কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে বিশ𒁃্বকাপ জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীর। তবে পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটমহলে স্পষ্ট বিভাজন দেখা গিয়েছে দুই তারকার মধ্য▨ে। এমনটা নয় যে, ধোনি-গম্ভীর মাঠে নেমে বা মাঠের বাইরে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন। বরং পারস্পরিক শ্রদ্ধা অটুট দুই তারকার। তবে যেভাবে বিশ্বকাপ জয় অথবা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক সাফল্যের জন্য একা ধোনিকে কৃতিত্ব দেওয়া হয়, সেটা একেবারেই পছন্দ নয় গম্ভীরের।
🔴আসলে গৌতম গম্ভীরের স্পষ্ট দাবি, কোনও একজন ক্রিকেটার ভারতকে বিশ্বকাপ জেতাননি। বরং টি💟ম ইন্ডিয়ার সাফল্যের পিছনে অবদান ছিল আরও অনেকের, যাঁরা স্বীকৃতি পান না মোটেও। গম্ভীর নিজেও রয়েছেন সেই দলে।
আইপিএল ২০২৪-এর আগে🥃 গম্ভীর বনাম ধোনি বিতর্ক এবার নতুন করে ইন্ধন পেল। টিম ইন্ডিয়ার আরও এক প্রাক্তন তারকা প্রবীণ কুমার এক্ষেত্রে সরাসরি সমর্থন করলেন গম্ভীরকে। গৌতমের মতো তাঁরও মত, তারকা-বন্দনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত ভারতীয় ক্রিকেটের।
গম্ভীর একদা আক্ষেপ উগরে দেন যে, ২০১১ বিশ্বকাপ জয়ের জন্য ধোনির শেষ ছক্কাটিকে সোশ্যাল মিডিয়ায় অমরত্ব প্রদান করা হয়েছে। ব্রডকাস্টাররাও এমনভাবে বিষয়টিকে তুলে ধরে যেন, ধোনি একা বিশ্বকাপ জিতিয়েছেন। লোকে মনেই রাখেনি যে, বিশ্বকাপ ফাইনালে সব থেকে বেশি রান করেছিলেন তিনি। গৌ🅷তম বরাবর নায়ক-বন্দনার প্রবণতার বিরুদ্ধে কথা বলেছেন। তাঁর দাবি, ক্রিকেট হোক বা রাজনীতি, তারকাদের নিয়ে নাচানাচি বন্ধ হওয়া উচিত।
এই প্রসঙ্গে গম্ভীরকে সমর্থন করে প্রবীণ কুমার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব ভাগ করে দিতে চাইলেন যুবরাজ সিং, জাহির খানদেরও। গম্ভীরের বিশ্বকাপ ফাইনালের ৯৭ রানের অনবদ্য ইনিংসের কথাও উল্লেখ করতে ভোলেননি তিনি। ইউটিউব চ্যানেলে শুভঙ্কর মিশ্রর সঙ্গে আলোচনার সময় প্রবীণ বলেন, ‘গম্ভীর ভাই এক্কেবারে ঠিক বলেছে। এটা কুস্তি বা অন্য কোনও ব্যক্তিগত খেলা নয়। (ক্রিকেটের মতো টিম গেমে𝓡) একজন খেলোয়াড় আপনাকে ম্য়াচ জেতাতে পারে না।’
প্রবীণ পরক্ষণে যোগ করেন, ‘বিশ্বকাপে যুবর♚াজ সিং ১৫টি উইকেট নেয় এবং বিস্তর রান করে। জাহির খান ২১টি উইকেট নেয়।🙈 ২০০৭ ও ২০১১-র ফাইনালে গৌতম গম্ভীর রান করে। ধোনি নিজে ২০১১-র ফাইনালে রান করে। একটা দল তখনই জেতে, যখন অন্তত তিনজন ব্যাটার ফর্মে থাকে এবং অন্তত ২ জন বোলার উইকেট তোলে। টেস্ট হোক বা ওয়ান ডে অথবা টি-২০, একজন ক্রিকেটার আপনাকে টুর্নামেন্ট জেতাতে পারে না।’
আরও পড়ুন:- Ranji Trophy Champion Mumbai: রঞ্জি ফাইনালে মুম্বইকে🦄 আহ্লাদে আটখানা কর𝓀লেন যে ৮ জন
প্রবীণ কুমার শেষে স𒉰্বীকার করে নেন যে, ভারতে নায়ক-বন্দনার সংস্কৃতি ছিল বরাবার। তাঁর মতে ৮০-র দশকেই এটা শুরু হয়েছে। প্রবীণের দাবি, কখনও কখনও ক্রিকেটাররা ক্রিকেট খেলাটার থেকেও বড় হয়ে দাঁড়ান।