শুভব্রত মুখার্জি:- ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা লর্ডসের মাঠে🍒 দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে। দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের দখল শক্ত করে নেয় স্বাগতিকরা। লর্ডস টেস্টে ইংল্যান্ডের সামনে শ্রীলঙ্কাকে ফলোঅন করার সুযোগ ছিল, কিন্তু ২৩১ রানের লিড থাকা সত্ত্বেও দলটি তা করেনি। বেন🌠 স্টোকস থাকলে হয়তো তৃতীয় দিনেই ফলোঅন দিয়ে টেস্ট শেষ করার কথা ভাবতেন। এই ম্যাচে প্রথমে ব্যাট করে জো রুট (১৪৩) এবং গাস অ্যাটকিনসনের (১১৮) সেঞ্চুরির সাহায্যে ইংলিশ দল বোর্ডে ৪২৭ রান করেছিল, যার জবাবে পুরো শ্রীলঙ্কা দল ১৯৬ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন… Pickleball: ভা🐎রতে আসছেন আন্দ্রে আগাসি, তবে টেনিসের ✤জন্য নয়!
বর্তমানে ইংল্যান্ড সফরে গিয়েছে শ্রীলঙ্কা দল। টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। ইতিমধ্যেই প্রথম টেস্ট হয়ে গিয়েছে। প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছে ই🐠ংল্যান্ড। এমন আবহে দ্বিতীয় টেস্টে লর্ডসে মুখোমুখি হয়েছে দুই দল। শুক্রবার শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের খেলা শেষে বেশ ব্যাকফুটে শ্রীলঙ্কা দল। বিরাট ব্যবধানে লিড নিয়েছে জো রুটরা। ফলে বেশ চাপে পড়ে গিয়েছেন দীনেশ চণ্ডীমলরা। দ্বিতীয় দিন শেষে তারা পিছিয়ে রয়🦂েছে ২৫৬ রানে। তাদের হাতে রয়েছে আরও নয় উইকেট। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতার সামনে পড়ে। আপাতত দ্বিতীয় টেস্টে সেই ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে তাদের।
আরও পড়ুন… আমি প্রত্যেককে সম্মান কর𒀰ি কিন্তু… জানেন কার বিরুদ্ধে বল করতে ভয় ♒পান জসপ্রীত বুমরাহ
দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড দল তাদের দ্বিতীয় ইনিংসে করেছে ১ উইকেটে ২৫ রান। লিড ২৫৬ রানের। আউট হয়েছেꦇন ওপেনার ড্যান লরেন্স। তিনি ৭ রান করে আউট হয়েছেন। ওপেনার বেন ডাকেট নট আউট রয়েছেন ১৫ রানে। ওলি পোপ নট আউট রয়েছেন দুই রানে। শ্রীলঙ্কার হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন লাহিরু কুমারা। এর আগে এদিন শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল। তবে মাত্র ১৯৬ রানে অলআউট হয়ে যায় তারা। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ওলি স্টোন এবং ম্যাথু পটস। অপর একটি উইকেট নিয়েছেন শোয়েব বশির। ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে কিছুটা লড়াই করেছেন কামিন্দু মেন্ডিস।
দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন কামিন্দু মেন্ডিস। ১২০ বল খেলে আটটি চার এবং তিনটি ছয় মেরেছেন তিনি। তাঁকে কিছুটা সাপোর্ট দেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দীনেশ চণ্ডীমল এবং🎉 মিলান রতনায়েকে। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৩৬ বলে করেছেন ২২ রান। দীনেশ চণ্ডীমল ৩৩ বলে করেছেন ২৩ রান। ১৪ বলে ১৯ রান করেছেন মিলান রতনায়েকে। এছাড়া আর বলার মতন রান পাননি কোন শ্রীলঙ্কান ব্যাটার। প্রসঙ্গত প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট হয়েছিল ৪২৭ রানে। এই ইনিংসে শ্রীলঙ্কার বোলার আসিথা ফার্নান্দো দলের হয়ে পাঁচটি উইকেট নেন। উল্লেখ্য থ্রি লায়ন্সদের হয়ে প্রথম ইনিংসে দুজন শতরান করেছেন। জো রুট ১৪৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে একটি আক্রমণাত্মক শতরান করেছেন গাস অ্যাটকিনসন। তিনি মাত্র ১১৫ বলে ক﷽রেছেন ১১৮ রান।