দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টি-২০ ম্যাচে পরাজিত💯 ভারত। লড়াই দিলেও শেষ পর্যন্ত হার শিকার করতে হয় টিম ইন্ডিয়াকে। ব্যাটিং বিপর্যয়ের পর বোলাররা বল হাতে শুরুটা ভালোই করেছিল। তবে শেষ পর্যন্ত ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। ম্যাচ হারের পর প্রশ্ন উঠেছে অধিনায়ক সূর্যক🐟ুমার যাদবের কিছু সিদ্ধান্ত নিয়ে। সূর্যর সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশ। তিনি প্রশ্ন তুলেছেন, যখন স্পিনাররা ভালো বল করছিল তখন কেন পেসারদের দিয়ে বল করালেন সূর্য। এনিয়ে তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় টি-২০-তে লড়াই করেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। একটা সময় মনে হয়েছিল হয়তো ম্যাচ জেতা সম্ভব, বিশেষ করে বরুণ চক্রবর্তীর বোলিং দেখার 🌠পর। অপর দুই স্পিনার রবি বিষ্ণোই এবং অক্ষর প্যাটেলও দারুন বল করছিলেন। কিন্তু উইকেট থেকে ধীর গতির বোলাররা সুবিধা পেলেও অক্ষরকে দিয়ে মাত্র ১ ওভারই করিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার। এই বিষয় নিয়ে X হ্যান্ডেলে ডোড্ডা গণেশ লিখেছেন, ‘ম্যাচে ধীরগতির বোলাররা ভালো খেলছিল এবং উইকেট তুলে নিয়েছিল, কিন্তু তারপরও ক্যাপ্টেন SKY অদ্ভুত কারণে অক্ষরের হাতে ৩ ওভার থাকা সত্ত্বেও আর্শদীপ এবং আবেশকে দিয়ে বল করানোর সিদ্ধান্ত নেয়। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।’
উল্লেখ্য, রবিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়ারা। শুরুতেই গত ম্যাচের নায়ক সঞ্জু স্যামসনকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান মার্কো জেনসেন। এরপর কোনও ব্যাটসম্যানই সেই ভাবে রান করতে পারেনি। শেষের দিকে ৪৫ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। অপরাজিত ছিলেন তিনি। কেশব মহারাজ বাদে এদিন দক্ষিণ আফ্রিকার সব বোলাররাই একটি করে উইকেট পেয়েছিলেন। বল হাতে লড়াইটা ভালোই দিয়েছিল ভারতের বোলাররা। ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন বরুণ চক্রবর্তী। এছাড়াও ১টি করে উইকেট নেন রবি বিষ্ণোই এবং আর্শদীপ সিং। ম্যাচটি 🍬শেষে পর্যন্ত ৩ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ৪ ম্যাচের সিরিজে ১টি করে করে ম্যাচ জিতেছে উভয় দল✅ই। ভারতের পরবর্তী দু’টি টি-২০ ম্যাচ রয়েছে ১৩ এবং ১৫ নভেম্বর।