টাটা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে গত ম্যাচে এক বলেই আউট হয়েছিলেন দীনেশ কার্তিক। তবেꦜ আরবিআইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে অনুরাগীদের হতাশ করলেন না কার্তিক। শিখর ধাওয়ানের সঙ্গে জমাট জুটিতে ডিওয়াই পাতিল ব্লু দলকে জয় এনে দেন তিনি।
শুক্রবার ডিওয়াই পাতিল টি-২০ কাপের ম্যাচে সম্মুখসমরে নামে আরবিআই ও ডিওয়াই পাতিল ব্লু দল। টস জিতে আরসিবিআই শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যদিও ক্যাপ্টেন শাহবাজ নদিমের সিদ্ধান্ত কতটা যথাযথ ছিল, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেননা ඣওপেনিং জুটিতে ৪৫ রান তুলেও আরবিআই ১৯.৪ ওভারে মাত্র ১১২ রানে অল-আউট হয়ে যায়।
ওপেন করতে নেমে প্রণয় শর্মা দলের হয়ে সব থেকে বেশি ৩৩ রান করেন। ২৬ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ৫টি বাউন্ডারির সাহায্য়ে ২০ বলে ২৪ রান করেন অপর ওপেনার সুমিত। তিন নম্বরে ব্যাট করতে নেমে সুমিত কুমার ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২০ রান করেন। সায়ন মণ্ডল ১৫ বলে ৭ রান করেন। শাহবাজ নদিম ২ বলে ১ রান করে অপরাজিত 🔯থাকেন।
ডিওয়াই পাতিল ব্লু দলের হয়ে ৪ ওভারে ১টি মেডেন-সহ ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন কর্ষ কোঠারি। পর🐻ীক্ষিত ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৫ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন। বিপুল কৃষ্ণণ, অজয় স♐িং ও জিতেন্দ্র পালিওয়াল ১টি করে উইকেট দখল করেন। ৩ ওভারে ২৭ রান খরচ করেন আয়ুষ বাদোনি। তবে কোনও উইকেট পাননি তিনি।
জবাবে ব্যাট 𒊎করতে নেমে ডিওয়াই পাতিল ব্লু দল ১০.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৮ রান করে আউট হন অভিজিৎ তোমর। ২৯ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন অপর ওপেনার শিখর ধাওয়ান। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে দীনেশ কার্তিক ২১ 🀅বলে ৩৬ রান করে নট-আউট থাকেন। তিনি ৬টি বাউন্ডারি মারেন।
৫৫ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ডিওয়াই পাতিল ব্লু দল। আরবিআইয়ের হয়ে একমাত্র উইকেটটি নেন বান্দেকর। শাহবাজ নদি🎉ম মাত্র ১ ওভার বল করেন। তিনি ৯ রান খরচ করেও কোনও উইকেট পাননি। ডিওয়াই পাতিল ব্লু দলের হয়ে দাপুটে বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা হন পরীক্ষিত।