ডব্লুপিএলের দ্বিতীয় মরশুমেই নয়া নজির গড়ে ফেললেন অস্🌌ট্রেলিয়ার অলরাউন্ডার এলিসে পেরি। বর্তমানে তিনি খেলছেন রয়্যাল চ📖্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। আর আরসিবির হয়ে খেলতে গিয়েই এই নজির গড়ে ফেলেছেন তিনি। ডব্লুপিএলের ইতিহাসে সেরা বোলিং স্পেল করার নজির তো গড়েইছেন পেরি, পাশাপাশি তিনি প্রথম বোলার হিসেবে ডব্লুপিএলের এক ম্যাচে ছয় উইকেট নেওয়ারও নজির গড়েছেন। ১২ মার্চ অর্থাৎ মঙ্গলবার আরসিবির হয়ে খেলার সময়ে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই নজির গড়েছেন তিনি।
মঙ্গলবার রাতে চলতি ডব্লু🔜পিএলের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন আরসিবি এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শুরুটা বেশ ভালো করেছিল তাদের ব্যাটিং অর্ডার। তবে এর পরেই ঘটে ছন্দপতন। এলিস পেরির দুরন্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন মুম্বইয়ের একের পর এক ব্যাটার। প্লে অফে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে স্মৃতি মন্ধনাদের। আর সেই ম্যাচেই এলিস পেরি নিজের বোলিংকে নিয়ে গেলেন এক অন্য পর্যায়ে। এদিন এস সজনা, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কার, আমানজোৎ কৌর, পূজা বস্ত্রকার এবং ন্যাট সিভার ব্রান্টকে আউট করেছেন তিনি।
এদিন ম্যাচে চার ওভার বল করে মাত্র ১৫ রান দিয়েছেন এলিস পেরি। নিয়েছেন ছয়টি উইকেট। এটি মহিলা প্রিমিয়ার লিগে সেরা বোলিং ফিগার। সেই সঙ্গে ৩৩ বছর বয়সী অজি অলরাউন্ডার ডব্লুপিএলের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে এক ম্যাচে পাঁচটি উই𝔉কেট নেওয়ারও নজির গড়েছেন। এই মরশুমে তিনি দ্বিতীয় ক্রিকেটার, যিনি এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মারিজ্যান কাপ। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে তিনি ১৫ রান দিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আশা শোভনা। তিনি ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২২ রান দিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তারা নরিস। তিনি আরসিবির বিরুদ্ধে ২৯ রান দিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন কিম গার্থ। তিনি ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩৬ রান দিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। পেরি ছয় ম্যাচে ২০৬ রান করেছেন চলতি ডব্লুপিএলে। রয়েছে একটি অর্ধশতরান। ব্যাটিং গড় ৫১.০০।