমিফাইনালের দৌড়ে খাতায়-কলমে টিকে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হেরে যায় এবং বাংলাদেশ 𓆏যদি অভꦏাবনীয় ব্যবধানে আফগানিস্তানকে হারায়, সেক্ষেত্রে নেট রান-রেটের নিরিখে শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তদের সামনে।
তবে অস্ট্রেলিয়া ৩ পয়েন্টে পৌঁছে যাওয়া মানে বাংলাদেশের সামনে আর কোনও সুযোগই থাকবে না। সেক্ষেত্রে আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচটি বাংলাদেশের কাছে নিছক নিয়ম রক্ষার লড়াইয়ে পরিণত হবে। অবশ্য অস্ট্রেলিয়া যদি সোমবার ভারতকে হারিয়ে দেয়, তাহলেও বাংলাদেশকে দেশে ফেরার ব্যাগপত্র গুছিয়ে রাখতে হবে সোমবারই। এখন দেখার যে প্রকৃতি সদয় হন কাদের উপরে๊।