আইপিএল শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন হল। ফের একবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। পরপর দুই বছর ফাইনালে উঠে তাক লাগিয়ে দিয়েছে নতুন দল গুজরাট টাইটানস। তবে এই বছর আইপিএলে খারাপ পারফরম্যান্স করে দিল্লি ক্যাপিটালস। তাদের হয়ে 💖কোনও ক্রিকেটারই সেই রকম বিশেষ কিছু করতে পারেনি। কোচ রিকি পন্টিংয়ের দিকে আঙুল উঠতে শুরু করে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের প্রাক্তন তারকা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। একটি সাক্ষাৎকারে তিনি দিল্লি ক্যাপিটালসের খারাপ পারফরম্যান্স নিয়ে মুখ খোলেন। তিনি জানান, এই বছর দিল্লি খুব খারাপ পারফরম্যান্স করেছে। তবে পরেরবার তারা ভালোভাবে ফিরে আসবে।
দশ দলীয় ক্রিকেটের সেরা টি-টোয়েন্টি লিগ টুর্নামেন্টে এইবার ৯ নম্বর স্থানে শেষ করে দিল্লি। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র পাঁচটি ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা। দিল্লির ক্রিকেটাররা কেউই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পারফরম্যান্স দিয়ে যেতে পারেনি। ওপেনার পৃথ্বী শ খুব বাজে পারফর্ম করেন। এইজন্য তাঁকে দলের বাইরেও বসতে হয়। অধিনౠায়ক অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার চেষ্টা করলেও তাঁর আক্রমণাত্মক ফর্মে খেলতে পারেননি। ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল কয়েকটি ম্যাচ ভালো খেলেন। তবে সামগ্রিকভাবে দল▨ হিসাবে চূড়ান্ত ব্যর্থ হয় রিকি পন্টিংয়ের ছেলেরা।
টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন কটাক্ষের মুখে পড়তে হয় দিল্লির টিম ম্যানেজমেন্টকে। তখন বিভিন্ন সময়ে রিকি পন্টিং মুখ খুললেও চুপচাপ ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, 'এই বছর দিল্লি খুব খারাপ পারফরম্যান্স করেছে। তবে এটা গুরুত্বপূর্ণ যে আমরা এর থেকে কতটা শিখতে পারছি। ভুলগুলি শুধরে নিয়ে ভালো দল হিসেবে নামতে হবে। আমরা ভুল কাজগুলি করেছি, ফলে ম্যাচ হেরেছি। তবে আমরা আগামী বছর 🅰আরও🍬 শক্তিশালী হয়ে ফিরে আসবো এবং ম্যাচ জিতব।'
উল্লেখ্য, দিল্লি ফ্রাঞ্চাইজি দীর🍨্ঘদিন ধরে আইপিএল খেললেও তারা সেই ভাবে দাগ কাটতে পারেনি। তারপর কোচ হিসাবে রিকি পন্টিংকে নিয়ে আসার পর কাপ জিততে না পারলেও দিল্লির পারফরম্য෴ান্সের অনেকটাই উন্নতি হয়। এর পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কে যুক্ত করা হয় ডিরেক্টার হিসাবে। তাদের নেতৃত্বে পরপর কয়েকটা বছর বেশ ভালই পারফর্ম করে তারা। তবে এই বছর ছন্দপতন। এখন দেখা যাক আগামী মরশুমে কতটা শক্তিশালী হয়ে ফিরে আসে এই ফ্র্যাঞ্চাইজি।