চ্যাম্পিয়ন হলেও আইপিএল ২০২৪-এ রিঙ্কু সিংকে যথাযথভাবে ব্যবহার কর♏েনি কেকেআর, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। রিঙ্কুর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার পিছনে গত আইপিএলে তেমন কিছু করে দেখাতে না পারাকে দায়ি করেন অনেকেই। এখন আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে যখন দলগুলি হিসেব কষতে ব্যস্ত কাদের ধরে রাখা হবে স্কোয়াডে, তখন ইউপি টি-২০ লিগে রিঙ্কু🧜 সিংয়ের পারফর্ম্যান্স তাঁকে কেকেআরের কাছে বাড়তি গুরুত্ব এনে দেবে সন্দেহ নেই।
চলতি উত্তরপ্রদেশ টি-২০ লিগে শুধু ক্যাপ্টেন হিসেবেই নয়, বরং ব্যাটসম্যান হিসেবেও চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরছেন রিঙ্কু সিং। একের পর এক ম্যাচে ঝোড়ো ব্যাটিং করছেন মীরাট মাভেরিকসের অধিনায়ক। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। ব𝔉ৃষ্টি বিঘ্নিত ম্যাচে ধুমধাড়াক্কা ইনিংস খেলেন রিঙ্কু। যদিও ছোট হয়ে যাওয়া ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে হেরে যায় তাঁর দল।
রবিবার একানা স্টেডিয়ামে লিগের ১৪তম ম্যাচে সম্মুখসমরে 🅺নামে রিঙ্কুর মীরাট ও প্রিয়ম গর্গের লখনউ ফ্যালকনস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মীরাট। তারা ১১ ওভারে কমে দাঁড়ানো ইনিংসে তোলে ১ উইকেটের বিনিময়ে ১৪২ রান।
রিঙ্কু সিং মাত্র ১২ বলে ৩৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে আউট হন। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন। সুতরাং, রিঙ্কুর স্ট্রাইক-রেট ছিল ৩২৫.০০। এছাড়া ৩৬ বলে ৭৫ রান করেন স্বস্তিক চিকারা। তিনি ৪টি চার ও ৮টি ছক্কা মারেন। ১৭ বলে ২০ রান করে অবসৃত হন অক্ষয় দুবে। তিনি ৩টিꦰ চার মারেন। ১ বলে ৬ রান করে অপরাজিত থাকেন উবেশ আহমেদ। লখনউয়ের হয়ে ২ ওভারে ৪০ রান খরচ করে একমাত্র উইকেটটি নেন বিপরাজ নিগম।
ড♌াকওয়ার্থ-লুইস নিয়মে লখনউ ফ্যালকনসের টার্গেট পরিবর্তিত হয়। তারা ১০.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ উইকেটে ম্যাচ জেতে লখনউ। হর্ষ ত্যাগী নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ২২ বলে ৪৯ রান করেন। মারেন ৬টি চার ও ২টি ছক্কা।
যদিও অর্ধশতরান করেন অপর ওপেনার সামর্থ সিং। তিনি ২৭ বলে🉐 ৬৯ রান করেন। মারেন ৯টি চার ও ৪টি ছক্কা। ১৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন কৃতজ্ঞ সিং। তিনি ২টি ছক্কা মারেন। ১ বলে ৪ রান করে নট-আউট থাকেন প্রিয়ম গর্গ। মীরাটের হয়ে ২.৫ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট নেন জীশান আনসারি।