ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। বড় ব্যবধানে জিতেছে প্রথম টেস্ট। ইনিংস সহ ৩২ রানে ম্যাচ পকেটে তুলেছে তারা। প্রোটিয়াদের দাপটের সামনে রীতিমতো মাথানত করেছে ভারতের ব⛎্যাটিং ও বোলিং বিভাগ। বুধবার থেকে শুরু হবে সিরিজের অন্তিম টেস্ট। তার আগে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার দুই প্রধান তারকা বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেভিড বেডিংহ্যাম।
তিনি বলেন যে টিম ইন্ডিয়ার দুই ত💖ারকা ব্যাটারই তাঁর সবচেয়ে প্রিয় ভারতীয় ক্রিকেট দলের মধ্যে। পাশাপাশি, তিনি আরও বলেন যে তিনি নিজের ব্যাটিং পদ্ধতি পাল্টাবেন বিরাট কোহলিকে নকল করার জন্য এবং যদি তাতে সফল না হন তিনি নকল করবেন রোহিতকে।
বুধবার, অর্থাৎ ৩ জানুয়ারি কেপটাউনে সিরিজের অন্তিম ম্যাচ খেলতে নামবে 'মেন ইন ব্লু' ও দক্ষিণ আফ্রিকা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন গত টেস্টে ব্যাট হাতে প্রভাব ফেলা দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেভিড বেডিংহ্যাম। তাঁর বক্তব্য, তাঁর নজরে▨ বর্তমানে টিম ইন্ডিয়ার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। তিনি বলেন, 'যখন আমি স্কুলে পড়তাম তখন আমি গিবস ও জ্যাক ক্যালিসের ব্যাটিং নকল করতাম। পরের দিকে আমার নজর কাড়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটিংয়ে। যখন আমার বয়স ১৩ কি ১৪ ছিল তখন আমি গিবস ও ক্যালিসের ব্যাটিং নকল করতাম। যখন সময় ভালো যায়নি তখন আমি বিরাট ও রোহিতের ব্যাটিং নকল করি।'
এরপর বেলিংহ্যামকে আন্তর্জাতিক ক্রিকেট ঘিরে অ🎃ভিজ্ঞতার প্রশ্ন করা হলে, তিনি জানান যে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা তাঁকে প্রচুর সাহায্য করেছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে। বেডিংহ্যাম বলেন, 'আমি মনে করি যা হয় ভালোর জন্যই হয় আর যেটা হয়েছে কিছু একটা কারণের জন্যই হয়েছে। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও ব্যাপারটা ঠিক একই হত। তবে সত্যি বলতে গেলে ঘরোয়া ক্রিকেট খেলে বা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমাকে শিখিয়ে দিয়েছে কি করে আগামীদিনে ভালো পারফর্ম করতে হবে। পাশাপাশি, এখন আমি ন﷽িজের আবেগকেও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি। সুতরাং আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে ঘরোয়া ক্রিকেট আমাকে সবরকমভাবে প্রস্তুত করেছে।'