ম্যাঞ্চেস্টারে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে চার দিনেই পরাজিত হয় শ্রীলঙ্কা। লর্ডসেও তার অন্যথা♕ হল না। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের দ্বিতীয় টেস্টও চার দিনেই হেরে বসল শ꧃্রীলঙ্কা।
জয়ের জন্য শেষ ইনিংসে দ্বীপরাষ্ট্রের ঘাড়ে বিরাট বোঝা চাপিয়ে দেয় ইংল্যান্ড। দেওয়াল লিখনটা পড়া যাচ্ছিল সেই থেকেই। শেষমেশ গড়পড়তা ব্যাটিংয়ে শ্রীলঙ্কাꦰ তাদের শেষ ইনিংসে ৩০০ টপকাতেও ব্যর💟্থ হয়। ফলে এক ম্যাচ বাকি থাকতেই তিন টেস্টের সিরিজ হেরে বসেন ধনঞ্জয়া ডি'সিলভারা।
উল্লেখযোগ্য বিষয় হল, শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে🐟ন জো রুট। তা সত্ত্বেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জোটেনি তাঁর। বরং রুটকে টপকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে তোলেন নবাগত গাস অ্যাটকিনসন। কেননা প্রথম ইনিংসে শতরান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট দখল করেন তিনি।
লর্ডসে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৪২৭ রা🐻ন। জো রুট ১৪৩ ও গাস অ্যাটকিনসন ১১৮ রান করেন। শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ৫টি উইকেট নেন অসিথা ফার্নান্ডো।
আরও পড়ুন:- ছেলের কেরিয়ার ধ্বংস করেছে! ‘ভারতরত্নের দাবি তু⭕লে’ꦯ ফের ধোনিকে তিরস্কার যুবরাজের পিতার
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৯৬ রানে। কামিন্দু মেন্ডিস ৭৪ রান করেন। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ২টি করে উইকেট দখল করেন ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ওলি স্টোন ও ম্যাথিউ 🐬পটস। প্রথম ইনিংসের নিরিখে ২৩১ রানের বিশাল লিড নিয়ে নেয় ইংল্যান্ড।
ব্রিটিশরা তাদের দ্বিতীয় ইনিংসে তোলে ২৫১ রান। জো রুট ১০৩ ও𒁏 হ্যারি ব্রুক ৩৭ রান করেন। শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন অসিথা ফার্ন✃ান্ডো ও লাহিরু কুমারা। ২টি করে উইকেট নেন মিলান রত্নায়কে ও প্রবথ জয়সূর্য।
জয়ের জন্🌳য শ্রীলঙ্কার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৮৩ রানের। শ্রীলঙ্কা তৃতীয় দিনের খ𝓡েলা শেষ করে ২ উইকেটে ৫৩ রান তুলে। তার পর থেকে চতুর্থ দিনে খেলতে নেমে শ্রীলঙ্কা শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় ২৯২ রানে। ১৯০ রানের বড় ব্যবধানে দ্বিতীয় টেস্ট হেরে বসে তারা।
আরও পড়ুন:ཧ- চার-ছক্কার ঝড়ে ৩২৫ স্ট্রাইক-রেটে রিঙ্কু সিংয়ের তাণ্ডব, তবু হারতে ♚হল তাঁর দলকে
দিমুথ করুণারত্নে ৫৫, দীনেশ চণ্ডীমল ৫৮, ধনঞ্জয়া ডি'সিলভ♉া ৫০, মিলান রত্নায়কে ৪৩ ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৩৬ রান করেন। ইংল্যান্ডের হয়ে শেষ ইনিংসে ৬২ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন গাস অ্যাটকিনসন। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও ওলি স্টোন। ১টি উইকেট নেন শোয়েব বশির। অর্থাৎ, অ্যাটকিনসন সেঞ্চুরি করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে মোট ৭টি উইকেট দখল করেন।